ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে। এ ছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় হওয়া এই হামলায় আরও ২৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, গতকাল বুধবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র একটি আবাসিক ভবনে আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। এ ছাড়া, এই হামলায় ৪ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। হামলার পর ওই এলাকায় আগুন নেভাতে দেখা যায় দমকল কর্মীদের। পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালান। এ ছাড়া ঘটনাস্থলে অনুসন্ধানী কুকুর দিয়েও অনুসন্ধান চালানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই ঘটনায় নিহতের আত্মীয়-স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রতিদিন ও প্রতিঘন্টায় রাশিয়ার সন্ত্রাস প্রমাণ করে যে, ইউক্রেনের উচিত তার অংশীদারদের সঙ্গে নিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা।’
এদিকে, ইতালিতে শুরু হওয়া বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর জোট জি-৭ সম্মেলনের সাইডলাইনেই ইউক্রেনের সঙ্গে ১০ বছর মেয়াদি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করবে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে যুক্ত একটি সূত্র মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বিষয়টি জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অন্য কোনো সরকার চাইলে এই চুক্তি পাল্টাতে পারবে।
যুক্তরাষ্ট্র ওই ইউক্রেনের মধ্যে দীর্ঘ কয়েক মাসের আলোচনার পরম এই চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এই চুক্তির খসড়া অনুসারে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে ১০ বছরের জন্য প্রশিক্ষণ, অস্ত্র উৎপাদনে সহযোগিতা বৃদ্ধি, সামরিক সহায়তা অব্যাহত রাখতে এবং গোয়েন্দা তথ্য শেয়ার বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হবে।
চুক্তির বিষয়টির সঙ্গে পরিচিত দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, এই চুক্তিতে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য একটি নির্দিষ্ট আর্থিক কোনো অঙ্গীকার করা হয়নি। একটি সূত্র উল্লেখ করেছে, চুক্তির একটি বর্ধিতাংশ রূপরেখা দেবে যে, কীভাবে বাইডেন প্রশাসন নিরাপত্তা প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করতে চায়। বিশেষ করে ইউক্রেনকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি তহবিল সম্পর্কিত বিষয়গুলোতে কংগ্রেসের সঙ্গে মিলে কাজ করবে বাইডেন প্রশাসন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়জন নিহত হয়েছে। এ ছাড়া দেশটির দক্ষিণাঞ্চলীয় হওয়া এই হামলায় আরও ২৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, গতকাল বুধবার রাশিয়ার ক্ষেপণাস্ত্র একটি আবাসিক ভবনে আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। এ ছাড়া, এই হামলায় ৪ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। হামলার পর ওই এলাকায় আগুন নেভাতে দেখা যায় দমকল কর্মীদের। পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালান। এ ছাড়া ঘটনাস্থলে অনুসন্ধানী কুকুর দিয়েও অনুসন্ধান চালানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই ঘটনায় নিহতের আত্মীয়-স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রতিদিন ও প্রতিঘন্টায় রাশিয়ার সন্ত্রাস প্রমাণ করে যে, ইউক্রেনের উচিত তার অংশীদারদের সঙ্গে নিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা।’
এদিকে, ইতালিতে শুরু হওয়া বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর জোট জি-৭ সম্মেলনের সাইডলাইনেই ইউক্রেনের সঙ্গে ১০ বছর মেয়াদি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করবে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে যুক্ত একটি সূত্র মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বিষয়টি জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অন্য কোনো সরকার চাইলে এই চুক্তি পাল্টাতে পারবে।
যুক্তরাষ্ট্র ওই ইউক্রেনের মধ্যে দীর্ঘ কয়েক মাসের আলোচনার পরম এই চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। এই চুক্তির খসড়া অনুসারে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে ১০ বছরের জন্য প্রশিক্ষণ, অস্ত্র উৎপাদনে সহযোগিতা বৃদ্ধি, সামরিক সহায়তা অব্যাহত রাখতে এবং গোয়েন্দা তথ্য শেয়ার বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ হবে।
চুক্তির বিষয়টির সঙ্গে পরিচিত দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে, এই চুক্তিতে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য একটি নির্দিষ্ট আর্থিক কোনো অঙ্গীকার করা হয়নি। একটি সূত্র উল্লেখ করেছে, চুক্তির একটি বর্ধিতাংশ রূপরেখা দেবে যে, কীভাবে বাইডেন প্রশাসন নিরাপত্তা প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করতে চায়। বিশেষ করে ইউক্রেনকে সমর্থন করার জন্য প্রয়োজনীয় দীর্ঘমেয়াদি তহবিল সম্পর্কিত বিষয়গুলোতে কংগ্রেসের সঙ্গে মিলে কাজ করবে বাইডেন প্রশাসন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় ইরানের পরমাণু কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও দেশটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
৮ মিনিট আগেইসরায়েলকে শিগগিরই যুদ্ধ থামাতে বলছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং কানাডাসহ ২৮টি দেশ। গতকাল সোমবার, এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে দেশগুলো। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিবৃতিটিতে তারা বলেছে গাজাবাসীদের দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে। এখনই যুদ্ধ থামাতে হবে
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার ঘটনা বিশ্ব গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আজ সোমবার বেলা ১টার কিছু পর বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে স্কুলের একটি ভবনের ওপর...
১৩ ঘণ্টা আগেব্রিটেনে ভুয়া নথির মাধ্যমে পাকিস্তানি অভিবাসীদের প্রবেশের একটি চাঞ্চল্যকর চিত্র উঠে এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের অনুসন্ধানে। এ ক্ষেত্রে পাকিস্তানের কাশ্মীর অঞ্চলে অবস্থিত ‘মিরপুর ভিসা কনসালট্যান্ট’ নামের একটি প্রতিষ্ঠান অবৈধভাবে অর্থের বিনিময়ে ভিসার জন্য জাল কাগজপত্র সরবরাহ করছে, যা
১৩ ঘণ্টা আগে