Ajker Patrika

ভারতে বেসরকারিভাবে স্পুটনিক ভি প্রয়োগ শুরু, দাম ৯৯৫ রুপি

ভারতে বেসরকারিভাবে স্পুটনিক ভি প্রয়োগ শুরু, দাম ৯৯৫ রুপি

নয়াদিল্লি: চলতি মাসের শুরুতেই ভারতে এসে পৌঁছেছে রাশিয়ার তৈরি কোভিড টিকা স্পুটনিক ভি। প্রথম ডোজটি আজ শুক্রবার হায়দারাবাদে এক ব্যক্তি নিয়েছেন। শিগগিরই এটি ভারতজুড়ে পাওয়া যাবে। এই টিকা আমদানি করেছে বেসরকারি ওষুধ প্রস্ততকারক কোম্পানি ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ।

ডক্টর রেড্ডি’সের রবাত দিয়ে সংবাদমাধ্যম এনডটিভি জানিয়েছে, রাশিয়া থেকে আমদানি করা এই টিকা আপাতত ৯৯৫ টাকা ৪০ পয়সা দামে কিনতে হবে। আমদানি করার কারণে দামের সঙ্গে যুক্ত হচ্ছে ৫ শতাংশ জিএসটি। ভারতে টিকার উৎপাদন শুরু হলে দাম কিছুটা কমতে পারে।

ভারতে অনুমোদন পাওয়া তৃতীয় কোভিড টিকা স্পুটনিক ভি। এটির কার্যকারিতা ৯১ দশমিক ৬ শতাংশ। এর আগে অনুমোদন পেয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দাম ও কার্যকারিতা দুটোই স্পুটনিক ভি-এর চেয়ে কম।

ভারতে বেসরকারি হাসপাতালগুলোর কাছে প্রতি ডোজ ৬০০ রুপি দরে কোভিশিল্ড বিক্রি করছে সেরাম। আর ১ হাজার ২০০ রুপিতে কোভ্যাক্সিন বিক্রি করছে ভারত বায়োটেক।

গত ১৩ এপ্রিল অনুমোদন পাওয়ার স্পুটনিক ভি-এর প্রথম চালানটি ভারতে এসে পৌঁছায় ১ মে। ভারতের কেন্দ্র সরকার বলেছে, আগামী সপ্তাহ থেকে এ টিকা দেশজুড়ে বাজারে পাওয়া যাবে।

এই টিকা তরল এবং পাউডার দুই আকারেই পাওয়া যাবে। তরল টিকা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। আর পাউডার সংরক্ষণ করা যায় দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

ডক্টর রেড্ডি’স এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড গত বছরের সেপ্টেম্বরে ভারতে স্পুটনিক ভি-এর ট্রায়াল পরিচালনা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত