অনলাইন ডেস্ক
২০২২ সালে ইউক্রেনে শুরু হয় রুশ আগ্রাসন। সে সময় থেকে যুদ্ধ এড়াতে অবৈধ উপায়ে ইউক্রেনের সীমান্ত অতিক্রম করতে গিয়ে মারা গেছে ৩০ ইউক্রেনীয়। ইউক্রিনফর্ম নিউজ এজেন্সিকে এ তথ্য দিয়েছেন ইউক্রেনের সীমান্ত পরিষেবার মুখপাত্র আন্দ্রেই ডেমচেঙ্কো। এক প্রতিবেদনে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল সোমবার প্রকাশিত ইউক্রিনফর্মের প্রতিবেদন অনুসারে আন্দ্রেই ডেমচেঙ্কো বলেছেন, কেউ কেউ পাহাড়ি নদী পার হওয়ার সময় বা পাহাড় অতিক্রম করার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। পুরো মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে সামগ্রিকভাবে প্রায় ৩০ জন মারা গেছে।
ইউক্রেনের সামরিক আইন অনুসারে, কিছু ব্যতিক্রম ছাড়া ১৮ থেকে ৬০ বছর বয়সী ইউক্রেনীয় পুরুষদের দেশ ত্যাগ করার অনুমতি দেওয়া হয় না। কারণ, তাদের জন্য যুদ্ধে অংশ গ্রহণ করা বাধ্যতামূলক।
গতকাল সোমবার স্টেট বর্ডার গার্ড সার্ভিস সামাজিক প্ল্যাটফর্মে এক বিবৃতিতে বলেছে যে, রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের সীমান্তে তিসা নদী পার হওয়ার চেষ্টা করার সময়ই ২৪ জন মারা গেছেন।
ডেমচেঙ্কো বলেছেন যে, যুদ্ধ শুরুর পর থেকে সীমান্ত রক্ষীরা প্রায় ৪৫০টি অপরাধী গ্রুপকে শনাক্ত করেছে যারা সীমান্তের ওপারে মানব পাচারের চেষ্টা করছে।
ডেমচেঙ্কো বলেন, ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা প্রতিদিনই হয়। আর এসবের বেশির ভাগই ঘটে মলদোভা এবং রোমানিয়ার সীমান্তে চেকপয়েন্টের বাইরে। সবচেয়ে বেশি পরিমাণ জাল নথি জব্দ করা হয়েছে পোল্যান্ডের সঙ্গে ইউক্রেনের সীমান্তে।’
এপ্রিলের শুরুতে ডেমচেঙ্কো ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে বলেছিলেন যে, অবৈধভাবে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করা অবস্থায় প্রতিদিন গড়ে প্রায় ১০ জন ইউক্রেনীয়কে আটক করা হয়।
গত সপ্তাহে, আগামী ১৮ মে পর্যন্ত যুদ্ধে যাওয়ার যোগ্য এবং বিদেশে থাকা ইউক্রেনীয় পুরুষদের জন্য দূতাবাস সেবা স্থগিত করেছে ইউক্রেন। সে সঙ্গে তাদের সমালোচনা করে বলা হয় যে, তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দেশকে সাহায্য না করে রাষ্ট্রের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করছে।
রোমানিয়া, মলদোভা, পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া থেকে অবৈধ সীমান্ত অতিক্রমের তথ্যের ওপর ভিত্তি করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গত নভেম্বরে এক প্রতিবেদনে বলেছিল যে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ২০ হাজার ইউক্রেনীয় পুরুষ যুদ্ধ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছে।
২০২২ সালে ইউক্রেনে শুরু হয় রুশ আগ্রাসন। সে সময় থেকে যুদ্ধ এড়াতে অবৈধ উপায়ে ইউক্রেনের সীমান্ত অতিক্রম করতে গিয়ে মারা গেছে ৩০ ইউক্রেনীয়। ইউক্রিনফর্ম নিউজ এজেন্সিকে এ তথ্য দিয়েছেন ইউক্রেনের সীমান্ত পরিষেবার মুখপাত্র আন্দ্রেই ডেমচেঙ্কো। এক প্রতিবেদনে খবরটি দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল সোমবার প্রকাশিত ইউক্রিনফর্মের প্রতিবেদন অনুসারে আন্দ্রেই ডেমচেঙ্কো বলেছেন, কেউ কেউ পাহাড়ি নদী পার হওয়ার সময় বা পাহাড় অতিক্রম করার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। পুরো মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে সামগ্রিকভাবে প্রায় ৩০ জন মারা গেছে।
ইউক্রেনের সামরিক আইন অনুসারে, কিছু ব্যতিক্রম ছাড়া ১৮ থেকে ৬০ বছর বয়সী ইউক্রেনীয় পুরুষদের দেশ ত্যাগ করার অনুমতি দেওয়া হয় না। কারণ, তাদের জন্য যুদ্ধে অংশ গ্রহণ করা বাধ্যতামূলক।
গতকাল সোমবার স্টেট বর্ডার গার্ড সার্ভিস সামাজিক প্ল্যাটফর্মে এক বিবৃতিতে বলেছে যে, রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের সীমান্তে তিসা নদী পার হওয়ার চেষ্টা করার সময়ই ২৪ জন মারা গেছেন।
ডেমচেঙ্কো বলেছেন যে, যুদ্ধ শুরুর পর থেকে সীমান্ত রক্ষীরা প্রায় ৪৫০টি অপরাধী গ্রুপকে শনাক্ত করেছে যারা সীমান্তের ওপারে মানব পাচারের চেষ্টা করছে।
ডেমচেঙ্কো বলেন, ‘অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা প্রতিদিনই হয়। আর এসবের বেশির ভাগই ঘটে মলদোভা এবং রোমানিয়ার সীমান্তে চেকপয়েন্টের বাইরে। সবচেয়ে বেশি পরিমাণ জাল নথি জব্দ করা হয়েছে পোল্যান্ডের সঙ্গে ইউক্রেনের সীমান্তে।’
এপ্রিলের শুরুতে ডেমচেঙ্কো ইউক্রেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমকে বলেছিলেন যে, অবৈধভাবে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করা অবস্থায় প্রতিদিন গড়ে প্রায় ১০ জন ইউক্রেনীয়কে আটক করা হয়।
গত সপ্তাহে, আগামী ১৮ মে পর্যন্ত যুদ্ধে যাওয়ার যোগ্য এবং বিদেশে থাকা ইউক্রেনীয় পুরুষদের জন্য দূতাবাস সেবা স্থগিত করেছে ইউক্রেন। সে সঙ্গে তাদের সমালোচনা করে বলা হয় যে, তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দেশকে সাহায্য না করে রাষ্ট্রের কাছ থেকে সাহায্য পাওয়ার আশা করছে।
রোমানিয়া, মলদোভা, পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া থেকে অবৈধ সীমান্ত অতিক্রমের তথ্যের ওপর ভিত্তি করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গত নভেম্বরে এক প্রতিবেদনে বলেছিল যে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ২০ হাজার ইউক্রেনীয় পুরুষ যুদ্ধ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছে।
সৌদি আরবের নারী অশ্বারোহী শাহদ আল শাম্মারি আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। সম্প্রতি তিনি একটি ফার্মেসির ভেতরে ঘোড়া নিয়ে প্রবেশ করে আলোচনায় আসার পর এবার একটি পোশাকের দোকানে একই কাণ্ড ঘটিয়েছেন।
৩৬ মিনিট আগেস্ত্রীর অনবরত অনুরোধে স্বামী শেষ পর্যন্ত রাজি হন। এক বছরের চেষ্টার পর তিন মাস আগে একজন ‘ক্রেতা’ খুঁজে পান তাঁরা। ১০ লাখ টাকার বিনিময়ে নিজের একটি কিডনি বিক্রি করেন স্বামী। তিনি আশা করেছিলেন, এতে পরিবারের দারিদ্র্য কিছুটা হলেও কমবে এবং মেয়ের বিয়ের ব্যবস্থা সহজ হবে। কিন্তু তিনি জানতেন না, তাঁর স্ত্রীর
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল এইডের (ইউএসএআইডি) অফিশিয়াল ওয়েবসাইটও এবার বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চেষ্টা করেও ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায়নি। এমনকি ইউএসএআইডির এক্স অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি। ট্রাম্প প্রশাসন দায়িত্ব গ্রহণের প
৩ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েই মিত্র ইলন মাস্ককে দেশটির সরকারি কর্মদক্ষতা বিভাগের (ডিওজিই) দায়িত্ব দেন। ট্রাম্প ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর মাস্কও তাঁর কাজ শুরু করে দেন। এবারে তিনি মার্কিন ট্রেজারি বিভাগ তথা অর্থ মন্ত্রণালয়ের অর্থ লে
৩ ঘণ্টা আগে