Ajker Patrika

করোনায় আরেকটি ভয়াবহ দিন দেখল ভারত

করোনায় আরেকটি ভয়াবহ দিন দেখল ভারত

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত একদিনে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। এই সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন করোনা রোগী। ভারতে করোনার ইতিহাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।  এছাড়া গত ২৪ ঘণ্টায়  দেশটিতে ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।  যা এখন পর্যন্ত একদিনে বিশ্বে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ বুধবার এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,  দেশটিতে এ পর্যন্ত  ২ লাখ ১ হাজার ৮৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ।   ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জন।ভারতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪৮ লাখ ১৭ হাজার ৩৭১ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ১২ শতাংশ। বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৯ লাখ ৭৮ হাজার ৭০৯ জন।

 রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবায় সঙ্কট দেখা দিয়েছে। মৃতের সংখ্যায় বেড়ে যাওয়ায় ভারতের বিভিন্ন রাজ্যে মরদেহ সৎকারেও হিমশিম খেতে হচ্ছে।

 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত