Ajker Patrika

স্পেন–পর্তুগালে ব্ল্যাকআউট: চাহিদার বেশি সৌরবিদ্যুৎ উৎপাদনই কি কারণ

অনলাইন ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১২: ৫২
পর্তুগালের বাসস্টপে আটকে পড়েছেন যাত্রীরা। ছবি: এএফপি
পর্তুগালের বাসস্টপে আটকে পড়েছেন যাত্রীরা। ছবি: এএফপি

স্পেন ও পর্তুগালে একযোগে স্মরণকালের সবচেয়ে বড় বিদ্যুৎ-বিভ্রাট ঘটেছে। তবে কোনো কারণ এখনো জানা যায়নি। এর পেছনে কোনো ধরনের নাশকতার আশঙ্কা উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এবং পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন, ‘এখন পর্যন্ত কোনো সাইবার হামলার ইঙ্গিত পাওয়া যায়নি। বিদ্যুৎ-বিভ্রাটের আসল কারণ অনুসন্ধান করছে স্পেন ও পর্তুগালের বিদ্যুৎ গ্রিড অপারেটররা।’ তবে সৌর ও বায়ুবিদ্যুতের অতিরিক্ত উৎপাদন নিয়ে অনেক দিন ধরেই সতর্ক করে আসছিলেন বিশেষজ্ঞরা।

এটিকে স্মরণকালের সবচেয়ে বড় বিদ্যুৎ-বিভ্রাট হিসেবে অভিহিত করা হচ্ছে। আলজাজিরার তথ্যমতে, স্পেন কর্তৃপক্ষ বলছে, দেশটির ইতিহাসে এমন বিদ্যুৎ-বিভ্রাট এটিই প্রথম।

গতকাল সোমবার স্পেনের স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে এবং পর্তুগালে স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটে পুরো আইবেরিয়ান দ্বীপপুঞ্জ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। আলজাজিরার তথ্যমতে, এই বিভ্রাটের কবলে পড়ে স্পেনের মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, গ্যালিসিয়া, আলিকান্তে, মুরসিয়া, জারাগোজা, আবিলাসহ বড় বড় শহর। তবে ক্যানারি দ্বীপপুঞ্জ ও বালিয়াড়িক দ্বীপপুঞ্জ এই বিভ্রাটের বাইরে ছিল। পর্তুগালে রাজধানী লিসবন ও বাণিজ্যনগরী পোর্তো এই বিভ্রাটের কবলে পড়ে। এ ছাড়া ফ্রান্সের বাস্ক অঞ্চলের কিছু অংশ স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ-বিচ্ছিন্ন ছিল। ফরাসি বিদ্যুৎ সরবরাহ সংস্থা জানিয়েছে, সেখানে বিভ্রাট মাত্র কয়েক মিনিট স্থায়ী হয়েছিল। মরক্কোতে ইন্টারনেট পরিষেবা ব্যাহত হয় এই বিভ্রাটের কারণে। মূলত ফ্রান্সের সঙ্গে নেটওয়ার্ক সংযোগের ওপর নির্ভর করায় সেখানে সাময়িকভাবে ইন্টারনেট সংযোগে বিঘ্ন ঘটে বলে জানা গেছে।

এই বিভ্রাটের কারণে ব্যাপকভাবে বিঘ্নিত হয় জনজীবন। স্পেনের মাদ্রিদে শহরজুড়ে বিভিন্ন স্থানে প্রায় ২০০ লিফট আটকে পড়ে। আটকে পড়াদের বেশির ভাগই শ্বাসকষ্ট এবং অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শহরজুড়ে প্রায় ১৬৭টি জরুরি সেবা দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। বিদ্যুৎ-বিভ্রাটে পানি ও খাবারের সংকট দেখা দিতে পারে—এই আতঙ্কে প্রয়োজনের অতিরিক্ত মজুত করতে দোকানগুলোতে ভিড় করছিল বাসিন্দারা।

বিদ্যুৎ-বিভ্রাটের কারণে স্থগিত করা হয় মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টও। খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তাজনিত কারণে খেলা স্থগিত বলে জানান আয়োজকেরা।

পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো জানান, প্রাথমিক সব তথ্যই ইঙ্গিত করছে যে বিভ্রাটের সূত্রপাত স্পেনে। তবে এখনো প্রকৃত কারণ নিশ্চিত করেনি কেউ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস বলেন, এই বিভ্রাটের পেছনে সম্ভাব্য যে কারণগুলো থাকতে পারে, তার কোনোটিই এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর পাশাপাশি সবাইকে যেকোনো ধরনের গুজবে বিশ্বাস করা ও ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

ইউরোপীয় ইউনিয়নের সাইবার নিরাপত্তা সংস্থা ইএনআইএসএ বলছে, প্রাথমিকভাবে যেসব তথ্য পাওয়া গেছে তা থেকে ধারণা করা হচ্ছে, গ্রিডলাইনে ত্রুটির কারণেই এই বিভ্রাট ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, সম্প্রতি অতিরিক্ত সৌরবিদ্যুৎ উৎপাদন নিয়ে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। তাঁদের ভাষ্য ছিল—অতিরিক্ত সৌরবিদ্যুৎ উৎপাদন গ্রিডকে অস্থিতিশীল করতে পারে। এপ্রিলের শুরুতে বেলজিয়ামের বিদ্যুৎ গ্রিড কর্তৃপক্ষও এ ধরনের ঝুঁকির বিষয়ে সতর্ক করেছিল।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে স্পেনে বিদ্যুতের দামে রেকর্ড পতন হয়েছে। এর কারণ মূলত গ্রিডে অতিরিক্ত সৌর ও বায়ুবিদ্যুৎ যোগ হওয়া। তবে এত দিন অতিরিক্ত সরবরাহ কোনো বড় বিভ্রাট তৈরি করেনি।

স্পেনের গ্রিড অপারেটর জানিয়েছে, সোমবার বিকেল নাগাদ দেশটির উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ ফিরেছে। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, মাঝারি ও দূরপাল্লার ট্রেন চলাচল শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। গ্রিড অপারেটর রেড ইলেক্ট্রিকা ধারণা করছে, বিদ্যুৎ সরবরাহ পুরোপুরিভাবে সচল হতে ছয় থেকে দশ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে স্পেনের স্বাভাবিক বিদ্যুৎ ব্যবহারের ৫০ শতাংশেরও বেশি পুনরুদ্ধার হয়েছে।

পর্তুগালেও স্বাভাবিক হতে শুরু করেছে বিদ্যুৎ সরবরাহ। দেশটির গ্রিড অপারেটর আরইএন জানিয়েছে, ক্যাস্তেলো দো বোদে জলবিদ্যুৎ কেন্দ্র ও তাপবিদ্যুৎ কেন্দ্র তাপাদা দো আউতেরো ফের উৎপাদন শুরু করেছে। এই কেন্দ্রগুলো চালু হওয়ায় প্রথমে নিকটবর্তী এলাকাগুলোতে এবং পরে আরও বিস্তৃত অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ফিরতে শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত