অনলাইন ডেস্ক
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আজ বৃহস্পতিবার সকালে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের নিরাপত্তাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের এই গোলাগুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে এই গোলাগুলি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের অবন্তীপোরায় আজ বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গত দুই ঘণ্টা ধরে সেখানে তীব্র গোলাগুলি বিনিময় চলছে এবং আরও দুই অস্ত্রধারী ওই এলাকায় আটকে রয়েছেন।
পুলওয়ামার একটি উপজেলা অবন্তীপোরার নাদের ও ত্রাল এলাকায় এই গোলাগুলি শুরু হয়। গত ৪৮ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় গোলাগুলির ঘটনা। এর আগে গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতেও তিনজন নিহত হয়। সেই গোলাগুলি প্রথমে কুলগামে শুরু হলেও পরে সোপিয়ানের জঙ্গলে ছড়িয়ে পড়ে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী সশস্ত্র ব্যক্তিদের আটকানোর চেষ্টা করে।
ভারতীয় সেনাবাহিনী এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘১৩ মে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোপিয়ানের শোকাল কেলার এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী একটি সার্চ অ্যান্ড ডেস্ট্রয় অপারেশন শুরু করে। অপারেশনের সময় জঙ্গিরা ভারী গুলি চালায় এবং তীব্র গোলাগুলি হয়, যার ফলে তিন জঙ্গি নিহত হয়।’
গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর থেকে জম্মু-কাশ্মীরে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এই হামলার জবাবে ভারত ৭ মে ‘অপারেশন সিন্দুর’ নামে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯টি অবস্থানে হামলা চালায়। ১০ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় এবং বিকেল ৫টা থেকে কার্যকর হওয়া স্থল, আকাশ ও সমুদ্রপথে সমস্ত সামরিক কার্যকলাপ বন্ধ করতে সম্মত হয়।
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আজ বৃহস্পতিবার সকালে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের নিরাপত্তাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের এই গোলাগুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে এই গোলাগুলি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের অবন্তীপোরায় আজ বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গত দুই ঘণ্টা ধরে সেখানে তীব্র গোলাগুলি বিনিময় চলছে এবং আরও দুই অস্ত্রধারী ওই এলাকায় আটকে রয়েছেন।
পুলওয়ামার একটি উপজেলা অবন্তীপোরার নাদের ও ত্রাল এলাকায় এই গোলাগুলি শুরু হয়। গত ৪৮ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় গোলাগুলির ঘটনা। এর আগে গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতেও তিনজন নিহত হয়। সেই গোলাগুলি প্রথমে কুলগামে শুরু হলেও পরে সোপিয়ানের জঙ্গলে ছড়িয়ে পড়ে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী সশস্ত্র ব্যক্তিদের আটকানোর চেষ্টা করে।
ভারতীয় সেনাবাহিনী এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘১৩ মে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোপিয়ানের শোকাল কেলার এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী একটি সার্চ অ্যান্ড ডেস্ট্রয় অপারেশন শুরু করে। অপারেশনের সময় জঙ্গিরা ভারী গুলি চালায় এবং তীব্র গোলাগুলি হয়, যার ফলে তিন জঙ্গি নিহত হয়।’
গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর থেকে জম্মু-কাশ্মীরে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এই হামলার জবাবে ভারত ৭ মে ‘অপারেশন সিন্দুর’ নামে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯টি অবস্থানে হামলা চালায়। ১০ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় এবং বিকেল ৫টা থেকে কার্যকর হওয়া স্থল, আকাশ ও সমুদ্রপথে সমস্ত সামরিক কার্যকলাপ বন্ধ করতে সম্মত হয়।
নৌকাটির বেশির ভাগ যাত্রীই রাজধানী হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পরিবারের বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাত উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করছে। তবে, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
২ ঘণ্টা আগে‘প্যালেস্টাইন অ্যাকশন’ সংগঠনটির সদস্যপদ বা সমর্থন এখন একটি ফৌজদারি অপরাধ। সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর অধীনে এ জন্য ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
৩ ঘণ্টা আগেভারত ও বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে আঞ্চলিক অভিন্ন নদ ব্রহ্মপুত্রের উজানে বিশ্বের সর্ববৃহৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। আজ শনিবার তিব্বতের ভেতর দিয়ে প্রবাহিত এই নদে বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ব্যস্ত একটি নাইট ক্লাবের বাইরে অপেক্ষারত মানুষের ভিড়ের ওপর গাড়ি উঠে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শহরের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) স্থানীয় সময় রাত দুইটার দিকে সান্তা মনিকা শহরের প্রশস্ত সড়কের পাশে
৪ ঘণ্টা আগে