Ajker Patrika

সঙ্গমের জল সম্পূর্ণ নিরাপদ, ব্যাকটেরিয়ামুক্ত: যোগী আদিত্যনাথ

হিন্দুদের বিশ্বাস, গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী (ত্রিবেণি) নদীর সঙ্গমে স্নান করলে পাপমুক্তি হয় এবং মোক্ষ লাভ করা যায়। ছবি: এএফপি
হিন্দুদের বিশ্বাস, গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী (ত্রিবেণি) নদীর সঙ্গমে স্নান করলে পাপমুক্তি হয় এবং মোক্ষ লাভ করা যায়। ছবি: এএফপি

কুম্ভমেলার সঙ্গমের জল দূষিত এবং স্নানের অযোগ্য বলে দাবি করেছেন অনেক তীর্থযাত্রী। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) একটি প্রতিবেদনেও বলা হয়, প্রয়াগরাজের সঙ্গমে (গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল) অব্যবহৃত পয়োনিষ্কাশন ও মানব প্রাণীর বর্জ্যের ব্যাকটেরিয়ার মাত্রা অত্যন্ত বেশি।

কিন্তু এই রিপোর্টের তথ্য প্রত্যাখ্যান করেছেন যোগী আদিত্যনাথ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবার যোগী আদিত্যনাথ দাবি করেছেন, ‘এই জল শুধু স্নানের জন্যই নয়, আচমন করার (হিন্দুধর্মীয় রীতি অনুযায়ী স্নানের পর এক চুমুক জল পান করা) জন্যও সম্পূর্ণ নিরাপদ।’

কুম্ভমেলা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। প্রতি ১২ বছর পর এটি অনুষ্ঠিত হয়। হিন্দুদের বিশ্বাস, গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী (ত্রিবেণি) নদীর সঙ্গমে স্নান করলে পাপমুক্তি হয় এবং মোক্ষ লাভ করা যায়। এই মেলা ছয় সপ্তাহ ধরে চলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি ভক্ত এতে অংশ নেন।

মেলা শুরুর আগে, ভারতের শীর্ষ পরিবেশ আদালত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডগুলেকে নদীর জল নিয়মিত পর্যবেক্ষণ এবং এর গুণমান বজায় রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু এই মাসের শুরুতে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি) একটি রিপোর্ট জমা দেয়। এতে বলা হয়, গঙ্গা ও যমুনা নদীর জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। ওই রিপোর্ট অনুযায়ী, গঙ্গায় কলিফর্মের (একধরনের ব্যাকটেরিয়া) মাত্রা গ্রহণযোগ্য সীমার চেয়ে ১ হাজার ৪০০ গুণ বেশি এবং যমুনায় ৬৬০ গুণ বেশি।

তবে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ দাবি করেন, তাঁর সরকার নদীর জলের গুণমান বজায় রাখতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, ‘কলিফর্মের মাত্রা বৃদ্ধির পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন স্যুয়েজ লিকেজ বা পশুর বর্জ্য। কিন্তু প্রয়াগরাজে কলিফর্মের মাত্রা ঠিক আছে।’

তিনি বিষয়টিকে কুম্ভমেলার সুনাম নষ্ট করার জন্য বিরোধী দলগুলোর ‘মিথ্যা প্রচারণা’ বলে অভিযোগ করেন।

তবে এমন অভিযোগ প্রথমবার নয়। এর আগেও উত্তর প্রদেশ সরকার কুম্ভমেলা আয়োজন ও পরিচালনার জন্য সমালোচনার মুখে পড়েছিল। গত জানুয়ারিতে একটি শুভ দিনে সঙ্গমের কাছে স্নান করতে এসে ভিড়ের চাপে অন্তত ৩০ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত রোববার নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে ভক্তদের ভিড়ে ১৮ জনের মৃত্যু হয়।

১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলায় এখন পর্যন্ত প্রায় ৫৬ কোটি মানুষ সঙ্গমে স্নান করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছবি: এএফপি
১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলায় এখন পর্যন্ত প্রায় ৫৬ কোটি মানুষ সঙ্গমে স্নান করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছবি: এএফপি

কুম্ভমেলা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়া কুম্ভমেলায় এখন পর্যন্ত প্রায় ৫৬ কোটি মানুষ সঙ্গমে স্নান করেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত