আজকের পত্রিকা ডেস্ক
৪৩ বছর আগে নিখোঁজ হওয়া এক ইসরায়েলি সেনার মরদেহ সিরিয়া থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে একটি যৌথ অভিযানে এই মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (১১ মে) ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ‘সার্জেন্ট জভিকা ফেল্ডম্যানের মৃতদেহ সিরিয়ার কেন্দ্রস্থল থেকে উদ্ধার করে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে।’
এ বিষয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ১৯৮২ সালে লেবাননের বেকা উপত্যকার সুলতান ইয়াকুবে ইসরায়েল ও সিরিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষের সময় ফেল্ডম্যানসহ তিন ইসরায়েলি সেনা নিখোঁজ হন। সীমান্তের কাছে সংঘটিত ওই যুদ্ধে নিখোঁজ অন্য দুই সেনা হলেন জাকারিয়া বাউমেল ও ইহুদা কাটজ।
তবে ফেল্ডম্যানের মরদেহ কীভাবে সিরিয়ার কেন্দ্রস্থল থেকে উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেনি সেনাবাহিনী। তারা বলেছে, ‘এই উদ্ধার কার্যক্রম ছিল অত্যন্ত জটিল ও গোপনীয়। নিখুঁত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে এটি পরিচালিত হয়েছে।’
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে—এটি ছিল চার দশকেরও বেশি সময় ধরে চলা একটি দীর্ঘমেয়াদি গোয়েন্দা অভিযানের ফলাফল। মৃতদেহ উদ্ধার করার পর সেটিকে সেনাবাহিনীর জেনোমিক সেন্টারে শনাক্ত করা হয়। পরে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে এই তথ্য ফেল্ডম্যানের পরিবারকে জানানো হয়। শুধু তাই নয়, ফেল্ডম্যানের মরদেহ খুঁজে পাওয়ার তথ্যটি নিখোঁজ অপর সার্জেন্ট ইহুদা কাটজের পরিবারকেও অবহিত করা হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, নিখোঁজ তিন সেনাকে খুঁজে বের করতে বছরের পর বছর ধরে গোপন অভিযান পরিচালনা করেছেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘আমি ফেল্ডম্যান পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাদের ছেলেকে ঘরে ফেরানোর প্রচেষ্টা কখনো থামবে না। এখনো আমরা ইহুদা কাটজকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উল্লেখ্য, ইসরায়েলে বেশির ভাগ ইহুদি পুরুষের জন্য সেনাবাহিনীতে অংশগ্রহণ বাধ্যতামূলক। ফলে দশকজুড়ে নিখোঁজ সেনাদের ঘটনাগুলো সেখানে গভীর আবেগ ও রাজনৈতিক গুরুত্ব বহন করে।
৪৩ বছর আগে নিখোঁজ হওয়া এক ইসরায়েলি সেনার মরদেহ সিরিয়া থেকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে একটি যৌথ অভিযানে এই মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (১১ মে) ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ‘সার্জেন্ট জভিকা ফেল্ডম্যানের মৃতদেহ সিরিয়ার কেন্দ্রস্থল থেকে উদ্ধার করে ইসরায়েলে ফিরিয়ে আনা হয়েছে।’
এ বিষয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ১৯৮২ সালে লেবাননের বেকা উপত্যকার সুলতান ইয়াকুবে ইসরায়েল ও সিরিয়ার সেনাদের মধ্যে সংঘর্ষের সময় ফেল্ডম্যানসহ তিন ইসরায়েলি সেনা নিখোঁজ হন। সীমান্তের কাছে সংঘটিত ওই যুদ্ধে নিখোঁজ অন্য দুই সেনা হলেন জাকারিয়া বাউমেল ও ইহুদা কাটজ।
তবে ফেল্ডম্যানের মরদেহ কীভাবে সিরিয়ার কেন্দ্রস্থল থেকে উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কে খুব বেশি তথ্য প্রকাশ করেনি সেনাবাহিনী। তারা বলেছে, ‘এই উদ্ধার কার্যক্রম ছিল অত্যন্ত জটিল ও গোপনীয়। নিখুঁত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে এটি পরিচালিত হয়েছে।’
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে—এটি ছিল চার দশকেরও বেশি সময় ধরে চলা একটি দীর্ঘমেয়াদি গোয়েন্দা অভিযানের ফলাফল। মৃতদেহ উদ্ধার করার পর সেটিকে সেনাবাহিনীর জেনোমিক সেন্টারে শনাক্ত করা হয়। পরে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে এই তথ্য ফেল্ডম্যানের পরিবারকে জানানো হয়। শুধু তাই নয়, ফেল্ডম্যানের মরদেহ খুঁজে পাওয়ার তথ্যটি নিখোঁজ অপর সার্জেন্ট ইহুদা কাটজের পরিবারকেও অবহিত করা হয়।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, নিখোঁজ তিন সেনাকে খুঁজে বের করতে বছরের পর বছর ধরে গোপন অভিযান পরিচালনা করেছেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘আমি ফেল্ডম্যান পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তাদের ছেলেকে ঘরে ফেরানোর প্রচেষ্টা কখনো থামবে না। এখনো আমরা ইহুদা কাটজকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উল্লেখ্য, ইসরায়েলে বেশির ভাগ ইহুদি পুরুষের জন্য সেনাবাহিনীতে অংশগ্রহণ বাধ্যতামূলক। ফলে দশকজুড়ে নিখোঁজ সেনাদের ঘটনাগুলো সেখানে গভীর আবেগ ও রাজনৈতিক গুরুত্ব বহন করে।
নেপালের পর্যটন এলাকা চন্দ্রগিরিতে একটি কেবল কারে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালি ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, নেতাদের বাসভবন এমনকি থানাতেও আগুন ধরিয়ে দেয়।
২ ঘণ্টা আগে‘মধ্যস্থতাকারী’—শব্দটা যেন কাতারের প্রতিশব্দই হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, দ্বন্দ্ব চলছে এমন দুই দেশের সঙ্গে বেশ আলাদাভাবে সুসম্পর্ক রয়েছে কাতারের। এবং বরাবরই বিবদমান পক্ষগুলোর মধ্যে সমঝোতা নিশ্চিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায় এই আরব দেশটিকে। উদাহরণ হিসেবে বলা হয় যুক্তরাষ্ট্র-ইরান, হামাস-
২ ঘণ্টা আগেভারত মিয়ানমারের শক্তিশালী এক বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় দেশটি থেকে বিরল খনিজ সংগ্রহের চেষ্টা করছে। এ বিষয়ে অবগত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, চীনের কড়া নিয়ন্ত্রণে থাকা এ কৌশলগত সম্পদের বিকল্প উৎস খুঁজছে দিল্লি। ভারতের খনিজ সম্পদ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মিয়ানমারের উত্তর
২ ঘণ্টা আগেভারতের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, নেপালের উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
২ ঘণ্টা আগে