Ajker Patrika

রাশিয়ায় ক্যাফেতে আগুন, নিহত ১৩ 

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৪: ৫০
রাশিয়ায় ক্যাফেতে আগুন, নিহত ১৩ 

রাশিয়ার কস্ত্রোমা শহরে একটি ক্যাফেতে অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে ওই ক্যাফেতে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ওই অঞ্চলের গভর্নর সের্গেই সিতনিকভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, ‘প্রাথমিক তথ্য অনুসারে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে।’ আহতদের বিষয়ে তিনি বলেন, কারও অবস্থা আশঙ্কাজনক নয় এবং কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি।

রাশিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের কস্ত্রোমা শহরটির ওই ক্যাফের আগুন স্থানীয় সময় আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আনা হয়। এরই মধ্যে ক্যাফেটি যে ভবনে অবস্থিত সেখানকার আড়াই শতাধিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

আগুন নেভানোর বিষয়টি নিশ্চিত করে গভর্নর সিতনিকভ আরও জানিয়েছেন, পলিগন নামের ওই ক্যাফের আগুন আজ সকাল সাড়ে ৭টা নাগাদ নিভিয়ে ফেলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত