Ajker Patrika

রুশনারা আলীর পদত্যাগ দাবিতে লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০১: ৩৪
Thumbnail image

লন্ডনের বেনথাল গ্রিন অ্যান্ড বাউ পার্লামেন্টারি আসনের এমপি বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর পদত্যাগ চেয়ে তাঁর অফিসের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার বিরোধী দল লেবার পার্টি থেকে নির্বাচিত এই এমপির বিরুদ্ধে বিক্ষোভকারীরা সমবেত হন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডনের বহুল পরিচিত বাংলাদেশি ও ভারতীয় নাগরিক অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে অবস্থিত রুশনারা আলীর অফিসের সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। এ সময় তাঁরা ‘পদত্যাগ চাই’, ‘লজ্জা, লজ্জা’ বলে স্লোগান দেন। গাজায় যুদ্ধবিরতি চেয়ে ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির উত্থাপিত প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ায় তাঁর পদত্যাগ দাবি করেন। 

ওই বিক্ষোভে প্রায় দুই শতাধিক লোক রুশনারা আলীর অফিসের সামনে প্রতিবাদ করেন। বিক্ষোভকারীরা বলতে থাকেন যে রুশনারা আলী ইসরায়েলের সহিংসতার নিন্দা করার সুযোগ পেয়েও তা হেলায় হারিয়েছেন। 

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। ছবি: এক্সপরে অবশ্য রুশনারা আলী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানান যে তিনি দীর্ঘদিন ধরে একটি যুদ্ধবিরতির পক্ষে কথা বলে আসছেন। কিন্তু তারপরও কেন তিনি ভোট দেওয়া থেকে বিরত ছিলেন তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বাস্তবতা হল এই প্রস্তাবটি যুদ্ধবিরতি নিশ্চিত করে না এবং এই প্রস্তাব কোনো যুদ্ধবিরতিও আনবে না।

এদিকে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় এখনো চলছে ইসরায়েলের নির্বিচার বিমান হামলা। পাশাপাশি চলছে স্থল অভিযানও। এরই মধ্যে ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারিয়েছে অন্তত ১৩ হাজার ৩ শতাধিক মানুষ। এই অবস্থায় হামাস জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সন্নিকটে।

গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন আজ মঙ্গলবার। পরে তিনি তাঁর টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, ‘আমরা একটি যুদ্ধবিরতির খুব সন্নিকটে।’ রয়টার্সের কাছে পাঠানো এক বিবৃতিতেও তিনি বিষয়টি জানিয়েছেন। ওই বিবৃতিতে বলা হয়েছে, কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যে আলোচনা চলছিল তাতে হামাস সায় দিয়েছে।

ইসমাইল হানিয়ার ওই বিবৃতিতে আর বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি। তবে হামাসের শীর্ষস্থানীয় এক নেতা আল-জাজিরাকে জানিয়েছেন, মূলত এই যুদ্ধবিরতি কত দিন স্থায়ী হবে, ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার বিনিময়ে গাজায় কী পরিমাণ এবং কীভাবে সহায়তা পাঠানো হবে একই সঙ্গে ইসরায়েলে ফিলিস্তিনি বন্দীদের মুক্ত করার বিষয়গুলো আলোচিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত