Ajker Patrika

আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জেলেনস্কির

আপডেট : ০১ মার্চ ২০২২, ১০: ৪৮
আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জেলেনস্কির

রুশ বাহিনীর আগ্রাসনের তদন্ত ও শাস্তির জন্য একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনে যুদ্ধাপরাধ করছে। এর বিচার হওয়া উচিত।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল সোমবার প্রেসিডেন্ট জেলেনস্কি এক ভিডিওর মাধ্যমে এ আহ্বান জানান।

ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে জেলেনস্কি বলেন, রুশ সেনারা আজ খারকিভ শহরে রকেট আর্টিলারির মাধ্যমে গোলাবর্ষণ করেছে। এটি যে সামরিক অপরাধ, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। খারকিভ শান্তির শহর। এটি একটি শান্তিপূর্ণ আবাসিক এলাকা। অথচ এই শান্তির শহরেই বর্বর আক্রমণ করেছে রুশ বাহিনী।

এদিকে আজ মঙ্গলবার ইউক্রেনের দক্ষিণের শহর খেরসন ঘিরে ফেলেছে রুশ বাহিনী। শহরটি মাইকোলাইভ ও নিউ কাখোভকার মধ্যবর্তী। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

খেরসনের প্রত্যক্ষদর্শীরা বিবিসির প্রতিবেদককে বলেছেন, রুশ সেনারা বিমানবন্দনর থেকে নিকোলায়েভ হাইওয়ে ও কোল্ড স্টোরেজ প্ল্যান্টের দিকে এগিয়ে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত