Ajker Patrika

ইসরায়েলি হামলায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত, খাদ্যসংকট চরমে

অনলাইন ডেস্ক
আপডেট : ০২ মে ২০২৫, ১০: ১৩
খাবার সংগ্রহ করতে হাঁড়ি-পাতিল নিয়ে চ্যারিটি কিচেনে যাচ্ছে গাজার শিশুরা। ছবি: আনাদোলু
খাবার সংগ্রহ করতে হাঁড়ি-পাতিল নিয়ে চ্যারিটি কিচেনে যাচ্ছে গাজার শিশুরা। ছবি: আনাদোলু

ইসরায়েলে ভয়াবহ দাবানলের মধ্যেও গাজায় বর্বরতা থামায়নি নেতানিয়াহু প্রশাসন। পুরোদমেই চলছে অভিযান। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবারও ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার বিমান হামলায় প্রাণ হারিয়েছে উপত্যকার আরও অন্তত ৩১ বাসিন্দা। আজ শুক্রবার ভোরের আলো ফোটার আগেই হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফ।

উপত্যকার বিভিন্ন স্থান থেকে হতাহতের খবর পাওয়া যাচ্ছে। কুদ্স নিউজ নেটওয়ার্ক আজ সকালে জানিয়েছে, মধ্য গাজার বুরেজি শরণার্থী শিবিরে বোমা হামলায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের অন্তত ৫ জন। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণ গাজার খান ইউনিসের শেখ নাসের ও শেখ রেদওয়ান এলাকায়ও হামলার খবর পাওয়া গেছে। মর্টার শেল দিয়ে হামলা চালানো হয়েছে। তবে, হতাহতের ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, হামলার লক্ষ্যবস্তু ছিল বেসামরিকদের তাঁবু আর আবাসিক বাড়িঘর। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর দাবি— হামাসই তাদের হামলার একমাত্র লক্ষ্য। তাদের সাফাই—গাজার বেসামরিক মানুষদের ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস, সে কারণেই এত বেসামরিক প্রাণহানি।

চুপ করে বসে নেই হামাসও। দখলদার শক্তির বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে তারা। শুক্রবার এক বিবৃতিতে কাসাম ব্রিগ্রেড জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহ সিটির পশ্চিমে তাল আস সুলতান এলাকায় একটি গোপন ঘাঁটি গেড়েছে তারা। কয়েক দিন আগে ওই ঘাঁটি থেকে চালানো হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষও উত্তর গাজায় এক সেনা নিহতের কথা স্বীকার করেছে।

এদিকে, গাজার দুর্ভিক্ষ পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। টানা দুই মাস ধরে অবরুদ্ধ গাজা উপত্যকা। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গাজায় এখন ৯২ শতাংশ শিশু ও গর্ভবতী নারী চরম অপুষ্টিতে ভুগছে। এমন পরিস্থিতিতে গাজাকে দুর্ভিক্ষকবলিত এলাকা হিসেবে ঘোষণা দিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজার পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক মাইকেল রায়ান ।

জাতিসংঘ বলছে, গাজা সীমান্তে ত্রাণ নিয়ে অপেক্ষা করছে প্রায় ৩ হাজার ট্রাক। কিন্তু ইসরায়েলি অবরোধের কারণে ঢুকতে পারছে না সেগুলো। এদিকে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, মজুত শেষ হয়ে যাওয়ায় তারা আর কর্মসূচি চালাতে পারছে না গাজায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত