Ajker Patrika

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি, আসতে পারে সামরিক সহায়তা ঘোষণা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৩: ২২
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি, আসতে পারে সামরিক সহায়তা ঘোষণা

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন সফরে যাবেন। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার আগে হোয়াইট হাউসে আসবেন।’ 

এদিকে শিগগিরই ইউক্রেনের জন্য ১৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে বাইডেন প্রশাসন। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে বুধবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এবারই প্রথমবারের মতো প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ কাজ করবে। 

বার্তা সংস্থা এপির তথ্য অনুযায়ী, বুধবারই ১৮০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। 

হোয়াইট হাউসে ইউক্রেনবিষয়ক একসময়কার নেতা ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) আলেক্সান্ডার ভিন্ডম্যান বলেছেন, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম পাওয়া কিয়েভের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ 

ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ ব্যবহৃত হয়ে থাকেআলেক্সান্ডার ভিন্ডম্যান আরও বলেন, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ফলে ইউক্রেন আরও নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। রাশিয়া যদি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাও চালায়, সে ক্ষেত্রেও মোকাবিলা করা যাবে।’ 

বিশ্লেষকেরা বলছেন, অত্যাধুনিক প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ফলে ইউক্রেন তাদের নাগরিকদের ও তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করতে পারবে। 

এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, ‘প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম’ পাঠানোর আগে ইউক্রেনীয় বাহিনীকে জার্মানিতে প্রশিক্ষণ দেওয়া হতে পারে। 

আলেক্সান্ডার ভিন্ডম্যান বলেন, ‘প্রশিক্ষণের জন্য কয়েক মাস সময় লেগে যেতে পারে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত