প্রতিনিধি, কলকাতা
ভারতে জ্বালানির দাম বেড়েই চলেছে। আজ বুধবার দেশটিতে বাসাবাড়ির গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৫ রুপি বাড়ানো হয়েছে। দাম পেট্রল-ডিজেলের দামও চড়া। বিজেপি বলছে, আন্তর্জাতিক বাজারে পরিশোধিত জ্বালানির মূল্যবৃদ্ধির কারণেই মূল্যবৃদ্ধি পাচ্ছে। তবে বিজেপির এসব বক্তব্য মানতে নারাজ বিরোধীরা। সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। ফলে জ্বালানির দাম বাড়িয়ে ভোটের আগে কঠোর সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার।
আজ বুধবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে জিডিপির মূল মানে হচ্ছে গ্যাস, ডিজেল এবং পেট্রলের মূল্যবৃদ্ধি। রোজই বাড়ছে।’
আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, ‘২০১৪ সালে ইউপিএ আমলে অপরিশোধিত তেলের দাম ছিল ১০৫ রুপি, এখন ৩২ শতাংশ কমে হয়েছে ৭১ রুপি। ভারতে পেট্রলের দাম ছিল প্রতি লিটার ৭১ রুপি ৫০ পয়সা। এখন সেটা হয়েছে ১০১ রুপি। ডিজেল ৫৭ থেকে বেড়ে হয়েছে ৮৮ রুপি। এর জন্য বিজেপি দায়ী। পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের অতিরিক্ত মূল্য থেকে বিজেপি সরকার ২৩ লাখ রুপি আয় কয়েছে। সেই অর্থ কোথায় গেল?’
শুধু রাহুল গান্ধীই নন, ভারতের বিজেপি বিরোধী সব দলই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেছে। বিজেপির জোট শরিক সংযুক্ত জনতা দলের পক্ষ থেকেও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানানো হয়।
জেডিইউ নেতা কে সি ত্যাগী আশঙ্কা করেন, আসন্ন পাঁচ রাজ্যের ভোটে বিজেপি বিরোধীরা জ্বালানির দামকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা নেবে।
ভারতে জ্বালানির দাম বেড়েই চলেছে। আজ বুধবার দেশটিতে বাসাবাড়ির গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২৫ রুপি বাড়ানো হয়েছে। দাম পেট্রল-ডিজেলের দামও চড়া। বিজেপি বলছে, আন্তর্জাতিক বাজারে পরিশোধিত জ্বালানির মূল্যবৃদ্ধির কারণেই মূল্যবৃদ্ধি পাচ্ছে। তবে বিজেপির এসব বক্তব্য মানতে নারাজ বিরোধীরা। সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। ফলে জ্বালানির দাম বাড়িয়ে ভোটের আগে কঠোর সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার।
আজ বুধবার সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে জিডিপির মূল মানে হচ্ছে গ্যাস, ডিজেল এবং পেট্রলের মূল্যবৃদ্ধি। রোজই বাড়ছে।’
আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রসঙ্গে রাহুল গান্ধী বলেন, ‘২০১৪ সালে ইউপিএ আমলে অপরিশোধিত তেলের দাম ছিল ১০৫ রুপি, এখন ৩২ শতাংশ কমে হয়েছে ৭১ রুপি। ভারতে পেট্রলের দাম ছিল প্রতি লিটার ৭১ রুপি ৫০ পয়সা। এখন সেটা হয়েছে ১০১ রুপি। ডিজেল ৫৭ থেকে বেড়ে হয়েছে ৮৮ রুপি। এর জন্য বিজেপি দায়ী। পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের অতিরিক্ত মূল্য থেকে বিজেপি সরকার ২৩ লাখ রুপি আয় কয়েছে। সেই অর্থ কোথায় গেল?’
শুধু রাহুল গান্ধীই নন, ভারতের বিজেপি বিরোধী সব দলই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিবাদ করেছে। বিজেপির জোট শরিক সংযুক্ত জনতা দলের পক্ষ থেকেও জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানানো হয়।
জেডিইউ নেতা কে সি ত্যাগী আশঙ্কা করেন, আসন্ন পাঁচ রাজ্যের ভোটে বিজেপি বিরোধীরা জ্বালানির দামকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা নেবে।
জম্মু–কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের কূটনৈতিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় আকাশসীমা বন্ধ করে করে দিয়েছে পাকিস্তান। আগামী ২৩ মে পর্যন্ত এটি বহাল থাকার সম্ভাবনা রয়েছে। তবে, এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
১ ঘণ্টা আগেগত ২৪ এপ্রিল রাত থেকে, ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করার কয়েক ঘণ্টা পরেই, পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরের এলওসির বিভিন্ন স্থানে বিনা উসকানিতে গুলি চালাচ্ছে বলে অভিযোগ ভারতীয় নিরাপত্তা বাহিনীর।
১ ঘণ্টা আগেউপত্যকার বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কুদ্স নিউজ নেটওয়ার্ক আজ সকালে জানিয়েছে, মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের অন্তত ৫ জন। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতি সংকুচিত হওয়ার জন্য দায়ী করেছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে। নতুন শুল্ক আরোপের আগেই আমদানির চাপ, সরকারি ব্যয়ে কাটছাঁট এবং অর্থনৈতিক অনিশ্চয়তা— এই বাস্তব কারণগুলো উপেক্ষা করে তিনি বারবার দায় দিচ্ছেন বাইডেন প্রশাসন
১৪ ঘণ্টা আগে