কলকাতা প্রতিনিধি
বিজ্ঞান কখনো মিথ্যে কথা বলতে পারে না কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্যা কথা বলেন। বৃহস্পতিবার সামাজিক গণমাধ্যম টুইটারে এমনই মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কোভিড–১৯ মহামারিতে ভারতীয়দের মৃত্যুর সংখ্যা নিয়ে মোদি সরকার কারচুপি করেছে এমন অভিযোগ তুলে রাহুল গান্ধী এই কথা বলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কোভিড–১৯ মহামারিকালের মৃতদের সংখ্যা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ভারত কোভিডে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। সরকারি তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার পর্যন্ত ভারতে ৫ লাখ ২৪ হাজার ২ জনের মৃত্যু হয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুসারে গত ডিসেম্বর পর্যন্ত ভারতে অন্তত ৪৭ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন কোভিডের কারণে।
রাহুল তাঁর টুইটে একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি চার্ট শেয়ার করে লিখেছেন, ‘কোভিড মহামারিতে অন্তত ৪৭ লাখ ভারতীয় মারা গেছেন, সরকারের দাবি অনুসারে ৪ লাখ ৮০ হাজার নয়।
বিজ্ঞান কখনো মিথ্যা বলে না, মোদি বলেন। প্রিয়জন হারিয়েছে এমন পরিবারগুলোকে সম্মান করুন, বাধ্যতামূলকভাবে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দিয়ে তাদের সহায়তা করুন।’
তবে, এনডিটিভির প্রতিবেদন বলছে, বিজেপি রাহুল গান্ধীর বক্তব্য ভুল বলে উড়িয়ে দিয়ে বলেছে—বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা (তথ্য) আর কংগ্রেসের বেটা (পুত্র) দুইটাই ভুল।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এই তথ্য সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে ভারতে। তবে ভারত সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি উড়িয়ে দিয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এই রিপোর্ট পুরোটাই বিভ্রান্তিমূলক।
বিজ্ঞান কখনো মিথ্যে কথা বলতে পারে না কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্যা কথা বলেন। বৃহস্পতিবার সামাজিক গণমাধ্যম টুইটারে এমনই মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কোভিড–১৯ মহামারিতে ভারতীয়দের মৃত্যুর সংখ্যা নিয়ে মোদি সরকার কারচুপি করেছে এমন অভিযোগ তুলে রাহুল গান্ধী এই কথা বলেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কোভিড–১৯ মহামারিকালের মৃতদের সংখ্যা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ভারত কোভিডে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। সরকারি তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার পর্যন্ত ভারতে ৫ লাখ ২৪ হাজার ২ জনের মৃত্যু হয়েছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুসারে গত ডিসেম্বর পর্যন্ত ভারতে অন্তত ৪৭ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন কোভিডের কারণে।
রাহুল তাঁর টুইটে একটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি চার্ট শেয়ার করে লিখেছেন, ‘কোভিড মহামারিতে অন্তত ৪৭ লাখ ভারতীয় মারা গেছেন, সরকারের দাবি অনুসারে ৪ লাখ ৮০ হাজার নয়।
বিজ্ঞান কখনো মিথ্যা বলে না, মোদি বলেন। প্রিয়জন হারিয়েছে এমন পরিবারগুলোকে সম্মান করুন, বাধ্যতামূলকভাবে ৪ লাখ রুপি ক্ষতিপূরণ দিয়ে তাদের সহায়তা করুন।’
তবে, এনডিটিভির প্রতিবেদন বলছে, বিজেপি রাহুল গান্ধীর বক্তব্য ভুল বলে উড়িয়ে দিয়ে বলেছে—বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেটা (তথ্য) আর কংগ্রেসের বেটা (পুত্র) দুইটাই ভুল।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত এই তথ্য সামনে আসতেই বিতর্ক শুরু হয়েছে ভারতে। তবে ভারত সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি উড়িয়ে দিয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানের সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এই রিপোর্ট পুরোটাই বিভ্রান্তিমূলক।
মৃত্যুর সময় আদেলের শরীর ছিল শীর্ণ, পেট ছিল ভেতরের দিকে ঢোকানো, হাড়গুলো বেরিয়ে এসেছিল আর মুখ ছিল ফ্যাকাশে। তাঁর এই দুর্বল দেহ গাজার ফিলিস্তিনিদের ওপর চলা ক্ষুধার যুদ্ধের এক করুণ সাক্ষী। ইসরায়েলের অবিরাম হামলার কারণে সেখানে হাসপাতালগুলোতে চিকিৎসা ও মানবিক সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
২০ মিনিট আগেসম্প্রতি দেশটির সরকার ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দেওয়ায় আশাবাদী হচ্ছেন ভ্রমণপ্রেমীরা। তবে গত এপ্রিলে নতুন নিয়মের ঘোষণা এলেও এখনো এটি বাস্তবায়নের কোনো সুনির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় বড়দিন উদ্যাপিত হয় বছরে দুবার। একবার ডিসেম্বরের প্রচলিত দিনে, আরও একবার দেশটির শীতের মাস জুলাইয়ে। ‘ক্রিসমাস ইন জুলাই’ এখন শুধু একটি ট্রেন্ড নয়, এটি অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় ঐতিহ্যে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগেপর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনিগ্রোর কার্যালয় জানিয়েছে, তাঁর সরকার আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্
৪ ঘণ্টা আগে