মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছেন এক নারী প্রার্থী। ভারতের উত্তর প্রদেশের স্থানীয় নির্বাচনে সম্প্রতি এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার উত্তর প্রদেশের সরকারি কর্মকর্তারা স্থানীয় নির্বাচনে মৃত প্রার্থীর জয়ের এ তথ্য জানিয়েছেন।
চলতি মাসে ভারতের সর্বোচ্চ জনবহুল রাজ্য উত্তর প্রদেশের পৌরসভার একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিলেন আশিয়া বি নামের ওই নারী। নির্বাচনে সর্বোচ্চ প্রায় ৪৪ শতাংশ ভোট পাওয়ায় আশিয়াকে মরণোত্তর বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এএফপির প্রতিবেদন থেকে আরও জানা যায়, পৌরসভা নির্বাচনের মাত্র ১২ দিন আগে ফুসফুস ও পেটের সংক্রমণে মৃত্যু হয় আশিয়া বাইয়ের। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেলে ব্যালট থেকে নাম মুছে ফেলা সম্ভব হয়নি। ফলে আশিয়া মারা গেলেও ব্যালটে তাঁর নাম থেকে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কর্মকর্তা ভগবান শরণ।
৩০ বছর বয়সী আশিয়া এই প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন। আর তাতেই বাজিমাত করেছেন। কিন্তু সেই সাফল্য দেখে যাওয়ার সৌভাগ্য হলো না তাঁর।
আশিয়ার স্বামী মুনতাজিম কুরেশি স্ত্রীর মৃত্যুর খবর নির্বাচন কর্মকর্তাদের জানিয়েছিলেন। কিন্তু ব্যবস্থা না থাকায় ব্যালট পেপার থেকে নাম বাদ দেওয়া যায়নি।
আশিয়া বি মারা যাওয়ার আগে ভোটারদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিলেন এবং অনেকেই তাঁর পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
স্থানীয় এক ব্যক্তি বলেন, আশিয়া সহজেই মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করেছিলেন এবং ভোটাররা তাঁকে যে সমর্থন দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। এ কারণেই এই ফলাফল এসেছে। আরেক ব্যক্তি জানান, আশিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি এই ভোট।
আশিয়ার স্বামী মুনতাজিম কুরেশিও বলেন, তাঁর স্ত্রী শান্ত আচরণে সবার মন জয় করেছিলেন। কিন্তু তিনি দেখে যেতে পারলেন না সাফল্য।
মৃত্যুর প্রায় দুই সপ্তাহ পর অনুষ্ঠিত নির্বাচনে জয়ী হয়েছেন এক নারী প্রার্থী। ভারতের উত্তর প্রদেশের স্থানীয় নির্বাচনে সম্প্রতি এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার উত্তর প্রদেশের সরকারি কর্মকর্তারা স্থানীয় নির্বাচনে মৃত প্রার্থীর জয়ের এ তথ্য জানিয়েছেন।
চলতি মাসে ভারতের সর্বোচ্চ জনবহুল রাজ্য উত্তর প্রদেশের পৌরসভার একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছিলেন আশিয়া বি নামের ওই নারী। নির্বাচনে সর্বোচ্চ প্রায় ৪৪ শতাংশ ভোট পাওয়ায় আশিয়াকে মরণোত্তর বিজয়ী ঘোষণা করা হয়েছে।
এএফপির প্রতিবেদন থেকে আরও জানা যায়, পৌরসভা নির্বাচনের মাত্র ১২ দিন আগে ফুসফুস ও পেটের সংক্রমণে মৃত্যু হয় আশিয়া বাইয়ের। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেলে ব্যালট থেকে নাম মুছে ফেলা সম্ভব হয়নি। ফলে আশিয়া মারা গেলেও ব্যালটে তাঁর নাম থেকে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কর্মকর্তা ভগবান শরণ।
৩০ বছর বয়সী আশিয়া এই প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলেন। আর তাতেই বাজিমাত করেছেন। কিন্তু সেই সাফল্য দেখে যাওয়ার সৌভাগ্য হলো না তাঁর।
আশিয়ার স্বামী মুনতাজিম কুরেশি স্ত্রীর মৃত্যুর খবর নির্বাচন কর্মকর্তাদের জানিয়েছিলেন। কিন্তু ব্যবস্থা না থাকায় ব্যালট পেপার থেকে নাম বাদ দেওয়া যায়নি।
আশিয়া বি মারা যাওয়ার আগে ভোটারদের কাছে বেশ জনপ্রিয় হয়েছিলেন এবং অনেকেই তাঁর পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
স্থানীয় এক ব্যক্তি বলেন, আশিয়া সহজেই মানুষের সঙ্গে বন্ধুত্ব তৈরি করেছিলেন এবং ভোটাররা তাঁকে যে সমর্থন দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। এ কারণেই এই ফলাফল এসেছে। আরেক ব্যক্তি জানান, আশিয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি এই ভোট।
আশিয়ার স্বামী মুনতাজিম কুরেশিও বলেন, তাঁর স্ত্রী শান্ত আচরণে সবার মন জয় করেছিলেন। কিন্তু তিনি দেখে যেতে পারলেন না সাফল্য।
ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আলবেনিয়ায়। ইউরোপের দেশগুলোর প্রায় সব শীর্ষ নেতাই এখন সেখানে অবস্থান করছেন। নেতাদের জন্য লাল গালিচা সংবর্ধনা আয়োজন করেছিল আলবেনিয়া কর্তৃপক্ষ।
৪ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত করছাড় বিল কংগ্রেসে বড় ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়েছে। শুক্রবার (১৬ মে) হাউস বাজেট কমিটিতে প্রস্তাবটি প্রাথমিক ধাপেই আটকে যায়, কারণ রিপাবলিকান দলের কট্টরপন্থী সদস্যরা আরও বড় পরিসরে খরচ কমানোর দাবিতে বিলটি আটকে দেন। এই ঘটনাটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য
৪ ঘণ্টা আগেভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ-আমেরিকান সাহিত্যিক সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। শুক্রবার (১৬ মে) নিউইয়র্কের চৌতকোয়া শহরের আদালত এই রায় ঘোষণা করেন। গত ফেব্রুয়ারিতে নিউজার্সির ২৭ বছর বয়সী হাদি মাতারকে হত্যাচেষ্টা ও হামলার অভিযোগে দোষী
৫ ঘণ্টা আগেব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ডের নেতারা আজ শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে একমত হয়ে জানিয়েছেন, শান্তি আলোচনায় রাশিয়ার অবস্থান ‘অগ্রহণযোগ্য’। এই আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও পরামর্শ হয়েছে বলে জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার...
৫ ঘণ্টা আগে