Ajker Patrika

এবার অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠাতে চায় ডেনমার্ক 

এবার অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা পাঠাতে চায় ডেনমার্ক 

এবার আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠাতে চায় ডেনমার্ক। পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডায় ডেনমার্কে আশ্রয়প্রার্থীদের স্থানান্তর করার বিষয়ে একটি নতুন ব্যবস্থা তৈরির বিষয়ে রুয়ান্ডার সঙ্গে আলাপ আলোচনা করছে। ইউরোপের আরেক দেশ ব্রিটেন এরই মধ্য গত সপ্তাহে সে দেশে আশ্রয়প্রার্থী এবং অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় স্থানান্তরের ঘোষণা দিয়েছে। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিগত এক দশক ধরে ক্রমবর্ধমান কঠোর অভিবাসন নীতির জন্য কুখ্যাতি অর্জনকারী দেশ ডেনমার্ক গত বছর এমন একটি আইন পাস করেছে যার ফলে—দেশটির সরকার দেশটিতে যাওয়া শরণার্থীদের অন্য একটি অংশীদার দেশে স্থাপিত শরণার্থীশিবিরে স্থানান্তরিত করতে পারবে। সেসময়, দেশ-বিদেশের মানবাধিকার সংস্থাগুলো, জাতিসংঘ এবং ইউরোপীয় কমিশন ডেনমার্কের এই পদক্ষেপের কড়া সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছিল। 

তবে, আইন পাসের সময় ডেনমার্ক তাদের শরণার্থী গ্রহণে ইচ্ছুক এমন কোনো অংশীদার দেশ খুঁজে পায়নি। তবে, রুয়ান্ডার সঙ্গে আলোচনার মধ্য দিয়ে সম্ভবত দেশটি ব্রিটেনের মতো একই ধরনের পদক্ষেপ নিশ্চিত করতে যাচ্ছে। 

বুধবার রয়টার্সে পাঠানো এক বিবৃতিতে ডেনমার্কের অভিবাসন মন্ত্রী ম্যাটিয়াস টেসফায়ে বলেছেন, ‘রুয়ান্ডার সরকারের সঙ্গে শরণার্থীদের স্থানান্তরের বিষয়ে আলোচনা আমাদের সংলাপে অন্তর্ভুক্ত রয়েছে। আমাদের চুক্তির লক্ষ্য হবে “মানব পাচারকারীদের অপরাধমূলক নেটওয়ার্কের চেয়ে আরও বেশি মর্যাদাপূর্ণ পদ্ধতিতে অভিবাসীদের স্থানান্তর নিশ্চিত করা।’ 

গত সপ্তাহে, ব্রিটেনও একই ধরনের বক্তব্য দিয়ে জানিয়েছে, তাঁরা হাজার হাজার শরণার্থীকে রুয়ান্ডায় স্থানান্তর করার পরিকল্পনা করেছে। এবং এই নতুন চুক্তির লক্ষ্য মানবপাচার নেটওয়ার্কগুলোকে ধ্বংস করা এবং অভিবাসীদের ইংল্যান্ডমুখী প্রবাহকে থামানো। 

তবে, ডেনমার্ক এখনো রুয়ান্ডার সঙ্গে কোনো চুক্তি করেনি। মন্ত্রী ম্যাটিয়াস টেসফায়ে বলেছেন, ‘এই বিষয়ে রুয়ান্ডার সঙ্গে চুক্তি করতে চাইলে সরকারে পার্লামেন্টের সমর্থন প্রয়োজন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত