Ajker Patrika

দেশের উন্নয়ন দেখাতে লস অ্যাঞ্জেলেসের ছবি ব্যবহারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

দেশের উন্নয়ন দেখাতে লস অ্যাঞ্জেলেসের ছবি ব্যবহারের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিন উপলক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে তাঁর দল বিজেপি। টুইটারে আপলোড করা সেই ভিডিওতে ভারতের বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। সেখানেই ভারতের সমৃদ্ধিশালী শহরের ছবিও দেখানো হয়েছে ভিডিওটির শেষের দিকে। আর সেখানেই আমেরিকার লস অ্যাঞ্জেলসের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই অনেকে তা চিহ্নিতও করেছেন।

দিন কয়েক আগেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি সরকারের সাফল্য দেখাতে ভারতের একটি ইংরেজি সংবাদপত্রের পাতা জুড়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। কিন্তু তাতে যে ফ্লাইওভারের ছবি দেখানো হয়েছিল, তা ছিল কলকাতার একটি ফ্লাইওভারের। বিষয়টি নিয়ে সমালোচনা উঠেছিল চরমে। এই ঘটনার কয়েক দিন পরই ফের ভুল ছবি ব্যবহারের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

বিজেপির টুইটারে মোদিকে ‘স্বপ্নদ্রষ্টা’, ‘সংস্কারক’ বলে অভিহিত করা হয়েছে। এ ছাড়া ভারতের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থায় তিনি বিপুল পরিবর্তন এনেছেন বলেও দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি বিজেপি।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত