আজকের পত্রিকা ডেস্ক
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার মুখে দেশটিকে আরও ৭২৫ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নতুন সহায়তা প্যাকেজে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমার্স) জন্য গোলাবারুদ সরবরাহ করা হবে। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনজুড়ে রাশিয়ার সহিংস ক্ষেপণাস্ত্র হামলা এবং রুশ বাহিনীর নৃশংসতার প্রমাণের পরিপ্রেক্ষিতেই এ সহায়তা দেওয়া হবে। দেশটির প্রতিরক্ষা দপ্তর আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, জো বাইডেনের প্রশাসনের যাত্রা শুরুর পর থেকে ইউক্রেনে এ পর্যন্ত ১৮ দশমিক ৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনে ২০টি হিমার্স দিয়েছে। আগামী বছরগুলোতে এ ধরনের আরও ১৮টি সিস্টেম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্যাকেজে কয়েক হাজার রাউন্ড গোলা রয়েছে, যা রাশিয়ার আক্রমণের জবাবে ইউক্রেন ব্যবহার করতে পারবে।
হিমার্স সিস্টেমের গোলা সহায়তা দেওয়ার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এক বিবৃতিতে বলছে, ‘ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তাৎক্ষণিকভাবে প্রয়োজন। ইউক্রেনের শহরগুলোতে বিপুল রকেট হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইউক্রেনের বাহিনী কিছুটা সফলতা দেখিয়েছে। তবে তাদের প্রতিরক্ষা সামর্থ্য আরও বাড়ানো দরকার।’
কেবল যুক্তরাষ্ট্রই নয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও কানাডাও ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। দেশটিতে মানবিক সহায়তা হিসেবে সৌদি আরবও ৪০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের টেলিফোনে আলাপকালে বিন সালমান বিষয়টি নিশ্চিত করেন।
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার মুখে দেশটিকে আরও ৭২৫ মিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই নতুন সহায়তা প্যাকেজে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (হিমার্স) জন্য গোলাবারুদ সরবরাহ করা হবে। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনজুড়ে রাশিয়ার সহিংস ক্ষেপণাস্ত্র হামলা এবং রুশ বাহিনীর নৃশংসতার প্রমাণের পরিপ্রেক্ষিতেই এ সহায়তা দেওয়া হবে। দেশটির প্রতিরক্ষা দপ্তর আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, জো বাইডেনের প্রশাসনের যাত্রা শুরুর পর থেকে ইউক্রেনে এ পর্যন্ত ১৮ দশমিক ৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনে ২০টি হিমার্স দিয়েছে। আগামী বছরগুলোতে এ ধরনের আরও ১৮টি সিস্টেম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্যাকেজে কয়েক হাজার রাউন্ড গোলা রয়েছে, যা রাশিয়ার আক্রমণের জবাবে ইউক্রেন ব্যবহার করতে পারবে।
হিমার্স সিস্টেমের গোলা সহায়তা দেওয়ার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন এক বিবৃতিতে বলছে, ‘ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তাৎক্ষণিকভাবে প্রয়োজন। ইউক্রেনের শহরগুলোতে বিপুল রকেট হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইউক্রেনের বাহিনী কিছুটা সফলতা দেখিয়েছে। তবে তাদের প্রতিরক্ষা সামর্থ্য আরও বাড়ানো দরকার।’
কেবল যুক্তরাষ্ট্রই নয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও কানাডাও ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। দেশটিতে মানবিক সহায়তা হিসেবে সৌদি আরবও ৪০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের টেলিফোনে আলাপকালে বিন সালমান বিষয়টি নিশ্চিত করেন।
প্রস্তাবনাটি ইরানের সংসদীয় কমিটিতে ইতিমধ্যে পাস হয়েছে। এর মাধ্যমে দেশটির জাতীয় মুদ্রা রিয়াল থেকে চারটি শূন্য বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘমেয়াদি মুদ্রাস্ফীতি মোকাবিলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
৯ ঘণ্টা আগেআফগানিস্তানের রাজধানী কাবুলের এক প্রান্তে অবস্থিত তালেবান অনুমোদিত নারীদের মাদ্রাসা নাজি-এ-বসরায় বসে কথা বলছিল মেয়েটি। মুখ ঢাকা, কণ্ঠ জড়ানো ভয় আর সংশয়ে। সহপাঠী আরেক মেয়ে তাকে নিচু স্বরে চুপ করায়। স্মরণ করিয়ে দেয়, তালেবান শাসনের সমালোচনা করা কতটা বিপজ্জনক!
১০ ঘণ্টা আগেআন্দিজ পর্বতের প্রায় ৩ হাজার মিটার উচ্চতায় বিস্তৃত ইকুয়েডরের মাকিজো দেল কাআস অঞ্চলটি একটি বিশেষ ধরনের পরিবেশ—যাকে বলা হয় প্যারামো। প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে এই অঞ্চলটি। মেঘ থেকে টেনে আনে আর্দ্রতা, আর জল জোগায় ছয়টি বড় নদীকে।
১১ ঘণ্টা আগেট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, ‘ভারত শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেলই কিনছে না, তারা সেই তেলের বড় অংশ খোলাবাজারে বিক্রি করে বড় লাভ করছে। ইউক্রেনে রুশ যুদ্ধ যন্ত্রের কারণে কত মানুষ মারা যাচ্ছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’
১২ ঘণ্টা আগে