নয়াদিল্লি: চলতি মাসের শুরুতেই ভারতে এসে পৌঁছেছে রাশিয়ার তৈরি কোভিড টিকা স্পুটনিক ভি। প্রথম ডোজটি আজ শুক্রবার হায়দারাবাদে এক ব্যক্তি নিয়েছেন। শিগগিরই এটি ভারতজুড়ে পাওয়া যাবে। এই টিকা আমদানি করেছে বেসরকারি ওষুধ প্রস্ততকারক কোম্পানি ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ।
ডক্টর রেড্ডি’সের রবাত দিয়ে সংবাদমাধ্যম এনডটিভি জানিয়েছে, রাশিয়া থেকে আমদানি করা এই টিকা আপাতত ৯৯৫ টাকা ৪০ পয়সা দামে কিনতে হবে। আমদানি করার কারণে দামের সঙ্গে যুক্ত হচ্ছে ৫ শতাংশ জিএসটি। ভারতে টিকার উৎপাদন শুরু হলে দাম কিছুটা কমতে পারে।
ভারতে অনুমোদন পাওয়া তৃতীয় কোভিড টিকা স্পুটনিক ভি। এটির কার্যকারিতা ৯১ দশমিক ৬ শতাংশ। এর আগে অনুমোদন পেয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দাম ও কার্যকারিতা দুটোই স্পুটনিক ভি-এর চেয়ে কম।
ভারতে বেসরকারি হাসপাতালগুলোর কাছে প্রতি ডোজ ৬০০ রুপি দরে কোভিশিল্ড বিক্রি করছে সেরাম। আর ১ হাজার ২০০ রুপিতে কোভ্যাক্সিন বিক্রি করছে ভারত বায়োটেক।
গত ১৩ এপ্রিল অনুমোদন পাওয়ার স্পুটনিক ভি-এর প্রথম চালানটি ভারতে এসে পৌঁছায় ১ মে। ভারতের কেন্দ্র সরকার বলেছে, আগামী সপ্তাহ থেকে এ টিকা দেশজুড়ে বাজারে পাওয়া যাবে।
এই টিকা তরল এবং পাউডার দুই আকারেই পাওয়া যাবে। তরল টিকা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। আর পাউডার সংরক্ষণ করা যায় দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
ডক্টর রেড্ডি’স এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড গত বছরের সেপ্টেম্বরে ভারতে স্পুটনিক ভি-এর ট্রায়াল পরিচালনা করে।
নয়াদিল্লি: চলতি মাসের শুরুতেই ভারতে এসে পৌঁছেছে রাশিয়ার তৈরি কোভিড টিকা স্পুটনিক ভি। প্রথম ডোজটি আজ শুক্রবার হায়দারাবাদে এক ব্যক্তি নিয়েছেন। শিগগিরই এটি ভারতজুড়ে পাওয়া যাবে। এই টিকা আমদানি করেছে বেসরকারি ওষুধ প্রস্ততকারক কোম্পানি ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজ।
ডক্টর রেড্ডি’সের রবাত দিয়ে সংবাদমাধ্যম এনডটিভি জানিয়েছে, রাশিয়া থেকে আমদানি করা এই টিকা আপাতত ৯৯৫ টাকা ৪০ পয়সা দামে কিনতে হবে। আমদানি করার কারণে দামের সঙ্গে যুক্ত হচ্ছে ৫ শতাংশ জিএসটি। ভারতে টিকার উৎপাদন শুরু হলে দাম কিছুটা কমতে পারে।
ভারতে অনুমোদন পাওয়া তৃতীয় কোভিড টিকা স্পুটনিক ভি। এটির কার্যকারিতা ৯১ দশমিক ৬ শতাংশ। এর আগে অনুমোদন পেয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দাম ও কার্যকারিতা দুটোই স্পুটনিক ভি-এর চেয়ে কম।
ভারতে বেসরকারি হাসপাতালগুলোর কাছে প্রতি ডোজ ৬০০ রুপি দরে কোভিশিল্ড বিক্রি করছে সেরাম। আর ১ হাজার ২০০ রুপিতে কোভ্যাক্সিন বিক্রি করছে ভারত বায়োটেক।
গত ১৩ এপ্রিল অনুমোদন পাওয়ার স্পুটনিক ভি-এর প্রথম চালানটি ভারতে এসে পৌঁছায় ১ মে। ভারতের কেন্দ্র সরকার বলেছে, আগামী সপ্তাহ থেকে এ টিকা দেশজুড়ে বাজারে পাওয়া যাবে।
এই টিকা তরল এবং পাউডার দুই আকারেই পাওয়া যাবে। তরল টিকা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। আর পাউডার সংরক্ষণ করা যায় দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।
ডক্টর রেড্ডি’স এবং রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড গত বছরের সেপ্টেম্বরে ভারতে স্পুটনিক ভি-এর ট্রায়াল পরিচালনা করে।
ভারতের সড়ক নিরাপত্তা সংকট অত্যন্ত ভয়াবহ। চলমান এই সমস্যা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। ২০২৩ সালে এই সংকট আরও তীব্র হয়েছে। জানা গেছে, সে বছর সড়ক দুর্ঘটনায় ভারতে ১ লাখ ৭২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর অর্থ প্রতিদিন ৪৭৪ জন বা প্রতি তিন মিনিটে প্রায় একজন মারা গেছেন।
৩০ মিনিট আগে২০১৩ সালে, ৩৪ বছর বয়সে থর পেডারসেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি শুধু ব্যতিক্রম নয়, এক কঠিন সংকল্পও বটে। কারণ তিনি কোনো উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার পণ করেন। প্রায় এক দশকের ব্যবধানে এভাবেই পৃথিবীর ২০৩টি দেশ ঘুরে ফেলেছেন পেডারসেন।
২ ঘণ্টা আগেপেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
৩ ঘণ্টা আগেচকলেটপ্রেমীদের জন্য ২০২৫ সাল নিয়ে এসেছে এক দুঃসংবাদ। চকলেটের প্রধান উপাদান কোকো’র ঘাটতি ও দাম বেড়ে যাওয়ার কারণে এবার চকলেট বার, ইস্টার এগ, এমনকি কোকো পাউডারের দামও আকাশছোঁয়া। গত এক বছরে কোকোর দাম প্রায় ৩০০ শতাংশ বেড়েছে।
৩ ঘণ্টা আগে