Ajker Patrika

৪৩ বছর আগে নিখোঁজ সেনার মরদেহ সিরিয়ায় খুঁজে পেল ইসরায়েল

অনলাইন ডেস্ক
৪৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন সার্জেন্ট জভিকা ফেল্ডম্যান। ছবি: সংগৃহীত
৪৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন সার্জেন্ট জভিকা ফেল্ডম্যান। ছবি: সংগৃহীত

৪৩ বছর আগে নিখোঁজ হওয়া এক ইসরায়েলি সেনার মরদেহ সিরিয়া থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে একটি যৌথ অভিযানে এই মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১১ মে) ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ‘সার্জেন্ট জভিকা ফেল্ডম্যানের মৃতদেহ সিরিয়ার কেন্দ্রস্থল থেকে উদ্ধার করে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে।’

এ বিষয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ১৯৮২ সালে লেবাননের বেকা উপত্যকার সুলতান ইয়াকুবে ইসরায়েল ও সিরিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষের সময় ফেল্ডম্যানসহ তিন ইসরায়েলি সেনা নিখোঁজ হন। সীমান্তের কাছে সংঘটিত ওই যুদ্ধে নিখোঁজ অন্য দুই সেনা হলেন জাকারিয়া বাউমেল ও ইহুদা কাটজ।

তবে ফেল্ডম্যানের মরদেহ কীভাবে সিরিয়ার কেন্দ্রস্থল থেকে উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেনি সেনাবাহিনী। তারা বলেছে, ‘এই উদ্ধার কার্যক্রম ছিল অত্যন্ত জটিল ও গোপনীয়। নিখুঁত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে এটি পরিচালিত হয়েছে।’

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে—এটি ছিল চার দশকেরও বেশি সময় ধরে চলা একটি দীর্ঘমেয়াদি গোয়েন্দা অভিযানের ফলাফল। মৃতদেহ উদ্ধার করার পর সেটিকে সেনাবাহিনীর জেনোমিক সেন্টারে শনাক্ত করা হয়। পরে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে এই তথ্য ফেল্ডম্যানের পরিবারকে জানানো হয়। শুধু তাই নয়, ফেল্ডম্যানের মরদেহ খুঁজে পাওয়ার তথ্যটি নিখোঁজ অপর সার্জেন্ট ইহুদা কাটজের পরিবারকেও অবহিত করা হয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, নিখোঁজ তিন সেনাকে খুঁজে বের করতে বছরের পর বছর ধরে গোপন অভিযান পরিচালনা করেছেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘আমি ফেল্ডম্যান পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাদের ছেলেকে ঘরে ফেরানোর প্রচেষ্টা কখনো থামবে না। এখনো আমরা ইহুদা কাটজকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

উল্লেখ্য, ইসরায়েলে বেশির ভাগ ইহুদি পুরুষের জন্য সেনাবাহিনীতে অংশগ্রহণ বাধ্যতামূলক। ফলে দশকজুড়ে নিখোঁজ সেনাদের ঘটনাগুলো সেখানে গভীর আবেগ ও রাজনৈতিক গুরুত্ব বহন করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত