Ajker Patrika

কেরালা রাজ্যের বাজেটে ২০ হাজার কোটি রুপির কোভিড প্যাকেজ

কেরালা রাজ্যের বাজেটে ২০ হাজার কোটি রুপির কোভিড প্যাকেজ

থিরুভানান্তপুরম: ২০ হাজার কোটি রুপির কোভিড প্যাকেজ, ১৫০ টন ক্ষমতার তরল মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট, কোভিড টিকার জন্য ১ হাজার কোটি রুপি এবং নতুন কোনো কর আরোপ না করার ঘোষণা দিয়েছে ভারতের কেরালা রাজ্য। আজ শুক্রবার কেরালার অর্থমন্ত্রী কেএন বালাগোপালের সংশোধিত বাজেটে এসব ঘোষণা দেন। 

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নেতৃত্বাধীন এলডিএফ-এর ঐতিহাসিক বিজয়ের জন্য কেরালার জনগণকে অভিবাদন জানিয়ে মন্ত্রী বিধানসভায় তাঁর বক্তব্য শুরু করেন। গত নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে টানা চার দশক ধরে ক্ষমতায় পাকাপোক্তভাবে টিকে থাকার রেকর্ড গড়েছে কেরালার বামপন্থী দলটি। 

বক্তব্যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে খোঁচা দিতেও ছাড়েননি অর্থমন্ত্রী। তবে ২০ হাজার কোটি রুপির কোভিড প্যাকেজ ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ভিডি সাথিসন। কিন্তু বাজেট বক্তৃতায় রাজনৈতিক মন্তব্য জুড়ে দেওয়ায় এটি একটি রাজনৈতিক স্টান্টে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, বাজেট তো আগামী বছরের জন্য একটি প্রাক্কলিত ব্যয়ের হিসাব। একটি বাজেট এরই মধ্যে রয়েছে এবং এটি একটি সংশোধিত বাজেট রয়েছে। এখানে অতিরিক্ত ব্যয়ের একটি কলাম আছে। সেখানে অতিরিক্ত ব্যয় উল্লেখ আছে মাত্র ১ হাজার ৭১৫ কোটি রুপি। তাহলে ২০ হাজার কোটি রুপি কোথায়? 

কেরালার সংশোধিত বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ কোভিড মহামারির মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসা সক্ষমতা বৃদ্ধিতে বরাদ্দ রাখা হয়েছে। কোভিড, ইবোলা জাতীয় বায়ুবাহিত রোগের চিকিৎসার জন্য পৃথক আইসোলেশন ওয়ার্ড নির্মাণের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। প্রতিটি জেলায় একাধিক হাসপাতালে পেডিয়াট্রিক আইসিইউ স্থাপনের কথাও বলা হয়েছে। গুরুতর অসুস্থদের জন্য অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে ১৫০ টন তরল মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন ও জরুরি পরিবহনের জন্য প্রাথমিকভাবে ২৫ লাখ রুপি বরাদ্দ রাখা হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হবে। 

বিনা মূল্যে টিকা ও অর্থনৈতিক প্রণোদনাতে আলাদা বরাদ্দ রেখেছেন রাজ্যের অর্থমন্ত্রী। এ ছাড়া পর্যটনের জন্য ৫০ কোটি রুপির তহবিল বরাদ্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত