Ajker Patrika

‘বিশ্বাসঘাতক ও গুপ্তচরদের’ নির্মূল করার নির্দেশ পুতিনের

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ১৪: ১৬
‘বিশ্বাসঘাতক ও গুপ্তচরদের’ নির্মূল করার নির্দেশ পুতিনের

‘বিশ্বাসঘাতক, গুপ্তচর ও নাশকতাকারীদের’ খুঁজে বের করে নির্মূল করতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই লক্ষ্যে দেশটির সীমান্তে নিরাপত্তা জোরদার এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের আহ্বান জানিয়েছেন পুতিন। 

সোমবার (১৯ ডিসেম্বর) রাশিয়ার নিরাপত্তাসেবা দিবসে বাহিনীর সদস্যদের প্রতি এমন নির্দেশ দিয়েছেন পুতিন। দেশটির সংবাদ সংস্থাগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। 

রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা আরআইএর প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন সীমান্ত নিরাপত্তা বাহিনী ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। 

রুশ প্রেসিডেন্ট বলেন, সীমান্তে অবশ্যই সতর্কতা নিশ্চিত করতে হবে। সীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টাকে দ্রুত ও কার্যকরভাবে নির্মূল করতে হবে। এ জন্য প্রয়োজনে ভ্রাম্যমাণ দল এবং বিশেষ বাহিনীসহ যেসব শক্তি আছে তার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। 

রাশিয়ার আরেকটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, গোয়েন্দা সংস্থাগুলোর সদস্যদের সর্বোচ্চ মনোযোগের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পুতিন। তিনি বলেন, বিদেশি সংস্থাগুলোর অপতৎপরতা কঠোরভাবে দমন, অবিলম্বে বিশ্বাসঘাতক, গুপ্তচর ও নাশকতাকারীদের চিহ্নিত করতে হবে। সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে হবে। নাশকতা মোকাবিলায় প্রয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে হবে। 

ইউক্রেনের যে অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে ‘যুক্ত’ হয়েছে বলে মস্কো দাবি করছে, ওই অঞ্চলগুলোতে বসবাসকারী লোকদের সুরক্ষা নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন পুতিন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত