Ajker Patrika

মারিউপোল থেকে সরানো হয়েছে ৫ শতাধিক বেসামরিক নাগরিককে

আপডেট : ০৬ মে ২০২২, ১৪: ৫৮
মারিউপোল থেকে সরানো হয়েছে ৫ শতাধিক বেসামরিক নাগরিককে

ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলে অবরুদ্ধ হয়ে থাকা আরও পাঁচ শতাধিক বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার জাতিসংঘের সহায়তায় তাদের সরিয়ে নেওয়া হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট অফিসের প্রধান কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। 

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, অবরুদ্ধ ইস্পাত কারখানা আজভস্টালে আটকে পড়া বেশ কয়েকজন বেসামরিক লোকসহ শহর মারিউপোল থেকে আরও পাঁচ শতাধিক বেসামরিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে। জাতিসংঘের সহায়তায় এই কার্যক্রম চালানো হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্টের অফিসের প্রধান কর্মকর্তা আন্দ্রে ইয়ারমাক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পাঠানো এক ভিডিও বার্তায় বিষয়টিকে ‘একটি জটিল অভিযান’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘ইউক্রেন তার বেসামরিক নাগরিক ও সামরিক বাহিনীকে রক্ষা করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে।’ এ সময় তিনি সাহায্যের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান। 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জানিয়েছিলেন, আজভস্টাল থেকে আটকে পড়া জনগণকে উদ্ধারের পরবর্তী ধাপ চলছে। 

এদিকে, মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে কথা বলতে গিয়ে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুক বলেছেন, ‘শুক্রবার মারিউপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার যে কর্মতৎপরতা চলবে, তার মূল লক্ষ্য থাকবে আজভস্টাল স্টিল কারাখানায় আটকে পড়াদের ওপর।’ 

বার্তা সংস্থা এএফপিকে ভেরেশ্চুক বলেছেন, ‘আজ আমরা আজভস্টালের দিকেই মনোনিবেশ করব। কার্যক্রম শুরু হচ্ছে। আমরা এর সফলতার জন্য প্রার্থনা করছি।’ 

এর আগে গত বৃহস্পতিবার ভেরেশ্চুক জানিয়েছিলেন, মারিউপোল থেকে জাপোরিঝিয়ায় আটকে থাকা নাগরিকদের সরিয়ে নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত