Ajker Patrika

নতুন আলোচনার কথা বলে সময়ক্ষেপণ করতে চায় রাশিয়া: ইউক্রেন 

অনলাইন ডেস্ক
Thumbnail image

নতুন আলোচনার কথা বলে রাশিয়া সময় ক্ষেপণ করতে চাইছে। যাতে তাঁরা নতুন করে আক্রমণের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করতে পারে। স্থানীয় সময় আজ সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখিলো পদোলিয়াক এএফপিকে এই কথা বলেছেন। 

পদোলিয়াক এএফপিকে বলেন, সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনকে একটি আলোচনায় বসার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছে। পদোলিয়াকের মতে ৬ মাস ধরে চলা যুদ্ধ এখন শেষ পর্যায়ের দিকে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘এই আলোচনার সময় মস্কো ইউক্রেনের যেসব অঞ্চল অধিকার করে নিয়েছে সেখানে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেই আলোচনায় বসতে চেয়েছিল।’ 

রাশিয়ার সঙ্গে কিয়েভের কোনো রাজনৈতিক যোগাযোগ নেই উল্লেখ করে পদোলিয়াক বলেন, ‘রাশিয়া বিভিন্ন মাধ্যমে আলোচনার প্রস্তাব পাঠায়। তবে পদোলিয়াক তাদের নাম উল্লেখ করেননি। 

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চলতি আগস্টের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেসহ তিনি বেশ কয়েকবার বলেছেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতে প্রস্তুত। সম্প্রতি গত সপ্তাহের শুক্রবার জাতিসংঘের মহাসচিবসহ ইউক্রেন সফর করেন। 

পদোলিয়াক বলেন, ইউক্রেনের অবস্থান ছিল এখনো আছে, মস্কো প্রকৃতপক্ষে শান্তি আলোচনা চায় না। বরং তাঁরা নতুন করে আক্রমণ শুরু করার আগে রুশ সেনাবাহিনীর প্রস্তুতির জন্য সময় ক্ষেপণের চেষ্টা করছে মাত্র। 

এর আগেও, কিয়েভ একাধিকবার জানিয়েছে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ড না ছাড়লে কোনো আলোচনা সম্ভব নয়। ইউক্রেনের লক্ষ্য হারানো অঞ্চল পুনরুদ্ধার করা এবং ২০১৪ সালে রাশিয়া যে ক্রিমিয়াকে সংযুক্ত করে নিয়েছে তাও দখল মুক্ত করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত