Ajker Patrika

বিজেপিকে হারাতে শক্তিশালী কংগ্রেস গঠনের ডাক

প্রতিনিধি, কলকাতা (ভারত)
বিজেপিকে হারাতে শক্তিশালী কংগ্রেস গঠনের ডাক

বিজেপিকে হারাতে গেলে কংগ্রেসকে শক্তিশালী হতে হবে। এমনটাই মনে করেন প্রবীণ কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বাল। তাই কংগ্রেসের অস্থায়ী সভানেত্রী সনিয়া গান্ধীকে দল চাঙা করার অনুরোধ করেছেন তিনি। এর আগে দলকে শক্তিশালী করার জন্য ২৩ জন হেভিওয়েট কংগ্রেস নেতা সনিয়া গান্ধীকে চিঠি দিয়েছিলেন। তাঁদের দাবি ছিল, একজন স্থায়ী সভাপতি নির্বাচনের মাধ্যমে দলকে শক্তিশালী করে তোলা। 

গ্রুপ ২৩ নামে পরিচিত ওই হেভিওয়েট কংগ্রেস নেতাদের মধ্যে অন্যতম হচ্ছেন ভারতের বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বাল। সম্প্রতি তাঁর জন্মদিনে ভারতের বিরোধী দলগুলোর বহু নেতা নৈশভোজ করতে তাঁর সরকারি বাসভবনে সমবেত হয়েছিলেন। পরে সেখানেও আলোচিত হয় কংগ্রেসের নেতৃত্ব নিয়ে। অন্য দলের নেতারাও মনে করেন, কংগ্রেসকে শক্তিশালী করতে না পারলে বিজেপিকে হটানো অসম্ভব। রাহুল গান্ধী সভাপতির দায়িত্ব না নেওয়ায় অনেকেই ক্ষুব্ধ। 

বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের একটা বড় অংশ গান্ধী পরিবারের ওপর আস্থা রাখতে পারছেন না। তাঁদের মতে, দলে নতুন এবং গ্রহণযোগ্য মুখ জরুরি। বিরোধীরাও অনেকেই একমত।

ইতিমধ্যেই বিজেপি বিরোধিতায় ১৪টি দলকে সংঘবদ্ধ করতে সক্ষম হয়েছে কংগ্রেস। কিন্তু কপিল সিব্বাল মনে করেন, নিজেরা শক্তিশালী না হলে জোট দিয়ে কিছু হবে না। দলকে শক্তিশালী করতে সাংগঠনিক নির্বাচন জরুরি বলে মনে করেন তিনি।

এদিকে, তৃণমূল কংগ্রেসের মুখপত্র `জাগো বাংলায়' পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই ২০২৪ সালে বিজেপি সরকারকে হটানোর লড়াইয়ের অন্যতম কারিগর বলে মন্তব্য করা হয়েছে। তবে বিজেপি বিরোধী দলগুলো দিল্লিতে মোদী সরকারকে হটাতে এক জোট হওয়ার প্রশ্নে এখনো আন্তরিক। যা সংসদের বাদল অধিবেশনেই তার আভাস পাওয়া গিয়েছে। 

এ দিকে আগামী শুক্রবার ২০ আগস্ট কংগ্রেসের অস্থায়ী সভানেত্রী সনিয়া গান্ধী বিরোধী দলের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন। সেখানেই ঠিক হবে বিরোধীদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা। তবে বিরোধীদের এই জোট প্রক্রিয়াকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। দলের মুখপাত্র সম্বিত পাত্রের মতে, বিরোধীদের এই নীতিহীন জোটকে ভারতের মানুষ ফের প্রত্যাখ্যান করবে। কংগ্রেসের কোনো জনভিত্তি নেই বলেও তিনি মনে করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত