ভারতে অনুমোদন পাওয়া তৃতীয় কোভিড টিকা স্পুটনিক ভি। এটির কার্যকারিতা ৯১ দশমিক ৬ শতাংশ। এর আগে অনুমোদন পেয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দাম ও কার্যকারিতা দুটোই স্পুটনিক ভি-এর চেয়ে কম।
মানুষের দেহ এমন এক দুর্গ, যেখানে বাইরে থেকে আসা যেকোনো কিছুকেই সন্দেহের চোখে দেখা হয়; চেষ্টা করা হয় প্রতিহতের। কিন্তু যদি এমন কোনো শত্রু এসে ঢুকে পড়ে, যার সম্পর্কে আগে থেকে জানা–বোঝা নেই, তবে পড়তে হয় বিপাকে। করোনাভাইরাসের ক্ষেত্রেও ঠিক এমনটিই হয়েছে। পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে এই ভাইরাস ঢুকে পড়েছে ম