Ajker Patrika

জম্মু-কাশ্মীরে ফের গোলাগুলি, নিহত ৩

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ মে ২০২৫, ১৪: ২৫
জম্মু-কাশ্মীরে টহল দিচ্ছে ভারতীয় সেনারা। ছবি: সংগৃহীত
জম্মু-কাশ্মীরে টহল দিচ্ছে ভারতীয় সেনারা। ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে আজ বৃহস্পতিবার সকালে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের নিরাপত্তাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের এই গোলাগুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে এই গোলাগুলি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু-কাশ্মীরের অবন্তীপোরায় আজ বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, গত দুই ঘণ্টা ধরে সেখানে তীব্র গোলাগুলি বিনিময় চলছে এবং আরও দুই অস্ত্রধারী ওই এলাকায় আটকে রয়েছেন।

পুলওয়ামার একটি উপজেলা অবন্তীপোরার নাদের ও ত্রাল এলাকায় এই গোলাগুলি শুরু হয়। গত ৪৮ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় গোলাগুলির ঘটনা। এর আগে গত মঙ্গলবার জম্মু-কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতেও তিনজন নিহত হয়। সেই গোলাগুলি প্রথমে কুলগামে শুরু হলেও পরে সোপিয়ানের জঙ্গলে ছড়িয়ে পড়ে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী সশস্ত্র ব্যক্তিদের আটকানোর চেষ্টা করে।

ভারতীয় সেনাবাহিনী এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘১৩ মে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোপিয়ানের শোকাল কেলার এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে ভারতীয় সেনাবাহিনী একটি সার্চ অ্যান্ড ডেস্ট্রয় অপারেশন শুরু করে। অপারেশনের সময় জঙ্গিরা ভারী গুলি চালায় এবং তীব্র গোলাগুলি হয়, যার ফলে তিন জঙ্গি নিহত হয়।’

গত ২২ এপ্রিল পেহেলগামে হামলার পর থেকে জম্মু-কাশ্মীরে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এই হামলার জবাবে ভারত ৭ মে ‘অপারেশন সিন্দুর’ নামে পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯টি অবস্থানে হামলা চালায়। ১০ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় এবং বিকেল ৫টা থেকে কার্যকর হওয়া স্থল, আকাশ ও সমুদ্রপথে সমস্ত সামরিক কার্যকলাপ বন্ধ করতে সম্মত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত