ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেছেন। এর ধারাবাহিকতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাসহ অন্তত আরও ছয়জন মন্ত্রী পদত্যাগ করেছেন। প্রায় ৩০ মাস ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনীয় প্রশাসনে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পর দিমিত্রো কুলেবাই দেশটির সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইউক্রেনের হয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সামরিক ও অন্যান্য সহযোগিতা নিয়ে বৈঠক করেছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কুলেবা হাতে লেখা একটি চিঠির মাধ্যমে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
দিমিত্রো কুলেবা ছাড়াও জেলেনস্কির মন্ত্রিসভার অন্য যেসব সদস্য পদত্যাগ করেছেন, তাঁদের মধ্যে কৌশলগত শিল্পমন্ত্রী ওলেকজান্দর কামিশিন, ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের প্রধান ভিতালি কোভাল এবং উপপ্রধানমন্ত্রী ওলগা স্তেফানিশিনার উল্লেখযোগ্য। এ ছাড়া দেশটির বিচার, পরিবেশ ও পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়গুলোর মন্ত্রীরাও পদত্যাগ করেছেন। ফলে কিয়েভের মন্ত্রিসভার এক-তৃতীয়াংশ পদই ফাঁকা হয়ে গেল।
এই পদত্যাগ ও মন্ত্রিসভা সংস্কারের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, মূলত নতুন শক্তিমত্তা অর্জনের লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। তিনি জানিয়েছেন, আসন্ন শরৎ সামনে রেখেই এই পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র ও পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনারও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘শরৎকাল ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই কার্যকর করতে হবে, যাতে ইউক্রেন প্রয়োজনীয় সব লক্ষ্য অর্জন করতে পারে...আমাদের অবশ্যই সরকারের কিছু ক্ষেত্রকে শক্তিশালী করতে হবে।’
বিশ্লেষকেরা বলছেন, এই রদবদল মূলত জেলেনস্কি ও তাঁর ঘনিষ্ঠ বলয়ের লোকজনই করেছে। এই পরিবর্তনকে অনেকে রাজনৈতিক ‘পুনঃস্থাপনও’ বলছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তাঁর মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তন আনতে শুরু করেছেন। এর ধারাবাহিকতায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাসহ অন্তত আরও ছয়জন মন্ত্রী পদত্যাগ করেছেন। প্রায় ৩০ মাস ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনীয় প্রশাসনে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পর দিমিত্রো কুলেবাই দেশটির সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইউক্রেনের হয়ে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সামরিক ও অন্যান্য সহযোগিতা নিয়ে বৈঠক করেছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কুলেবা হাতে লেখা একটি চিঠির মাধ্যমে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
দিমিত্রো কুলেবা ছাড়াও জেলেনস্কির মন্ত্রিসভার অন্য যেসব সদস্য পদত্যাগ করেছেন, তাঁদের মধ্যে কৌশলগত শিল্পমন্ত্রী ওলেকজান্দর কামিশিন, ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিলের প্রধান ভিতালি কোভাল এবং উপপ্রধানমন্ত্রী ওলগা স্তেফানিশিনার উল্লেখযোগ্য। এ ছাড়া দেশটির বিচার, পরিবেশ ও পুনরেকত্রীকরণ মন্ত্রণালয়গুলোর মন্ত্রীরাও পদত্যাগ করেছেন। ফলে কিয়েভের মন্ত্রিসভার এক-তৃতীয়াংশ পদই ফাঁকা হয়ে গেল।
এই পদত্যাগ ও মন্ত্রিসভা সংস্কারের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, মূলত নতুন শক্তিমত্তা অর্জনের লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। তিনি জানিয়েছেন, আসন্ন শরৎ সামনে রেখেই এই পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে তিনি স্বরাষ্ট্র ও পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনারও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘শরৎকাল ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই কার্যকর করতে হবে, যাতে ইউক্রেন প্রয়োজনীয় সব লক্ষ্য অর্জন করতে পারে...আমাদের অবশ্যই সরকারের কিছু ক্ষেত্রকে শক্তিশালী করতে হবে।’
বিশ্লেষকেরা বলছেন, এই রদবদল মূলত জেলেনস্কি ও তাঁর ঘনিষ্ঠ বলয়ের লোকজনই করেছে। এই পরিবর্তনকে অনেকে রাজনৈতিক ‘পুনঃস্থাপনও’ বলছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
৩ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৬ ঘণ্টা আগে