Ajker Patrika

২৮ লাখ ইউক্রেনীয় শরণার্থী হয়েছেন: আইওএম

২৮ লাখ ইউক্রেনীয় শরণার্থী হয়েছেন: আইওএম

ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ২৮ লাখ মানুষ দেশটি ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। সোমবার জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। 

আইওএম এক টুইটে জানিয়েছে, ‘প্রতি মুহূর্তে প্রচুর মানুষ দেশত্যাগ করছে। তাঁদের নিরবচ্ছিন্ন সহায়তা প্রয়োজন।’ 

সিএনএনের এক প্রতিবেদন থেকে দেখা গেছে, এই ২৮ লাখ ইউক্রেনীয়দের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে। দেশটিতে প্রায় ১৭ লাখ ইউক্রেনীয় শরণার্থী রয়েছে। এর পরেই আছে হাঙ্গেরি। দেশটি প্রায় ২ লাখ ৫৫ হাজার ইউক্রেনীয়কে আশ্রয় দিয়েছে। স্লোভাকিয়ায় আশ্রয় নিয়েছে ২ লাখ ৫ হাজার ইউক্রেনীয়, মলদোভায় ১ লাখ ৭ হাজার, রোমানিয়ায় গেছেন প্রায় ৮৫ হাজার ইউক্রেনীয়। বেলারুশ তাঁদের দেশে আশ্রয় দিয়েছে ১০০০ ইউক্রেনীয়কে। আশ্চর্য বিষয় হলো, ইউক্রেনে ‘অভিযান’ চালানো দেশ রাশিয়াও প্রায় ১ লাখ ৩১ হাজার ইউক্রেনীয়কে আশ্রয় দিয়েছে। 

এ ছাড়া জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, শিশুদের ওপর এই যুদ্ধ মারাত্মক প্রভাব ফেলেছে। অন্তত ৭৫ লাখ শিশু এই যুদ্ধের দ্বারা সরাসরি প্রভাবিত হয়েছে। 
 
এ দিকে, কোনো ধরনের ফলাফলে পৌঁছানো ছাড়াই আগামী মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চতুর্থ দফা আলোচনাকে খুবই ‘জটিল’ বলে আখ্যা দিয়েছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত