Ajker Patrika

ক্ষোভ কমছে ফ্রান্সের

ক্ষোভ কমছে ফ্রান্সের

২০১৬ সালে ফ্রান্সের কাছ থেকে সাবমেরিন কিনতে কয়েকশ কোটি ডলারের চুক্তি করেছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই চুক্তি বাদ দিয়ে সম্প্রতি অত্যাধুনিক সাবমেরিন তৈরিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে নিরাপত্তা চুক্তি করে ক্যানবেরা। আর তাতে ক্ষুব্ধ হয়ে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া থেকে নিজ দেশের রাষ্ট্রদূতদের ফিরিয়ে নেয় ফ্রান্স। অবশেষে কূটনৈতিক সেই টানাপোড়েনের অবসান হতে চলেছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মধ্যে ফোনালাপের পর দুই দেশের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয় এবং ওয়াশিংটনের রাষ্ট্রদূতকে আবারও ফেরত পাঠায় প্যারিস। এবার অস্ট্রেলিয়া থেকে ডেকে পাঠানো রাষ্ট্রদূতকে ক্যানবেরায় ফেরত পাঠানোর কথা জানালেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ-ইভেস লে ড্রায়ান। গত বুধবার এ কথা জানান তিনি।

এদিকে ফ্রান্সের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন বৃহস্পতিবার বলেছেন, ক্যানবেরায় ফ্রান্সের রাষ্ট্রদূতের প্রত্যাবর্তন দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সাহায্য করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত