Ajker Patrika

মস্কোর সিটি হলে হামলা আগে রাশিয়াকে সতর্ক করেছিল ইরানও 

অনলাইন ডেস্ক
Thumbnail image

রাশিয়ার রাজধানী মস্কোর উপকণ্ঠের শহর ক্রাসনোগরস্কের ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার বিষয়ে দেশটিকে সতর্ক করেছিল ইরানও। এই হামলার দায় স্বীকার করেছিল সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটসের খোরাসান শাখা আইএস-কে। বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছে।

গত মার্চ মাসের ২২ মার্চ ক্রোকাস সিটি হলের একটি অনুষ্ঠানে বন্দুকধারীরা স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে গুলি চালালে ও গ্রেনেড বিস্ফোরণ ঘটালে অন্তত ১৪৪ জন নিহত হয়। আহত হয় আরও কয়েক ডজন। রাশিয়ার ইতিহাসে বিগত ২০ বছরের মধ্যে এটিই সর্বোচ্চ সন্ত্রাসী হামলা।

নাম প্রকাশ না করার শর্তে ইরানি একটি সূত্র জানিয়েছে, ‘রাশিয়ায় হামলার কয়েক দিন আগে তেহরান দেশটির অভ্যন্তরে একটি সম্ভাব্য বড় সন্ত্রাসী হামলার তথ্য মস্কোকে জানিয়েছিল। কিছুদিন আগে ইরানে সংঘটিত এক ভয়াবহ বোমা হামলার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদের সময় এই তথ্য জানা গিয়েছিল।’

ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় চলতি বছরের জানুয়ারিতে বলেছিল, তারা ৩ জানুয়ারি কেরমানে জোড়া বোমা হামলায় জড়িত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে। এই হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গত ১৯ জানুয়ারি ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, তারা ইসলামিক স্টেটের আফগানিস্তানভিত্তিক শাখা আইএস-কে বা ইসলামিক স্টেটস-খোরাসানের এক কমান্ডারকে গ্রেপ্তার করেছে। ইসলামিক স্টেট রাশিয়ার মতো ইরানে হামলারও দায় স্বীকার করে। ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর দেশটিতে সেই জোড়া বিস্ফোরণই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।

অপর একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, তেহরান মস্কোকে হামলার বিষয়ে সতর্ক করতে পারলেও তাঁরা রাশিয়াকে হামলার সম্ভাব্য দিনক্ষণ-তারিখ বা ধরন কোনোটাই নিশ্চিত করতে পারেনি। এ ছাড়া কোথায় এবং কীভাবে হামলা চালানো হতে পারে সে বিষয়েও তেহরান মস্কোকে কোনো তথ্য দিতে পারেনি।

তৃতীয় সূত্রটিও নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ‘যেহেতু ইরান বছরের পর বছর সন্ত্রাসী হামলার শিকার হয়েছে তাই ইরানি কর্তৃপক্ষ গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মস্কোকে সতর্ক করে তাদের দায়িত্ব পালন করেছে।’

তবে তেহরান ও মস্কো এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। প্রসঙ্গত, এর আগে যুক্তরাষ্ট্রও দাবি করেছিল—তারা ক্রোকাস সিটি হলে হামলার আগে মস্কোকে সতর্ক করেছিল। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন জানিয়েছেন, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মস্কোকে আগেভাগেই এ ধরনের হামলার বিষয়ে জানিয়েছিল। যুক্তরাষ্ট্র রাশিয়াকে জানিয়েছিল, মস্কোয় বড় ধরনের জনসমাগম বা কনসার্টের মতো সমাবেশে হামলার ঘটনা ঘটতে পারে।

বিষয়টিকে গুরুত্ব দিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জনসাধারণের জন্য একটি সতর্কবার্তাও জারি করেছিল। অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, ‘দীর্ঘদিনের “সতর্ক করা কর্তব্য”-নীতির অংশ হিসেবে মার্কিন সরকার রুশ কর্তৃপক্ষকে এ সংক্রান্ত তথ্য শেয়ার করেছিল।’

মার্চের শুরু দিকে, রাশিয়ায় মার্কিন দূতাবাস জানিয়েছিল—মস্কোতে কনসার্টসহ বড় জনসমাবেশে টার্গেট করে সম্ভাব্য চরমপন্থী হামলার বিষয়ে পরিকল্পনা সংক্রান্ত বেশ কিছু গোয়েন্দা প্রতিবেদন পর্যবেক্ষণ করেছে। সে সময় মার্কিন দূতাবাস রাশিয়ায় মার্কিন নাগরিকদের সতর্ক হয়ে চলাফেরা ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত