Ajker Patrika

সুইডেনের ন্যাটোর সদস্যপদ নিয়ে বেঁকে বসলেন এরদোয়ান 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১১: ০০
Thumbnail image

সুইডেনকে ন্যাটো সদস্যপদ পেতে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ‘সুইডেনের আমাদের সমর্থন পাওয়ার প্রত্যাশা করা উচিত নয়।’ সম্প্রতি স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ ও কোরআন পোড়ানোর ঘটনায় এমন মন্তব্য করেন তিনি। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরু হওয়ার পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে আবেদন করে সুইডেন। তবে সাম্প্রতিক ইসলামবিদ্বেষী বিক্ষোভ জোটে সুইডেনের সদস্যপদ পাওয়া নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি করেছে।

তুরস্ক আগে থেকেই ন্যাটোর সদস্য হওয়ায় অন্য দেশকে জোটে যোগদানে বাধা দেওয়ার এখতিয়ার রাখে। সোমবার (২৩ জানুয়ারি) তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘ন্যাটোর সদস্যপদের জন্য সুইডেনের আমাদের সমর্থন পাওয়ার আশা করা উচিত হবে না। যারা আমাদের দূতাবাসের সামনে ওই ধরনের অসম্মানজনক কাজ করেছে, তারা কোনো ধরনের সহায়তা পাবে না।’

বিক্ষোভের অনুমতি দেওয়ায় সুইডিশ সরকারের সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য দাবি করে এরদোয়ান বলেন, কোনো ধর্মীয় বিশ্বাসকে অপমান করার অধিকার কারও নেই।

ইস্তাম্বুলে সুইডেন দূতাবাসের সামনে রাসমুস পালুদানের ছবি পোড়ান বিক্ষোভকারীরারাজধানী স্টকহোমে গত শনিবার উগ্রপন্থী সুইডিশ রাজনীতিবিদ রাসমুস পালুদানকে তুরস্কের দূতাবাসের সামনে বিক্ষোভ করার অনুমতি দেয় সুইডেন। আর সেখানেই বিক্ষোভের নামে কোরআন পোড়ান উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা রাসমুস পালুদান। এর আগে গত বছরের এপ্রিলে মুসলিমদের পবিত্র রমজান মাসে পালুদানের কোরআন পোড়ানোর ঘোষণায় সুইডেনজুড়ে দাঙ্গার সৃষ্টি হয়েছিল।

শনিবার পালুদান একটি লাইটার দিয়ে ধর্মীয় গ্রন্থ আল কোরআনে আগুন ধরিয়ে দেন। এর আগে তিনি সুইডেনে ইসলাম ও অভিবাসনের সমালোচনা করে বক্তৃতা করেন। এ সময় পুলিশ তাঁকে ঘিরে রাখে। এ ঘটনার প্রতিবাদে তুরস্কের ইস্তাম্বুলে সুইডেন দূতাবাসের সামনে বিক্ষোভ করেন অনেকে। এ সময় রাসমুস পালুদানের ছবি পোড়ান বিক্ষোভকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত