Ajker Patrika

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ মে ২০২৫, ০৯: ১৩
একটি ওয়াই-ফাই এক্সটেন্ডার মূলত মূল রাউটারের সংকেত গ্রহণ করে তা পুনরায় সম্প্রচার করে ছবি: ফ্ল্যাট লিভিং
একটি ওয়াই-ফাই এক্সটেন্ডার মূলত মূল রাউটারের সংকেত গ্রহণ করে তা পুনরায় সম্প্রচার করে ছবি: ফ্ল্যাট লিভিং

আপনি যদি সম্প্রতি একটি দ্রুতগতির নতুন রাউটার কিনে থাকেন, তবে পুরোনোটি ফেলে দেওয়ার আগে আরেকবার ভাবুন। কারণ, আপনার পুরোনো রাউটারটিকেও নতুনভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। বাসা বা অফিসের কিছু স্থানে ওয়াই-ফাই সংকেত দুর্বল হলে সেই পুরোনো রাউটারকে ওয়াই-ফাই এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে।

বর্তমানের উন্নত রাউটার ব্যবহার করলেও অনেক সময়ই দেখা যায় ঘরের কোণে কোণে বা বারান্দা-বাগানে ওয়াই-ফাই সংকেত দুর্বল থাকে। এই সমস্যা সমাধানে পুরোনো রাউটারটিকে এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা সম্ভব। একটি ওয়াই-ফাই এক্সটেন্ডার মূলত মূল রাউটারের সংকেত গ্রহণ করে তা পুনরায় সম্প্রচার করে। ফলে ইন্টারনেট সংযোগের পরিসর বাড়ে।

পুরোনো রাউটারকে এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করার দুটি উপায় রয়েছে—

১. ইথারনেট ক্যাবলের মাধ্যমে যুক্ত করা।

২. রিপিটার মোড চালু করে তারহীনভাবে সংকেত সম্প্রসারণ।

ইথারনেট ক্যাবলের মাধ্যমে এক্সটেন্ডার বানানো

১. প্রথমেই পুরোনো রাউটারটি রিসেট করুন। এর পেছনে থাকা ‘রিসেট’ বোতাম চেপে ধরলেই এটি রিসেট হবে।

২. রাউটারটির ফার্মওয়্যার আপডেট করে নিন (প্রয়োজনে নির্মাতা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যান)।

৩. এবার একটি ইথারনেট ক্যাবল নিন এবং সেটির এক প্রান্ত মূল রাউটারের এলএএন (LAN) পোর্টে ও অপর প্রান্ত পুরোনো রাউটারের ডব্লিউএএন (WAN) পোর্টে সংযুক্ত করুন।

৪. পুরোনো রাউটারটি চালু করুন এবং এরপর একটি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে সেটিতে ওয়াইফাই বা এলএএন (LAN) ক্যাবলের মাধ্যমে সংযোগ স্থাপন করুন।

৫. ওয়েব ব্রাউজারে গিয়ে রাউটারের সেটিংস পেজে প্রবেশ করুন। এ জন্য রাউটারের পেছনে লেখা থাকা আইপি ঠিকানা টাইপ অ্যাড্রেস বারে দিন এবং এরপর লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিন। আইডি ও পাসওয়ার্ড রাউটারের পেছনে লেখা থাকবে।

৬. সেটিংসে গিয়ে এপি মোড নির্বাচন করুন।

৭. এবার আপ্লাই বাটনে ট্যাপ করুন।

প্রতিটি রাউটারের ব্যান্ড বা মডেলের ওপর নির্ভর করে এই ধাপগুলো কিছুটা ভিন্ন হতে পারে। তবে সাধারণত পুরো প্রক্রিয়াটি একই। যদি এর পরও আপনি কোনো ধাপে আটকে যান, তাহলে রাউটারটির ব্যবহারবিধি (ইউজার ম্যানুয়াল) দেখে নিতে পারেন অথবা সংশ্লিষ্ট কোম্পানির ওয়েবসাইটে গিয়ে কীভাবে এপি মোড সক্রিয় করতে হয়, সে সম্পর্কে নির্দেশনা খুঁজে নিতে পারেন।

তবে, সব রাউটারেই এই ফিচার সর্মথন দেয় না, ফলে কিছু ডিভাইসে এপি মোড অপশন না-ও দেখা যেতে পারে।

পুরোনো রাউটারটিকে অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ব্যবহার করা বেশ সহজ হলেও এর জন্য অবশ্যই একটি ওয়্যারড সংযোগ লাগবে—অর্থাৎ, মূল রাউটার থেকে পুরোনো রাউটার পর্যন্ত একটি ইথারনেট ক্যাবল টানতে হবে। তবে এটি সব সময় বাস্তবসম্মত না-ও হতে পারে, বিশেষ করে যদি আপনার বাসা বা অফিসে লম্বা ক্যাবল টানার সুযোগ না থাকে। এ জন্য রাইটার রিপিটার মোডে সেট করে নিতে পারেন।

রিপিটার মোডে সেটআপ (তারহীন উপায়) করবেন যেভাবে

১. একটি কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে পুরোনো রাউটার ওয়াইফাই বা এলএএন (LAN)-এর মাধ্যমে সংযোগ করুন।

২. ওয়েব ব্রাউজারে গিয়ে রাউটারের সেটিংস পেজে প্রবেশ করুন। এ জন্য রাউটারের পেছনে লেখা থাকা আইপি ঠিকানা টাইপ অ্যাড্রেস বারে দিন এবং এরপর লগইন আইডি ও পাসওয়ার্ড দিন। আইডি ও পাসওয়ার্ডও রাউটারের পেছনে লেখা থাকবে।

৩. অপারেশন মোডে গিয়ে ‘রিপিটার মোড’ নির্বাচন করুন।

৪. আপনার মূল ওয়াই-ফাই নেটওয়ার্কটি খুঁজে বের করে সেটিতে সংযোগ করুন এবং পাসওয়ার্ড দিন।

৫. নতুন এক্সটেন্ডার নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড নির্ধারণ করুন।

৬. সব ঠিক থাকলে আপ্লাই বা সেভ বাটনে চাপুন।

এই পদ্ধতিতে রাউটার সংকেত পুনঃসম্প্রচার করবে এবং দুর্বল সংকেতযুক্ত এলাকায় ইন্টারনেট সুবিধা পৌঁছে যাবে। তবে মনে রাখতে হবে, রিপিটার মোডে স্পিড কিছুটা কমে যায়। যেমন—যদি মূল রাউটার ১০০ এমবিপিএস পর্যন্ত গতি দিয়ে থাকে, তাহলে এক্সটেন্ডেড নেটওয়ার্কে গতি প্রায় ৫০ এমবিপিএস হতে পারে।

যদি আরও উন্নত পারফরম্যান্স চান, তবে মেশ নেটওয়ার্ক সিস্টেম ব্যবহার করাই হবে অধিক কার্যকরী ও দীর্ঘমেয়াদি সমাধান।

তথ্যসূত্র: স্ল্যাশগিয়ার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত