Ajker Patrika

২০ বছর ক্ষমতায় থাকা একে পার্টির স্থানীয় নির্বাচনে ভরাডুবি, ‘সংশোধনের’ ইঙ্গিত এরদোয়ানের

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ২০: ৫৭
Thumbnail image

তুরস্কের স্থানীয় নির্বাচনে বিরোধীদের উত্থানটা বেশ চমকপ্রদ হয়েছে। বিশেষ করে দেশটির ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলের মেয়র পদে নির্বাচিত হওয়া একরেম ইমামোগুলুকে এরদোয়ানের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী ভাবছেন অনেকে। এই অবস্থায় পরিবর্তন আনার প্রতিজ্ঞা করেছেন এরদোয়ান। তিনি বলেছেন, যেসব ভুল তাঁর দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিকে পরাজয়ের দিকে নিয়ে গেছে সেগুলো তিনি সংশোধন করবেন।

তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়েছে, তুরস্কের ৮২টি অঞ্চলের মধ্যে এরদোয়ানের একে পার্টি জিতেছে মাত্র ২৪টি অঞ্চলে। বাকি অঞ্চলগুলোর বেশির ভাগই গেছে এরদোয়ান বিরোধী শিবিরে। যদিও প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্ট বা সিএইচপি পেয়েছে ৩৭ দশমিক ৭৬ শতাংশ ভোট। আর এরদোয়ানের একে পার্টি পেয়েছে ৩৫ দশমিক ৪৮ শতাংশ ভোট।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, এবারের নির্বাচনে বিরোধীরা মূলত তুরস্কের অর্থনৈতিক দুর্দশা ও ইসলামপন্থীদের পৃথক হিসেবে প্রদর্শন করে তুর্কিদের বড় একটি অংশের ভোট জিতে নিয়েছে। এই অবস্থায় এরদোয়ানের সংবিধান সংশোধনের যে পরিকল্পনা তা বাস্তবায়িত নাও হতে পারে।

বিশ্লেষকেরা বলছেন, গতকাল রোববারে অনুষ্ঠিত হয়ে যাওয়া স্থানীয় নির্বাচনের হার এরদোয়ানের ২০ বছরের ক্ষমতায় থাকার সময়ে সবচেয়ে বড় পরাজয়। এই নির্বাচন বিরোধীদের শক্তিশালী করার পাশাপাশি ইস্তাম্বুলের নবনির্বাচিত মেয়র একরেম ইমামোগুলুকে এরদোয়ানের শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির করেছে। বিশ্লেষকেরা বলছেন, তুরস্কে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং প্রায় ৭০ শতাংশের কাছাকাছি মূল্যস্ফীতির কারণে ভোটারেরা তাঁর দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

এই অবস্থায় তুরস্কের সংবিধান সংশোধনে এরদোয়ানের যে পরিকল্পনা তা ভেস্তে দিতে পারে। এরদোয়ান মূলত ২০২৮ সালের পরও তাঁর ক্ষমতায় থাকা নির্বিঘ্ন করতেই এই সংশোধনী আনতে চান। যদিও পার্লামেন্টে এরদোয়ান ও তাঁর মিত্রদের প্রাধান্য আছে তবে স্থানীয় পর্যায়ে বিরোধীদের উত্থান সংবিধান সংশোধনীর বিষয়টিকে অবশ্যই চাপে ফেলবে। বিশেষ করে, যদি সংবিধান সংশোধনের জন্য গণভোটের আয়োজন করতে হয় সে ক্ষেত্রে এরদোয়ানের মনোবাঞ্ছা পূরণ নাও হতে পারে।

সম্ভবত, এই নির্বাচনে হারের পর এরদোয়ান ভোটারদের আস্থায় নিতেই কৌশল বদলানোর ইঙ্গিত দিচ্ছেন। আর তাই আজ সোমবার আঙ্কারায় একে পার্টির প্রধান কার্যালয়ে এরদোয়ান বলেছেন, ‘এটি আমাদের যাত্রার শেষ নয় বরং এটি আমাদের জন্য একটি টার্নিং পয়েন্ট।’

এরদোয়ান বলেন, ‘আমরা যদি কোনো ভুল করে থাকিই, তা আমরা ঠিক করে নেব।’ তবে এরদোয়ান ঠিক কী সংশোধন করতে চান সে বিষয়ে কোনো নির্দেশনা দেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত