Ajker Patrika

ইউক্রেনীয় শরণার্থীদের সাদরে গ্রহণ করছে হাঙ্গেরি

আপডেট : ০২ মার্চ ২০২২, ১২: ৪২
ইউক্রেনীয় শরণার্থীদের সাদরে গ্রহণ করছে হাঙ্গেরি

ইউক্রেনীয় শরণার্থীদের সাদরে গ্রহণ করছে হাঙ্গেরি। পোল্যান্ডের পর ইউক্রেনীয় শরণার্থী গ্রহণের দিক থেকে হাঙ্গেরি দ্বিতীয়। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে লক্ষাধিক ইউক্রেনীয় শরণার্থী প্রবেশ করেছে। 

শরণার্থীদের উষ্ণ আমন্ত্রণ জানানো হচ্ছে। তাদের জন্য বিনা মূল্যে বাস, মিনিবাস ও গাড়ি ব্যবস্থা করা হচ্ছে। ইউক্রেনের পাঁচটি সীমান্ত ক্রসিংয়ের প্রতিটি আলাদা দাতব্য সংস্থাকে বরাদ্দ করা হয়েছে। 

ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে দেশটির ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। 

ইউএনএইচসিআরের প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং বলেছেন, ‘ইউক্রেনের অনেক মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে আশ্রয় নিচ্ছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ইউক্রেনের ভেতরে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে।’ 

ক্যারোলিনা লিন্ডহোম বলেন, ‘আমরা এখনো ইউক্রেনের অভ্যন্তরে কত মানুষ বাস্তুচ্যুত হয়েছে সেটির নির্ভরযোগ্য কোনো তথ্য পায়নি। তবে আমরা অনুমান করছি যে, এটি প্রায় এক মিলিয়ন হবে, যারা অভ্যন্তরীণভাবে পালিয়ে গেছে বা যারা বর্তমানে ট্রেনে, বাসে বা গাড়িতে নিরাপদে যাওয়ার চেষ্টা করছে।’ 

ইউএনএইচসিআরের এই প্রতিনিধি বলেন, বাস্তুচ্যুত মানুষের জন্য প্রচুর মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। 

এদিকে জেনেভায় ইউএনএইচসিআর বলেছে, ইউক্রেন থেকে পালিয়ে এরই মধ্যে ৬ লাখ ৬০ হাজার মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত