Ajker Patrika

ইউরোপে চলমান দাবানলের শেষ কোথায়

আপডেট : ১১ আগস্ট ২০২১, ০৩: ৪২
ইউরোপে চলমান দাবানলের শেষ কোথায়

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ইউরোপকে যেন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলেছে। তুরস্ক, গ্রিস, ইতালি ও রাশিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে বনের পর বন। বিপর্যস্ত হয়ে পড়েছে জীব বৈচিত্র্য। 

দক্ষিণ অঞ্চলে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা দেখা গেছে। তাপমাত্র বেড়ে যাওয়ায় এই অঞ্চলে দাবানলে বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। এরই মধ্যে গ্রিস, তুরস্ক ও ইতালিতে ১২ মারা গেছেন। দাবানলের ভয়াবহতা উপলব্ধি করে গত সোমবার জাতিসংঘ জানিয়েছে, বৈশ্বিক উষ্ণতা আশঙ্কার চেয়ে দ্রুত গতিতে বাড়ছে। ফলে ভবিষ্যতে ভয়াবহ দাবানলের মুখে পড়বে বিশ্ব। 

গ্রিসের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ এভিয়ার বাসিন্দারা সপ্তম দিনের মতো দাবানলের মুখোমুখি হয়েছে। গ্রিসে এক সপ্তাহে ৫৮৬টি দাবানলের ঘটনা ঘটেছে। হাজার হাজার মানুষ হয়েছেন গৃহহীন। 

ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনতে না পারায় গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস জাতির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, 'বাড়িঘর ও সম্পদ পুড়ে যাওয়া মানুষের কষ্ট আমি বুঝি। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারার কারণ খুঁজে বের করা হবে। আর যেখানে অগ্নিনির্বাপককর্মী প্রয়োজন হবে সেখানে তাদের দায়িত্ব দেওয়া হবে।' 

এ দিকে ইতালির আবহাওয়া দপ্তর গত সোমবার জানিয়েছে, দেশে তাপমাত্র ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। ফলে দেশের বিভিন্ন অংশে দাবানলের ঘটনা ঘটতে পারে। ফলে সতর্ক থাকতে হবে। 

গত জুন মাস থেকে ইতালিতে ৪৪ হাজার ৪৪২টি দাবানলের ঘটনা ঘটেছে। যা গত বছরের চেয়েছে ২৬ হাজার বেশি। 

দাবানলের হাত থেকে রেহাই পায়নি রাশিয়াও। নাসার স্যাটেলাইট সাইবেরিয়া অঞ্চলে দাবানলের ভয়াবহ চিত্র দেখা গেছে। দাবানলের ধোঁয়া ৩০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে উত্তর মেরুতে পৌঁছে গেছে বলে দেশটির আবহাওয়া পর্যবেক্ষণ দপ্তর জানিয়েছে। 

এ ছাড়া গত দুই সপ্তাহে, তুরস্কের ভূমধ্যসাগরের এবং এজিয়ান প্রদেশের হাজার হাজার হেক্টর বনভূমি দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে। দেশটিতে আগুনে পুড়ে আটজন মারা গেছেন এবং পর্যটক সহ হাজার হাজার মানুষকে ওই অঞ্চল থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

এলাকার খবর
Loading...