অনলাইন ডেস্ক
ভারতের গুজরাটে অবৈধ অভিবাসনের অভিযোগে ৩ নারীসহ সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা সুরাটের বিভিন্ন স্পা সেন্টারে কাজ করতেন এবং যৌনব্যবসার সঙ্গে জড়িত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সুরাট পুলিশের অপরাধ প্রতিরোধ শাখা এবং বিশেষ অভিযান শাখা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সুরাটের উধনা এলাকায় অভিযান চালায় এবং ওই সাতজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় ওই সাতজনের কাছ থেকে ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তাঁরা বিগত দুই বছর ধরে সুরাটে বসবাস করছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাতজনের মধ্যে বাকিদের ভারতে নিয়ে গিয়ে কাজ দেওয়া এক এজেন্টও রয়েছেন। ওই ব্যক্তি বাকি ছয়জনের কাছ থেকে ৯০ হাজার রুপি করে নিয়েছিলেন ভারতে নিয়ে গিয়ে কাজ দেওয়ার বিনিময়ে।
স্থানীয় পুলিশের পরিদর্শক আর এস সুবেরা বলেন, ‘গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসী। ওই এজেন্ট এসব ব্যক্তির আর্থিক দুরবস্থার কথা জানতেন এবং পরে তিনি এসব ব্যক্তির পরিবারকে সুরাটে পাঠাতে প্রলুব্ধ করেন।’ তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা প্রথমে সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পরে সেখান থেকে ট্রেনযোগে আসেন সুরাটে।
গ্রেপ্তারের সময় পুলিশ ওই সাতজনের কাছ থেকে ভুয়া ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং জন্মনিবন্ধন সনদসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
ভারতের গুজরাটে অবৈধ অভিবাসনের অভিযোগে ৩ নারীসহ সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, তাঁরা সুরাটের বিভিন্ন স্পা সেন্টারে কাজ করতেন এবং যৌনব্যবসার সঙ্গে জড়িত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সুরাট পুলিশের অপরাধ প্রতিরোধ শাখা এবং বিশেষ অভিযান শাখা নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সুরাটের উধনা এলাকায় অভিযান চালায় এবং ওই সাতজনকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের সময় ওই সাতজনের কাছ থেকে ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তাঁরা বিগত দুই বছর ধরে সুরাটে বসবাস করছিলেন।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃত সাতজনের মধ্যে বাকিদের ভারতে নিয়ে গিয়ে কাজ দেওয়া এক এজেন্টও রয়েছেন। ওই ব্যক্তি বাকি ছয়জনের কাছ থেকে ৯০ হাজার রুপি করে নিয়েছিলেন ভারতে নিয়ে গিয়ে কাজ দেওয়ার বিনিময়ে।
স্থানীয় পুলিশের পরিদর্শক আর এস সুবেরা বলেন, ‘গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের বিভিন্ন জেলার অধিবাসী। ওই এজেন্ট এসব ব্যক্তির আর্থিক দুরবস্থার কথা জানতেন এবং পরে তিনি এসব ব্যক্তির পরিবারকে সুরাটে পাঠাতে প্রলুব্ধ করেন।’ তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতরা প্রথমে সীমান্ত পাড়ি দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পরে সেখান থেকে ট্রেনযোগে আসেন সুরাটে।
গ্রেপ্তারের সময় পুলিশ ওই সাতজনের কাছ থেকে ভুয়া ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং জন্মনিবন্ধন সনদসহ অন্যান্য কাগজপত্র উদ্ধার করে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে