Ajker Patrika

বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে চীনা নাগরিক আটক

বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে চীনা নাগরিক আটক

ঢাকা: সন্দেহজনক গতিবিধির কারণে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে হান জানউয়ে নামে এক চীনা নাগরিককে আটক করেছে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মালদা জেলার সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করা হয়। বিএসএফ কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

কর্মকর্তা জানান, চীনের ওই নাগরিকের কাছে বাংলাদেশি ভিসা পাওয়া গেছে। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ এবং তিনটি সিম কার্ড পাওয়া গেছে।

একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, স্থানীয় সময় সকাল ৭টার দিকে তাঁকে আটক করা হয়। আমরা তাঁকে কালিয়াচক পোস্টে নিয়ে আসি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলোকে জানাই। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও বলেন, চীন ওই নাগরিক ইংরেজি বলতে পারেন না। এ জন্য মান্দারিন জানা নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তাকে ডেকে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মালদা সীমান্ত দিয়ে প্রায়ই মাদক, অস্ত্র, গরু চোরাচালান হয় এবং অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটে থাকে। ভারতী নিরাপত্তা সংস্থাগুলো বলছে, হান জানউয়ের সঙ্গে আরও কেই এসছেন কিনা তা জানার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া বাংলাদেশে কী কারণে হান জানউয়ে গিয়েছিলেন তা জানারও চেষ্টা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত