Ajker Patrika

গাজায় অতিরিক্ত ১ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিল নেদারল্যান্ডস

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৫: ০৪
গাজায় অতিরিক্ত ১ কোটি ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিল নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস সরকার গাজায় অতিরিক্ত ১ কোটি ইউরো মানবিক সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। গাজার অধিবাসীদের দুর্বিষহ পরিস্থিতি বিবেচনা করে আজ মঙ্গলবার ডাচ সরকার এ ঘোষণা দেয়।

সরকার বলেছে, জাতিসংঘের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ তহবিল অনুদান দেওয়া হয়েছে। গাজাবাসীর পানি এবং স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদা পূরণে এ অর্থ ব্যয় করা হবে।

একই সঙ্গে হামাসের ধ্বংসাত্মক হামলার জবাবে ইসরায়েলের আত্মরক্ষা করার অধিকার রয়েছে—কথাটির পুনরাবৃত্তি করে ডাচ সরকার বলেছে, তবে অবশ্যই এই পাল্টা হামলার মাত্রা সমানুপাতিক ও যুদ্ধের আন্তর্জাতিক নিয়মের মধ্যে হতে হবে।

ডাচ বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন মন্ত্রী লিজে শ্রেইনেমাচার এক চিঠিতে সংসদকে বলেছেন, বেসামরিক বা মানবিক সহায়তা কর্মীরা কখনোই সহিংসতার লক্ষ্য হওয়া উচিত নয় এবং মানবিক সহায়তার সুযোগ অসীম হওয়া উচিত।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর আগে থেকেই গাজায় পানির সংকট এতটাই বেশি যে গাজাবাসী দীর্ঘদিন ধরেই তাদের দৈনন্দিন জীবনে প্রতিদিন যে পরিমাণ পানি প্রয়োজন তা পাচ্ছে না। প্রত্যেক ইসরায়েলি যেখানে প্রতিদিন ২৪০ থেকে ৩০০ লিটার পানি ব্যবহার করে, সেখানে গাজাবাসী প্রতিদিন পানি ব্যবহার করছে মাত্র ৮৩ দশমিক ১ লিটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত