Ajker Patrika

বাংলাদেশি পর্যটককে ড্রোনসহ আটক করেছে বিএসএফ

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১০: ৩৯
বাংলাদেশি পর্যটককে ড্রোনসহ আটক করেছে বিএসএফ

সীমান্ত অতিক্রম করার সময় ড্রোনসহ এক বাংলাদেশি পর্যটককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফ কর্মীরা ওই বাংলাদেশিকে আটক করেছেন। তাঁর ব্যাগে পাওয়া গেছে ৯০ হাজার টাকা মূল্যের একটি ড্রোন। 

ওই পর্যটককে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বিএসএফ জানিয়েছে, তিনি ড্রোনটি ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনেছেন। কিন্তু ভারতীয় শুল্ক প্রবিধান এবং ড্রোন পরিবহন ও ব্যবহারের জন্য ডিজিসিএ নির্দেশিকা অনুযায়ী কেনার রসিদ, নিবন্ধন বা ভ্রমণের সময় মালামালের ঘোষণার নথি দেখাতে ব্যর্থ হয়েছেন। 

পেট্রাপোল ল্যান্ড কাস্টমস স্টেশনে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ড্রোন এবং আনুষঙ্গিক মালামালসহ ওই বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ। তবে ওই বাংলাদেশির পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে ফাজিলকা সেক্টরে বিএসএফ সদস্যরা ভারত-পাকিস্তান সীমান্তের কাছে একটি সন্দেহজনক ড্রোন লক্ষ্য করে গুলি চালায়। এরপর তিন ঘণ্টার অনুসন্ধান অভিযান চালানো হয়। তবে সন্দেহজনক কিছুই উদ্ধার করতে পারেনি বিএসএফ। ড্রোনের মাধ্যমে দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক ও মাদক চোরাচালানের প্রবণতা ইদানীং বিশ্বব্যাপীই ক্রমবর্ধমান সংকট হিসেবে দেখা দিয়েছে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত