অনলাইন ডেস্ক
এবার ইরানের তৈরি ‘কামিকাজে ড্রোন’ দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়া। তবে এই হামলায় হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাতে এই হামলা হয়েছে বলে বার্তা সংস্থা এপির বরাত দিয়ে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ।
গত সপ্তাহে রাশিয়া-ক্রিমিয়া সংযোগ সেতুতে হামলা হওয়ার পর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে ইউক্রেনজুড়ে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। গত সোমবার থেকে অব্যাহতভাবে ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও কামান হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। শুধু সোমবারেই অন্তত ১৫টি শহরে ঘণ্টাব্যাপী বোমাবর্ষণ করেছে রাশিয়া। হামলার কারণে রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে।
এ ছাড়া মঙ্গলবার সেতুতে হামলার ঘটনায় রাশিয়ার কর্তৃপক্ষ আটজনকে গ্রেপ্তার করেছে, যদিও এই অভিযানে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইউক্রেন।
ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলায় কিয়েভের পশ্চিমাঞ্চলীয় শহর মাকারিভে কয়েকটি সরকারি অবকাঠামো বিধ্বস্ত হয়েছে। কিয়েভের পুলিশপ্রধান আন্দ্রে নেবিতোভ বলেছেন, গতকাল রাতভর রুশ সেনারা মাকারিভে বোমাবর্ষণ করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমশেঙ্কো বলেছেন, ‘গুরুত্বপূর্ণ সরকারি ভবনে কামিকাজ়ে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। গত সপ্তাহেও ইরানের তৈরি শহীদ-১৩৬ ড্রোন দিয়ে হামলা করেছে রাশিয়া।’
তবে রাশিয়াকে ড্রোন সরবরাহ করার কথা অস্বীকার করেছে ইরান। ক্রেমলিন কোনো মন্তব্য করেনি।
ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, দক্ষিণাঞ্চলে ছয়টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এসব ড্রোন যে ইরানের তৈরি, তা তারা নিশ্চিত।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব নির্বিচার হামলার জন্য রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, রুশ বাহিনী আবাসিক ভবন, পার্ক এমনকি শিশুদের খেলার মাঠেও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এসব হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে নিন্দা করেছেন এবং পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করার আহ্বান জানিয়েছেন।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপ ও তার মিত্রদের জন্য অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা অস্ত্র কিনতে চাপ দিচ্ছে জার্মানি ও ন্যাটো। সম্ভাব্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মধ্যে রয়েছে ইসরায়েলের তৈরি অ্যারো ৩ সিস্টেম, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং জার্মানির আইআরআইএস-টি প্ল্যাটফর্ম।
রুশ বাহিনীর অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও ইউক্রেনের সেনারা রাশিয়ার দখল করা অঞ্চল থেকে রুশ সেনাদের পিছিয়ে দিতে চেষ্টা করছে এবং গত দুই সপ্তাহে বেশ কিছু অঞ্চল পুনর্দখল করেছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করার পর ন্যাটোর নেতৃত্বাধীন মিত্ররা ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে।
এবার ইরানের তৈরি ‘কামিকাজে ড্রোন’ দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়া। তবে এই হামলায় হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। গতকাল বৃহস্পতিবার রাতে এই হামলা হয়েছে বলে বার্তা সংস্থা এপির বরাত দিয়ে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজ।
গত সপ্তাহে রাশিয়া-ক্রিমিয়া সংযোগ সেতুতে হামলা হওয়ার পর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে ইউক্রেনজুড়ে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। গত সোমবার থেকে অব্যাহতভাবে ইউক্রেনের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও কামান হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। শুধু সোমবারেই অন্তত ১৫টি শহরে ঘণ্টাব্যাপী বোমাবর্ষণ করেছে রাশিয়া। হামলার কারণে রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে।
এ ছাড়া মঙ্গলবার সেতুতে হামলার ঘটনায় রাশিয়ার কর্তৃপক্ষ আটজনকে গ্রেপ্তার করেছে, যদিও এই অভিযানে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইউক্রেন।
ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোন হামলায় কিয়েভের পশ্চিমাঞ্চলীয় শহর মাকারিভে কয়েকটি সরকারি অবকাঠামো বিধ্বস্ত হয়েছে। কিয়েভের পুলিশপ্রধান আন্দ্রে নেবিতোভ বলেছেন, গতকাল রাতভর রুশ সেনারা মাকারিভে বোমাবর্ষণ করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপপ্রধান কিরিলো টিমশেঙ্কো বলেছেন, ‘গুরুত্বপূর্ণ সরকারি ভবনে কামিকাজ়ে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। গত সপ্তাহেও ইরানের তৈরি শহীদ-১৩৬ ড্রোন দিয়ে হামলা করেছে রাশিয়া।’
তবে রাশিয়াকে ড্রোন সরবরাহ করার কথা অস্বীকার করেছে ইরান। ক্রেমলিন কোনো মন্তব্য করেনি।
ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, দক্ষিণাঞ্চলে ছয়টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এসব ড্রোন যে ইরানের তৈরি, তা তারা নিশ্চিত।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব নির্বিচার হামলার জন্য রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ আখ্যা দিয়েছেন। তাঁর অভিযোগ, রুশ বাহিনী আবাসিক ভবন, পার্ক এমনকি শিশুদের খেলার মাঠেও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ এসব হামলাকে ‘যুদ্ধাপরাধ’ বলে নিন্দা করেছেন এবং পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করার আহ্বান জানিয়েছেন।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউরোপ ও তার মিত্রদের জন্য অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা অস্ত্র কিনতে চাপ দিচ্ছে জার্মানি ও ন্যাটো। সম্ভাব্য আকাশ প্রতিরক্ষা অস্ত্রের মধ্যে রয়েছে ইসরায়েলের তৈরি অ্যারো ৩ সিস্টেম, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং জার্মানির আইআরআইএস-টি প্ল্যাটফর্ম।
রুশ বাহিনীর অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও ইউক্রেনের সেনারা রাশিয়ার দখল করা অঞ্চল থেকে রুশ সেনাদের পিছিয়ে দিতে চেষ্টা করছে এবং গত দুই সপ্তাহে বেশ কিছু অঞ্চল পুনর্দখল করেছে।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করার পর ন্যাটোর নেতৃত্বাধীন মিত্ররা ইউক্রেনকে উন্নত আকাশ প্রতিরক্ষা অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী কানাডা ও মেক্সিকো তাদের পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক শুল্ক আরোপের কঠোর সমালোচনা করেছে। ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়ানো হয়েছে, যা তাৎক্ষণিকভাবে বেইজিং
১৭ মিনিট আগেদুই মাস ধরে টেক মোগল ইলন মাস্ক জার্মানির উগ্র ডানপন্থী দল ‘অলটারনেটিভ ফর জার্মানি’কে (এএফডি) সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রকাশ্যে সমর্থন দিয়েছেন। তিনি দলটির পক্ষে প্রচারণার জন্য ৭০টির বেশি পোস্ট দিয়েছেন। তাঁর ২১৯ মিলিয়ন ফলোয়ারকে বলেছেন, এই দলই জার্মানির ‘একমাত্র ভরসা’।
১ ঘণ্টা আগেহলিউড তারকা জিন হ্যাকম্যান ও তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার রহস্যময় মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। নিউ মেক্সিকোর সান্তা ফেতে নিজেদের বিলাসবহুল বাড়ি থেকে গত ২৬ ফেব্রুয়ারি তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহ পাওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে তাঁদের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগেইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।
১ ঘণ্টা আগে