Ajker Patrika

জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ জনের মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২২, ২০: ৩৩
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ জনের মৃত্যু

ভারতের জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহালগামে ওই তিন ব্যক্তি নিহত হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

কাশ্মীর পুলিশ কর্তৃপক্ষ এই ঘটনাকে সম্ভাব্য সন্ত্রাসী হামলা রুখতে একটি বড় সাফল্য বলে অভিহিত করেছে। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, যে তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের মধ্যে একজন সবচেয়ে বেশি সময় ধরে পালিয়ে থাকা হিজবুল মুজাহিদীন গোষ্ঠীর সদস্য। 

কাশ্মীর জোন পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার এক টুইটে জানিয়েছেন, মৌলভি আশরাফসহ (আশরাফ হিজবুল মুজাহিদীন—এইচএম এর সবচেয়ে পুরোনো সদস্যদের একজন) আরও দুইজন নিহত হয়েছে।’ 

কাশ্মীর পুলিশ আরও জানিয়েছে, পাহালগামের একটি জঙ্গলে ওই ব্যক্তিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তা ঘিরে ফেলে এবং-অনুসন্ধান অভিযান শুরু করে। পরে লুকিয়ে থাকারা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালানোর পর পুলিশ পাল্টা গুলি ছুড়লে ওই তিনজন নিহত হয়। 

দক্ষিণ কাশ্মীরের একটি পর্যটন স্পট পাহালগাম হিন্দু ধর্মের অন্যতম তীর্থস্থান অমরনাথে যাত্রাপথের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। অমরনাথ যাত্রায় এটি বেস ক্যাম্প হিসেবেও কাজ করে থাকে। কোভিড-১৯ মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর আগামী ৩০ জুন থেকে শুরু হতে যাচ্ছে অমরনাথের তীর্থযাত্রা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত