Ajker Patrika

কেরালায় বাড়ছে করোনা, ভারতের বাকি অংশে কমছে সংক্রমণ

প্রতিনিধি, কলকাতা
কেরালায় বাড়ছে করোনা, ভারতের বাকি অংশে কমছে সংক্রমণ

কেরালা রাজ্যটিকে বাদ দিলে ভারতে করোনা সংক্রমণের হার নিম্নমুখী। আজ রোববার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের বুলেটিনেও জানানো হলো, শনিবারের তুলনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা কম। একই চিত্র ভারতের বাকি অংশেও। 

ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা আরও বাড়িয়ে দিল দক্ষিণ ভারতের কেরালা রাজ্যটি। কারণ গত ২৪ ঘণ্টায় কেরালায় ৩১ হাজার ২৬৫ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ১৫৩। 

কয়েকটি রাজ্য স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করলেও পশ্চিমবঙ্গ-সহ বেশির ভাগ রাজ্যে বিধিনিষেধ চালু রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এদিনই জানিয়ে দেন, ১৫ সেপ্টেম্বর অবধি লোকাল ট্রেন বন্ধ থাকবে। অক্টোবরের আগে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠানও।

তবে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী ভারতের বাকি অংশে করোনার সংক্রমণ কমছে। পুরো ভারতে রোববার সংক্রমণের সংখ্যা ছিল ৪৫ হাজার ৮৩ জন এবং একদিনে মৃত্যুর সংখ্যা ৪৬০।

কেরালাকে বাদ দিলে ভারতের করোনার গ্রাফ নিম্নমুখী। দেশটিতে ব্যাপক টিকাকরণ চলছে। তবু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পারায় করোনার তৃতীয় ঢেউ অক্টোবর মাসে আছড়ে পড়তে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। 

ভারতে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৭ হাজার ৮৩০ জনের। ভারতে এ পর্যন্ত ৩ কোটি ২৬ লাখ ৯৫ হাজার ৩০ জন রোগী শনাক্ত করা হয়েছে। বর্তমানে ৩ লাখ ৬৮ হাজার ৫৫৮ জন করোনায় সংক্রমিত রোগী আছেন। 

ভারতে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৮ লাখ ৮৮ হাজার ৬৪২ জন। রোববার একদিনে ৩৫ হাজার ৮৪০ জন সুস্থ হয়েছেন গোটা ভারতে। একদিনে করোনার সংক্রমণ কমেছে ৩.৫ শতাংশ। 

করোনার পরিস্থিতির উন্নতি হয়েছে পশ্চিমবঙ্গেও। গত শনিবার ৬৬১ জন করোনা রোগী শনাক্ত হলেও আজ রোববার তা কমে হয়েছে ৬০১। মৃতের সংখ্যাও ৯ থেকে কমে হয়েছে ৬। সুস্থতার ৯৮.২২ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশ। 

পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্ত ১৫ লাখ ৪৭ হাজার ৫৪৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২০ হাজার ৫৫ জন। রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮ হাজার ৪২৩ জনের। 

বাংলাদেশের প্রতিবেশী আসামে গত ২৪ ঘণ্টায় ৫৮৬ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মৃতের সংখ্যা ৯। ত্রিপুরায় আক্রান্ত ১০০ এবং মৃত ১। মিজোরামে ৮৮০ এবং মৃত ৬। মেঘালয়ে আক্রান্ত ২৫৭ এবং মৃত ৩। 

 উল্লেখ্য, মিজোরামের মোট জনসংখ্যা মাত্র ১২ লাখ। ত্রিপুরায় ৩৭ লাখ এবং মেঘালয়ে ৩৪ লাখ। আসামের জনসংখ্যা অবশ্য তুলনায় একটু বেশি, ৩. ৫ কোটি। ছোট রাজ্যগুলোর এই পরিসংখ্যান অবশ্যই উদ্বেগের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত