Ajker Patrika

পিকে হালদারকে ১০ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ আদালতের

কলকাতা প্রতিনিধি
Thumbnail image

অর্থ পাচারের দায়ে অভিযুক্ত ভারতে আটক প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারসহ ৬ জনকে আগামী ১০ আগস্ট পর্যন্ত জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার বিশেষ সিবিআই আদালত। ২৬ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়ার পাশাপাশি মামলার তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট–ইডিকে পিকে হালদারের শারীরিক অবস্থা সম্পর্কেও প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত।

অভিযুক্তদের আইনজীবীরা চার্জশিট বা অভিযোগ পত্রের কপি হাতে পাওয়ার কথা জানান। আদালত চত্বরে প্রিজন ভ্যান থেকে নামার সময় অনেকটা বিধ্বস্ত অবস্থায় পিকে সাংবাদিকদের জানান, চার্জশিট খতিয়ে দেখেই তিনি এ বিষয়ে মন্তব্য করবেন। 

ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী তদন্তের স্বার্থে আসামিদের জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, ‘১০০ পাতার চার্জশিটে আসামিদের অপরাধের বিষয়টি অনেকটাই স্পষ্ট। তবে আরও তদন্তের প্রয়োজন রয়েছে।’ 

এর আগে, গত ১৪ মে পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিয়ে ভারতের আর্থিক কেলেঙ্কারির তদন্তকারী সংস্থা ইডি প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে, তাঁর ভাই প্রাণেশ কুমার হালদার, ইমাম হোসেন, পৃথ্বীশ হালদার, স্বপন মৈত্র, উত্তম মৈত্র এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে গ্রেপ্তার করেন। 

তদন্তে পিকে হালদারের বিশাল আর্থিক সাম্রাজ্যের সন্ধান পান গোয়েন্দারা। ৮৮টি ব্যাংক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ ছাড়াও নামে-বেনামে প্রচুর স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে অন্তত ৩০০ কোটি টাকার সন্ধান পাওয়া যায়। ভারত–বাংলাদেশের বাইরেও পিকে হালদারের আরও সম্পদ রয়েছে বলে জানতে পেরেছেন ভারতীয় গোয়েন্দারা। 

গত ১২ জুলাই তাঁদের বিরুদ্ধে প্রাথমিক চার্জশিট পেশ করা হয়। ১০০ পাতার চার্জশিটে তাঁদের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ তোলা হয়েছে। এর আগে, ৫ জুলাই অভিযুক্তদের আদালতে তোলা হলে সেসময় ১৫ জুলাই শুনানির নির্দেশ দিয়েছিলেন আদালত। সেই নির্দেশ মোতাবেক আজ তাঁদের আদালতে হাজির করা হলে ২৬ দিন পর ফের শুনানির নির্দেশ দেন বিচারক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত