Ajker Patrika

কানাডায় ভারতীয়দের ‘সতর্ক’ থাকার আহ্বান দিল্লির

অনলাইন ডেস্ক
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১৯: ৩৭
কানাডায় ভারতীয়দের ‘সতর্ক’ থাকার আহ্বান দিল্লির

কানাডার শিখ ধর্মাবলম্বীদের নেতা হরদীপ সিং নিজ্জরের নিহতের ঘটনাকে কেন্দ্র করে দেশটির সঙ্গে ভারতের টানাপোড়েন তুঙ্গে। এ অবস্থায় নাগরিকদের ভারত ভ্রমণে সতর্কবার্তা দিয়েছে অটোয়া।

এই বার্তার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই পাল্টা জবাবে কানাডায় বসবাসরত ভারতীয়দের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার বার্তা দিয়েছে দিল্লি। এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আজ বুধবার ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া ওই বার্তায় বলা হয়, ‘কানাডায় দিন দিন ভারতবিরোধী কর্মকাণ্ড এবং রাজনৈতিক বিদ্বেষ থেকে প্রবাসী ভারতীয়দের ওপর হামলার আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। এ কারণে দেশটিতে ভ্রমণ বা স্থায়ীভাবে বসবাসরতদের চোখ-কান খোলা রাখতে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হচ্ছে।’

প্রসঙ্গত, কানাডায় বসবাসকারী শিখ ধর্মাবলম্বীদের অন্যতম নেতা হরদীপ সিং নিজ্জার ১৯৯৭ সালে ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধর জেলা থেকে সেখানে গিয়েছিলেন। পরে সেখানাকার নাগরিকত্বও অর্জন করেন তিনি।

একই সঙ্গে ভারতের একজন তালিকাভুক্ত ‘ফেরার’ সন্ত্রাসীও ছিলেন হরদীপ। শিখ ধর্মাবলম্বীদের জন্য স্বাধীন রাষ্ট্র খালিস্তান প্রতিষ্ঠায় তৎপর দুই রাজনৈতিক সংগঠন খালিস্তানি টাইগার ফোর্স এবং শিখস ফর জাস্টিসের কানাডা শাখার নেতা ছিলেন তিনি। হরদীপকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করাতে আগ্রহী ছিল ভারত।

গত ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যানকুভার শহরের একটি গুরুদুয়ারার (শিখ ধর্মাবলম্বীদের উপাসনালয়) কাছে আততায়ীর গুলিতে নিহত হন হরদীপ। যে গুরুদুয়ারার সামনে নিহত হয়েছিলেন, সেটির পরিচালনা কমিটির সদস্য ছিলেন তিনি।

এই হত্যাকাণ্ডের জন্য সম্প্রতি ভারতকে সরাসরি দায়ী করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত সোমবার কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ট্রুডো বলেন, তার দেশের গোয়েন্দারা হরদীপ হত্যায় ভারত সরকারের সংশ্লিষ্টতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছেন।

কানাডার জন্য এই ঘটনাটি যে তীব্র অবমাননাকর, তা বোঝাতে পার্লামেন্ট ভাষণে ট্রুডো বলেন, ‘কানাডার মাটিতে একজন কানাডীয় নাগরিককে হত্যার সঙ্গে বিদেশি সরকারের জড়িত থাকার বিষয়টি আমাদের সার্বভৌমত্বের অগ্রহণযোগ্য লঙ্ঘন।’

ট্রুডোর এই অভিযোগ অবশ্য পুরোপুরি অস্বীকার করেছে ভারত। মঙ্গলবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ‘কানডা সরকারের এই অভিযোগ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। ভারত বরারবরই আইনের শাসনে প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ একটি গণতান্ত্রিক রাষ্ট্র।’

ভারত এই বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর কানাডার নাগরিকদের ভারত ভ্রমণের ব্যাপারে সতর্কবার্তা দেয় কানাডা সরকার। তারপরই কানাডা প্রবাসী ভারতীয়দের পাল্টা সতর্কবার্তা দিল দিল্লি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত