ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হত্যা চেষ্টা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কারফিউ পরিস্থিতি দেখতে আগরতলার আইজিএম চৌমুহনী এলাকায় যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর দেহরক্ষী ও পুলিশ বাহিনীও ছিল সঙ্গে। ওই সময় হঠাৎ একটি গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে ছুটে আসছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দিকে।
কর্মকর্তারা জানান, গাড়িটি আসতে দেখে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব লাফ দিয়ে ফুটপাতে পড়ে যান।
এই ঘটনার পর বিপ্লব কুমার দেবের দেহরক্ষীরা ওই গাড়িকে থামানোর চেষ্টা করলেও পারেননি। এই ঘটনায় করা মামলায় গত বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই তিনজনকে আদালতে তোলা হলে তাঁদেরকে আপাতত ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে গোটা ঘটনায় ত্রিপুরা বিজেপির দাবি, এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। তবে পুলিশ গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া তিনজনকে বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তাঁদেরকে ১৯ আগস্ট পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। এখন পুলিশ তদন্ত করবে যে কী কারণে গ্রেপ্তারকৃতরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভেঙে তাঁকে গাড়ি চাপা দিতে চেয়েছিল।
ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হত্যা চেষ্টা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে কারফিউ পরিস্থিতি দেখতে আগরতলার আইজিএম চৌমুহনী এলাকায় যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর দেহরক্ষী ও পুলিশ বাহিনীও ছিল সঙ্গে। ওই সময় হঠাৎ একটি গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে ছুটে আসছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দিকে।
কর্মকর্তারা জানান, গাড়িটি আসতে দেখে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব লাফ দিয়ে ফুটপাতে পড়ে যান।
এই ঘটনার পর বিপ্লব কুমার দেবের দেহরক্ষীরা ওই গাড়িকে থামানোর চেষ্টা করলেও পারেননি। এই ঘটনায় করা মামলায় গত বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই তিনজনকে আদালতে তোলা হলে তাঁদেরকে আপাতত ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এদিকে গোটা ঘটনায় ত্রিপুরা বিজেপির দাবি, এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। তবে পুলিশ গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া তিনজনকে বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তাঁদেরকে ১৯ আগস্ট পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। এখন পুলিশ তদন্ত করবে যে কী কারণে গ্রেপ্তারকৃতরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভেঙে তাঁকে গাড়ি চাপা দিতে চেয়েছিল।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
৪ ঘণ্টা আগেহাওয়াইয়ে ভ্রমণে গিয়ে মার্কিন সীমান্তরক্ষীদের হাতে দেহ তল্লাশি ও রাতভর আটকের শিকার হয়েছেন দুই জার্মান কিশোরী। পর্যাপ্ত সময়ের জন্য হোটেল বুকিং না থাকায় তাদের সন্দেহজনক মনে করে এই ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)।
৫ ঘণ্টা আগেপ্রযুক্তি জায়ান্ট গুগল প্রায় চার বছরের পুরোনো একটি মামলায় ভারতের প্রতিযোগিতা কমিশন তথা সিসিআই-এর সঙ্গে নিষ্পত্তিতে পৌঁছেছে। অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির বাজারে গুগল অনৈতিক ও প্রতিযোগিতাবিরোধী ব্যবসায়িক চর্চা করছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এই নিষ্পত্তি হয়েছে। গুগল,
৬ ঘণ্টা আগেভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৬ ঘণ্টা আগে