এলিন খান
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার প্রসঙ্গে পুরুষদের ‘মুসলমানি’ চিহ্ন তথা খতনা করার বিষয়টি পরীক্ষা করে দেখার পরামর্শ দিয়েছিলেন বিজেপি নেতা তথাগত রায়। বিষয়টিকে কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ও সর্বভারতীয় মতুয়া সংঘের নেত্রী মমতা ঠাকুর।
গত সোমবার মেঘালয়ের সাবেক এই গভর্নর তাঁর টুইটে লেখেন, ‘যিনি (ভারতের) নাগরিকত্ব নিতে চান, তাঁকে অবশ্যই হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টান হতে হবে। একজন পুরুষের ধর্মীয় অবস্থান পরীক্ষা জন্য অবশ্যই তাঁর মুসলমানি বা খতনা করা হয়েছে কি না কিংবা সে অন্য কোনো অবস্থায় আছে কি না, তা দেখতে হবে।’ সেই টুইটে তথাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেছিলেন।
তথাগত রায়ের এই কুরুচিপূর্ণ ও নোংরা পরামর্শের প্রতিবাদে ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন উত্তর ২৪-পরগনা জেলার গাইঘাটা থানায় মামলা দায়ের করেন মমতা ঠাকুর।
এ ঘটনার পরপর বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি মুসলিমদের নাগরিকত্ব পাওয়া আটকাতেই এমন পরামর্শ দিচ্ছেন তথাগত? শুধু তাই নয়, তাঁর এই বক্তব্য ঘিরে অশ্লীলতার পাশাপাশি ধর্মীয় বিভেদ উসকে উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, তথাগত রায়ের টুইটের বিষয়বস্তু ছড়িয়ে পড়ার পরপরই গতকাল মঙ্গলবার তাঁর দক্ষিণ কলকাতার বাসভবনের সামনে মতুয়া সম্প্রদায়ের লোকেরা বিক্ষোভ ও প্রদর্শন করে।
নির্দিষ্ট করেই একটি ধর্মের মানুষদের উদ্দেশ্যে তথাগত রায়ের পোস্ট ও তাতে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ট্যাগ করায় তীব্র নিন্দা করেছে তৃণমূল। এক টুইটে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘মোদি-শাহকে ট্যাগ করে পোস্ট করেছেন তথাগত, অথচ তাঁরা তথাগতর এই কাজের নিন্দা বা সমালোচনা কোনোটাই এখনো করেননি।’
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার প্রসঙ্গে পুরুষদের ‘মুসলমানি’ চিহ্ন তথা খতনা করার বিষয়টি পরীক্ষা করে দেখার পরামর্শ দিয়েছিলেন বিজেপি নেতা তথাগত রায়। বিষয়টিকে কুরুচিপূর্ণ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ও সর্বভারতীয় মতুয়া সংঘের নেত্রী মমতা ঠাকুর।
গত সোমবার মেঘালয়ের সাবেক এই গভর্নর তাঁর টুইটে লেখেন, ‘যিনি (ভারতের) নাগরিকত্ব নিতে চান, তাঁকে অবশ্যই হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টান হতে হবে। একজন পুরুষের ধর্মীয় অবস্থান পরীক্ষা জন্য অবশ্যই তাঁর মুসলমানি বা খতনা করা হয়েছে কি না কিংবা সে অন্য কোনো অবস্থায় আছে কি না, তা দেখতে হবে।’ সেই টুইটে তথাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করেছিলেন।
তথাগত রায়ের এই কুরুচিপূর্ণ ও নোংরা পরামর্শের প্রতিবাদে ভারত-বাংলাদেশ সীমান্তসংলগ্ন উত্তর ২৪-পরগনা জেলার গাইঘাটা থানায় মামলা দায়ের করেন মমতা ঠাকুর।
এ ঘটনার পরপর বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি মুসলিমদের নাগরিকত্ব পাওয়া আটকাতেই এমন পরামর্শ দিচ্ছেন তথাগত? শুধু তাই নয়, তাঁর এই বক্তব্য ঘিরে অশ্লীলতার পাশাপাশি ধর্মীয় বিভেদ উসকে উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, তথাগত রায়ের টুইটের বিষয়বস্তু ছড়িয়ে পড়ার পরপরই গতকাল মঙ্গলবার তাঁর দক্ষিণ কলকাতার বাসভবনের সামনে মতুয়া সম্প্রদায়ের লোকেরা বিক্ষোভ ও প্রদর্শন করে।
নির্দিষ্ট করেই একটি ধর্মের মানুষদের উদ্দেশ্যে তথাগত রায়ের পোস্ট ও তাতে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ট্যাগ করায় তীব্র নিন্দা করেছে তৃণমূল। এক টুইটে তৃণমূল কংগ্রেস লিখেছে, ‘মোদি-শাহকে ট্যাগ করে পোস্ট করেছেন তথাগত, অথচ তাঁরা তথাগতর এই কাজের নিন্দা বা সমালোচনা কোনোটাই এখনো করেননি।’
সমুদ্রে টানা ৫৫ দিন ভেসে থেকে প্রাণে বেঁচে গেছেন পাঁচ জেলে। স্থানীয় সময় শনিবার তাঁদের ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক বন্দরে নিয়ে যাওয়া হয়। একটি টুনা ধরার নৌকা ওই পাঁচজনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ইকুয়েডর নৌবাহিনী।
৩ ঘণ্টা আগেদেশটির সড়ক ও পরিবহনবিষয়ক উপমন্ত্রী প্রসন্ন গুণসেনা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘দুর্ঘটনায় ২১ জন মারা গেছেন। আমরা নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছি।’
৩ ঘণ্টা আগে৪৩ বছর আগে নিখোঁজ হওয়া এক ইসরায়েলি সেনার মরদেহ সিরিয়া থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে একটি যৌথ অভিযানে এই মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
৪ ঘণ্টা আগেরাজস্থানে ভারত-পাকিস্তান সীমান্তের কাছে একটি ক্ষেপণাস্ত্রের টুকরা পাওয়া গেছে। এরপরই প্রশ্ন উঠেছে, পাকিস্তানের হামলার জবাবে ভারত কী ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল? তারা কি শব্দের চেয়ে বেশি গতির ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল? বিশেষশত, সন্ত্রাসী গোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের সদর দপ্তর লক্ষ্য করে
৪ ঘণ্টা আগে