গত সেপ্টেম্বর মাসে পাকিস্তানের ১৪৫ জন নাগরিককে দীর্ঘ মেয়াদে বসবাসের জন্য ভিসা দিয়েছে ভারত। সাধারণত এসব দীর্ঘমেয়াদি ভিসার মেয়াদ হয় পাঁচ বছর। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য হিন্দুকে এ তথ্য জানিয়েছেন।
এ ধরনের দীর্ঘমেয়াদি ভিসা সাধারণত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিকদের জন্য প্রদান করা হয়, যাঁরা মূলত স্বল্পমেয়াদি ভিসায় ভারতে প্রবেশ করেন এবং ভারতীয় নাগরিকত্ব অর্জনের চেষ্টা করেন। এ ধরনের ভিসার জন্য আবেদনকারীদের মধ্যে বেশির ভাগই পাকিস্তানি হিন্দু। তবে প্রতিবেশী এই তিন দেশের ছয়টি অমুসলিম সম্প্রদায়ের সদস্যরা—হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টান—পাঁচ বছরের দীর্ঘমেয়াদি ভিসার যোগ্য।
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, গত জুলাই মাসে ভারতের কারাগারে বন্দী ৩৬৬ জন পাকিস্তানি এবং ৮৬ জন মৎস্যজীবীর একটি তালিকা পাকিস্তানের কাঠে পাঠানো হয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় পাকিস্তানি বন্দী এবং পাঁচ জেলেকে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে।
ভারতের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন, স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জনের শর্তগুলোর একটি হলো, আবেদনকারীকে নাগরিকত্বের জন্য আবেদন করার আগে অন্তত ১১ বছর ভারতে থাকতে হবে, যার মধ্যে শেষ ১২ মাস ধারাবাহিকভাবে ভারতে থাকা আবশ্যক। পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা ‘সীমান্ত লোক সংগঠনের’ মতে, গত ছয় মাসে প্রায় ৫০০ পাকিস্তানি হিন্দু স্বল্পমেয়াদি ভিসায় ভারতে প্রবেশ করেছেন।
এদিকে, ভারতের রাজস্থান থেকে পাকিস্তানের করাচি পর্যন্ত চলাচল করা ‘থর এক্সপ্রেস’ পুনরায় চালুর দাবি করেছে ‘সীমান্ত লোক সংগঠন।’ ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার ২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০-অনুচ্ছেদের অধীনে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর পাকিস্তান ট্রেনটি বন্ধ করে দেয়।
গত সেপ্টেম্বর মাসে পাকিস্তানের ১৪৫ জন নাগরিককে দীর্ঘ মেয়াদে বসবাসের জন্য ভিসা দিয়েছে ভারত। সাধারণত এসব দীর্ঘমেয়াদি ভিসার মেয়াদ হয় পাঁচ বছর। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য হিন্দুকে এ তথ্য জানিয়েছেন।
এ ধরনের দীর্ঘমেয়াদি ভিসা সাধারণত পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের নাগরিকদের জন্য প্রদান করা হয়, যাঁরা মূলত স্বল্পমেয়াদি ভিসায় ভারতে প্রবেশ করেন এবং ভারতীয় নাগরিকত্ব অর্জনের চেষ্টা করেন। এ ধরনের ভিসার জন্য আবেদনকারীদের মধ্যে বেশির ভাগই পাকিস্তানি হিন্দু। তবে প্রতিবেশী এই তিন দেশের ছয়টি অমুসলিম সম্প্রদায়ের সদস্যরা—হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টান—পাঁচ বছরের দীর্ঘমেয়াদি ভিসার যোগ্য।
অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানিয়েছেন, গত জুলাই মাসে ভারতের কারাগারে বন্দী ৩৬৬ জন পাকিস্তানি এবং ৮৬ জন মৎস্যজীবীর একটি তালিকা পাকিস্তানের কাঠে পাঠানো হয়েছে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় পাকিস্তানি বন্দী এবং পাঁচ জেলেকে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে।
ভারতের ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন, স্বাভাবিকীকরণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব অর্জনের শর্তগুলোর একটি হলো, আবেদনকারীকে নাগরিকত্বের জন্য আবেদন করার আগে অন্তত ১১ বছর ভারতে থাকতে হবে, যার মধ্যে শেষ ১২ মাস ধারাবাহিকভাবে ভারতে থাকা আবশ্যক। পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের অভিবাসীদের নিয়ে কাজ করা সংস্থা ‘সীমান্ত লোক সংগঠনের’ মতে, গত ছয় মাসে প্রায় ৫০০ পাকিস্তানি হিন্দু স্বল্পমেয়াদি ভিসায় ভারতে প্রবেশ করেছেন।
এদিকে, ভারতের রাজস্থান থেকে পাকিস্তানের করাচি পর্যন্ত চলাচল করা ‘থর এক্সপ্রেস’ পুনরায় চালুর দাবি করেছে ‘সীমান্ত লোক সংগঠন।’ ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার ২০১৯ সালে ভারতীয় সংবিধানের ৩৭০-অনুচ্ছেদের অধীনে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর পাকিস্তান ট্রেনটি বন্ধ করে দেয়।
ভারতের মুম্বাইয়ে সেন্ট্রাল লাইনের একটি লোকাল ট্রেনের ঘটনা এটি। গত শুক্রবার সন্ধ্যায় এই ট্রেনের ভিড়ে ঠাসাঠাসি নারী কামরায় আসন নিয়ে শুরু হয় সামান্য কথা-কাটাকাটি। কিন্তু তুচ্ছ এই ঝগড়াই শেষ পর্যন্ত রূপ নেয় তীব্র ভাষা বিতর্কে।
৩ মিনিট আগেবৈদ্যুতিক যানবাহনের (ইভি) ব্যাটারি তৈরির জন্য অত্যাবশ্যকীয় বেশ কিছু প্রযুক্তিসহ লিথিয়াম প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। এর মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির বৈশ্বিক শিল্পে চীনের নেতৃত্ব আরও সুসংহত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
৪৩ মিনিট আগেসম্প্রতি ঋণ নিয়ে একটি অটোরিকশা কেনেন ভিপুল। জানা গেছে, ওই অটোর ইএমআই পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। আত্মীয়দের সন্দেহ, তীব্র আর্থিক সংকটই তাঁকে পরিবারের সদস্যদের বিষ পান করিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।
১ ঘণ্টা আগেপ্রকল্পটির সঙ্গে যুক্ত থাকা বিশেষজ্ঞ মাইকেল ব্যারন তাঁর ‘দ্য গাজা মেরিন স্টোরি’ নামক গবেষণাগ্রন্থে দেখিয়েছেন, বর্তমান বাজারদরে এই গ্যাসক্ষেত্র থেকে প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আদায় সম্ভব। যা আগামী ১৫ বছরে পিএর জন্য বার্ষিক ১০০ মিলিয়ন ডলার আয়ের পথ খুলে দিতে পারে। তার মতে, এই আয় ফিলিস্তিনিকে...
২ ঘণ্টা আগে