অনলাইন ডেস্ক
ইউক্রেনে রুশ সেনাবাহিনী আক্রমণ শুরুর পর এই প্রথম কোনো সাক্ষাৎকারে অংশ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ঘরানার সাংবাদিক টাকার কার্লসন। বাংলাদেশের স্থানীয় সময় আগামীকাল শুক্রবার ভোর ৫টায় টাকার কার্লসনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই সাক্ষাৎকার সম্প্রচারিত হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টাকার কার্লসন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রচারের সময় উল্লেখ করে এই ঘোষণা দিয়েছেন। এর আগে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনও জানিয়েছিল যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টাকার কার্লসনকে সাক্ষাৎকার দিয়েছেন।
টাকার কার্লসন তাঁর এক্সে অ্যাকাউন্টে জানিয়েছিলেন, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাৎকার নেওয়ার জন্য গত বছরের জুনে মস্কোয় গিয়েছিলেন। তবে ক্রেমলিন জানিয়েছে, মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের সাবেক এই সাংবাদিক গত মঙ্গলবার পুতিনের সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট খুব কম সময়ই পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বিষয়টি পছন্দও করেন না। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, একচোখা ও পক্ষপাতদুষ্ট পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার কোনো ইচ্ছাই তাঁর (পুতিনের) নেই।
তবে টাকার কার্লসন জানিয়েছিলেন, তিনি পুতিনের মুখোমুখি হতে চান কারণ, অনেক পশ্চিমা গণমাধ্যম তাদের পাঠক-দর্শকদের কাছে রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে পক্ষপাতদুষ্ট সংবাদ ও মতামত উপস্থাপন করে। গত মঙ্গলবার কার্লসন এক টুইটে বলেছিলেন, ‘এটা ভুল। যে যুদ্ধে মার্কিনিরা জড়িয়ে পড়েছে, সে বিষয়ে তাদের প্রকৃত তথ্য জানার অধিকার আছে।’
এদিকে টাকার কার্লসনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুতিনের সেই সাক্ষাৎকার সম্প্রচারের সময় হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম জোনের হিসাবে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তা সম্প্রচারিত হবে। সেই হিসাবে আন্তর্জাতিক মান সময় বৃহস্পতিবার রাত ১১টায় এবং বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় সম্প্রচারিত হবে।
ইউক্রেনে রুশ সেনাবাহিনী আক্রমণ শুরুর পর এই প্রথম কোনো সাক্ষাৎকারে অংশ নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর সাক্ষাৎকার নিয়েছেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল ঘরানার সাংবাদিক টাকার কার্লসন। বাংলাদেশের স্থানীয় সময় আগামীকাল শুক্রবার ভোর ৫টায় টাকার কার্লসনের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে এই সাক্ষাৎকার সম্প্রচারিত হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, টাকার কার্লসন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রচারের সময় উল্লেখ করে এই ঘোষণা দিয়েছেন। এর আগে, রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনও জানিয়েছিল যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টাকার কার্লসনকে সাক্ষাৎকার দিয়েছেন।
টাকার কার্লসন তাঁর এক্সে অ্যাকাউন্টে জানিয়েছিলেন, তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের সাক্ষাৎকার নেওয়ার জন্য গত বছরের জুনে মস্কোয় গিয়েছিলেন। তবে ক্রেমলিন জানিয়েছে, মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের সাবেক এই সাংবাদিক গত মঙ্গলবার পুতিনের সাক্ষাৎকার রেকর্ড করা হয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট খুব কম সময়ই পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বিষয়টি পছন্দও করেন না। এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, একচোখা ও পক্ষপাতদুষ্ট পশ্চিমা গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার কোনো ইচ্ছাই তাঁর (পুতিনের) নেই।
তবে টাকার কার্লসন জানিয়েছিলেন, তিনি পুতিনের মুখোমুখি হতে চান কারণ, অনেক পশ্চিমা গণমাধ্যম তাদের পাঠক-দর্শকদের কাছে রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়ে পক্ষপাতদুষ্ট সংবাদ ও মতামত উপস্থাপন করে। গত মঙ্গলবার কার্লসন এক টুইটে বলেছিলেন, ‘এটা ভুল। যে যুদ্ধে মার্কিনিরা জড়িয়ে পড়েছে, সে বিষয়ে তাদের প্রকৃত তথ্য জানার অধিকার আছে।’
এদিকে টাকার কার্লসনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুতিনের সেই সাক্ষাৎকার সম্প্রচারের সময় হিসেবে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম জোনের হিসাবে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তা সম্প্রচারিত হবে। সেই হিসাবে আন্তর্জাতিক মান সময় বৃহস্পতিবার রাত ১১টায় এবং বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় সম্প্রচারিত হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গাজাবাসীদের পুনর্বাসনের জন্য তিনটি সম্ভাব্য এলাকা বিবেচনা করছে। এলাকাগুলো হলো—মরক্কো এবং সোমালিয়ার পুন্টল্যান্ড ও সোমালিল্যান্ড। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট দেশটির সম্প্রচারমাধ্যম এন ১২-এর প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রধান সহায়তা সংস্থা ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) কর্মীদের আগামীকাল শুক্রবার থেকে ছুটিতে পাঠানো হচ্ছে। সংস্থাটি গত মঙ্গলবার রাতে তাদের ওয়েবসাইটে এ নথি প্রকাশ করেছে। এটি গত মঙ্গলবার রাতে অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সব কর্মীকে আর্থিক সুবিধার বিনিময়ে চাকরি ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল সরকারকে সংকুচিত করার নীতির আলোকে তাঁদের এই প্রস্তাব দিয়েছে কর্তৃপক্ষ। এতে বলা হয়, চাকরি ছেড়ে দিলে কর্মীরা প্রায় আট মাসের বেতন এবং অন্যান্য সুবিধা
১১ ঘণ্টা আগেফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা (ইউএনআরডব্লিউএ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার নিজ প্রশাসনের প্রতি এ নির্দেশ দেন তিনি। এদিন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের কার্যনির্বাহী আদেশে স্ব
১১ ঘণ্টা আগে