Ajker Patrika

কোনোমতে প্রাণে বাঁচলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, গ্রেপ্তার ৩

আপডেট : ০৭ আগস্ট ২০২১, ১৬: ০৭
কোনোমতে প্রাণে বাঁচলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী, গ্রেপ্তার ৩

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হত্যা চেষ্টা মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে কারফিউ পরিস্থিতি দেখতে আগরতলার আইজিএম চৌমুহনী এলাকায় যান ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর দেহরক্ষী ও পুলিশ বাহিনীও ছিল সঙ্গে। ওই সময় হঠাৎ একটি গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে ছুটে আসছে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দিকে। 

কর্মকর্তারা জানান, গাড়িটি আসতে দেখে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব লাফ দিয়ে ফুটপাতে পড়ে যান। 

এই ঘটনার পর বিপ্লব কুমার দেবের দেহরক্ষীরা ওই গাড়িকে থামানোর চেষ্টা করলেও পারেননি। এই ঘটনায় করা মামলায় গত বৃহস্পতিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে ওই তিনজনকে আদালতে তোলা হলে তাঁদেরকে আপাতত ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়। 

এদিকে গোটা ঘটনায় ত্রিপুরা বিজেপির দাবি, এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে পারে। তবে পুলিশ গোটা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া তিনজনকে বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছিল। কিন্তু আদালত তাঁদেরকে ১৯ আগস্ট পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন। এখন পুলিশ তদন্ত করবে যে কী কারণে গ্রেপ্তারকৃতরা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভেঙে তাঁকে গাড়ি চাপা দিতে চেয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত