Ajker Patrika

ডাচ প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ইসলাম-বিদ্বেষী নেতার ইস্তফা

ডাচ প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে ইসলাম-বিদ্বেষী নেতার ইস্তফা

২০২৩ সালের পার্লামেন্ট নির্বাচনে নিজ দলের নাটকীয় বিজয় সত্ত্বেও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ালেন ইসলাম-বিদ্বেষী জনতুষ্টিবাদী নেতা গির্ট ওয়াইল্ডার্স। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রিডম পার্টির (পিভিভি) নেতা গির্ট ওয়াইল্ডার্স লিখেছেন, ‘জোটের সব দল যদি সমর্থন দেয় তবেই আমি প্রধানমন্ত্রী হতে পারব। তবে এটা হচ্ছে না।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

গত বছর সবচেয়ে বেশি ভোটে জিতেছে গির্ট ওয়াইল্ডার্সের ফ্রিডম পার্টি (পিভিভি)। তবে জোট গঠনের জন্য অন্যান্য দলের সমর্থন প্রয়োজন দলটির। নতুন সরকার গঠন নিয়ে আরও তিনটি দলের সঙ্গে আলোচনা চলছে। গত মঙ্গলবার শেষ হওয়া সর্বশেষ দফা আলোচনার প্রতিবেদন আজ বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে পেশ করার কথা রয়েছে গির্ট ওয়াইল্ডার্সের।

গতকাল বুধবার সন্ধ্যায় এক পোস্টে তিনি বলেন, ‘আমি একটি ডানপন্থী মন্ত্রিসভা চাই। আশ্রয় এবং অভিবাসনের অনুমোদন কম দেবে সেই মন্ত্রিসভা। অগ্রাধিকারে থাকবে ডাচরা। আমার দেশ এবং ভোটারের প্রতি ভালোবাসা আমার নিজের অবস্থানের চেয়ে গুরুত্বপূর্ণ।’

গত কয়েক মাস ধরেই মধ্য-ডানপন্থী দল ভিভিডি, নিউ সোশ্যাল কন্ট্রাক্ট (এনএসসি) এবং বিবিবি ফারমার্স পার্টির সঙ্গে জোট গঠনের উদ্দেশ্যে আলোচনা চালিয়ে আসছেন ৬০ বছর বয়সী ইসলাম-বিদ্বেষী নেতা গির্ট ওয়াইল্ডার্স।

নেদারল্যান্ডসের সরকারি সম্প্রচারমাধ্যম এনওএস জানিয়েছে, এই তিন রাজনৈতিক দলের নেতারা এই সপ্তাহে জোর দিয়ে বলেছিলেন যে, চার দলের নেতারা সরকারে ভূমিকা পালন না করার ব্যাপারে রাজি হলেই কেবল তারা জোট গঠনের ব্যাপারে অগ্রসর হবেন।

প্রধানমন্ত্রীর পদের জন্য সমঝোতা হবে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। আজ বৃহস্পতিবার বিষয়টি নিয়ে দেশটির পার্লামেন্টে বিতর্ক হওয়ার কথা রয়েছে।

গত বছরের নির্বাচনে পিভিভির জয় শুধু ডাচ রাজনীতিকেই নাড়া দেয়নি, বরং ইউরোপ জুড়েও দেখা গেছে এর প্রতিক্রিয়া। কারণ, নেদারল্যান্ডস ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।

অন্যদিকে, ইসলাম বিদ্বেষী হিসেবে বহুল পরিচিত গির্ট ওয়াইল্ডার্স। রাজনৈতিক ক্যারিয়ারে অসংখ্যবার নেদারল্যান্ডসে ইসলাম ধর্ম নিষিদ্ধ করার দাবি করে বিতর্ক তৈরি করেছিলেন তিনি। মহানবী (সা.)-কে নিয়ে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যকেও করেছিলেন সমর্থন।

বছরের পর বছর ইসলাম নিয়ে বিরূপ মন্তব্যের জন্য একাধিকবার মৃত্যুর হুমকিও পেয়েছেন গির্ট ওয়াইল্ডার্স। তার বিরুদ্ধে ফতোয়া জারির হুঁশিয়ারিও দিয়েছেন মুসলিম ধর্মগুরুরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত