ফ্রান্সের উত্তরাঞ্চলের শহর রুয়েনে ইহুদিদের একটি উপাসনালয়ে আগুন লাগিয়েছিলেন এক ব্যক্তি। সশস্ত্র সেই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ফরাসি পুলিশ। আজ শুক্রবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এবং স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স খবরটি দিয়েছে।
সামাজিক প্ল্যাটফরম এক্সে দেওয়া পোস্টে জেরাল্ড ডারমানিন বলেন, শুক্রবার ভোরে প্যারিসের ১৩০ কিলোমিটার (৮১ মাইল) উত্তর-পশ্চিমে মধ্য রুয়েনে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হামলাকারীর পরিচয় এবং ইহুদি উপাসনালয়ে আগুন লাগানোর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তাঁর কাছে একটি ছুরি ও লোহার রড ছিল। ছুরি নিয়ে তিনি পুলিশের দিকে এগোতে থাকলে তাঁকে গুলি করে পুলিশ।
দুই মাসের মধ্যে অলিম্পিক গ্রীষ্মকালীন গেমসের আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স। সম্প্রতি মধ্যপ্রাচ্য ও ইউরোপের পূর্ব প্রান্তে সৃষ্ট জটিল ভূরাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিতে সতর্কতা গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ স্তরে।
ফ্রান্সের কেন্দ্রীয় ইহুদি উপাসক সংস্থার প্রেসিডেন্ট এলি কোরচিয়া বলেছেন, পুলিশ আরেকটি ইহুদিবিদ্বেষী ট্র্যাজেডি এড়াতে পেরেছে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম ফ্রান্স থ্রি জানিয়েছে যে, ঘটনাস্থলে দমকলকর্মীরা রয়েছেন। রুয়েন সিটি হলের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
রুয়েনের মেয়র নিকোলাস মেয়ার রসিনাউল বলেন, নরম্যান্ডি শহর এ ঘটনায় বিধ্বস্ত ও হতবাক।
গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ শুরুর পর থেকে পশ্চিম ইউরোপের অন্যান্য জায়গার মতো ফ্রান্সেও ইহুদিবিদ্বেষ বেড়েছে।
এর আগে ২০১৬ সালে সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের হামলায় কেঁপে উঠেছিল রুয়েন শহর। তখন রুয়েনের দক্ষিণ অংশের সেঁত-এতিয়েন-দু-রুভরে শহরে উপাসনা পরিচালনার সময় এক পুরোহিতকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল।
ফ্রান্সের উত্তরাঞ্চলের শহর রুয়েনে ইহুদিদের একটি উপাসনালয়ে আগুন লাগিয়েছিলেন এক ব্যক্তি। সশস্ত্র সেই ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে ফরাসি পুলিশ। আজ শুক্রবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এবং স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স খবরটি দিয়েছে।
সামাজিক প্ল্যাটফরম এক্সে দেওয়া পোস্টে জেরাল্ড ডারমানিন বলেন, শুক্রবার ভোরে প্যারিসের ১৩০ কিলোমিটার (৮১ মাইল) উত্তর-পশ্চিমে মধ্য রুয়েনে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, হামলাকারীর পরিচয় এবং ইহুদি উপাসনালয়ে আগুন লাগানোর উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তাঁর কাছে একটি ছুরি ও লোহার রড ছিল। ছুরি নিয়ে তিনি পুলিশের দিকে এগোতে থাকলে তাঁকে গুলি করে পুলিশ।
দুই মাসের মধ্যে অলিম্পিক গ্রীষ্মকালীন গেমসের আয়োজন করতে যাচ্ছে ফ্রান্স। সম্প্রতি মধ্যপ্রাচ্য ও ইউরোপের পূর্ব প্রান্তে সৃষ্ট জটিল ভূরাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিতে সতর্কতা গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ স্তরে।
ফ্রান্সের কেন্দ্রীয় ইহুদি উপাসক সংস্থার প্রেসিডেন্ট এলি কোরচিয়া বলেছেন, পুলিশ আরেকটি ইহুদিবিদ্বেষী ট্র্যাজেডি এড়াতে পেরেছে।
স্থানীয় সম্প্রচারমাধ্যম ফ্রান্স থ্রি জানিয়েছে যে, ঘটনাস্থলে দমকলকর্মীরা রয়েছেন। রুয়েন সিটি হলের এক কর্মকর্তা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
রুয়েনের মেয়র নিকোলাস মেয়ার রসিনাউল বলেন, নরম্যান্ডি শহর এ ঘটনায় বিধ্বস্ত ও হতবাক।
গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ শুরুর পর থেকে পশ্চিম ইউরোপের অন্যান্য জায়গার মতো ফ্রান্সেও ইহুদিবিদ্বেষ বেড়েছে।
এর আগে ২০১৬ সালে সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের হামলায় কেঁপে উঠেছিল রুয়েন শহর। তখন রুয়েনের দক্ষিণ অংশের সেঁত-এতিয়েন-দু-রুভরে শহরে উপাসনা পরিচালনার সময় এক পুরোহিতকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল।
অবৈধ অভিবাসী আটকে দেশজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে মালয়েশিয়া। গত বুধবার পর্যন্ত দেশটিতে ২২ হাজার অবৈধ অভিবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন। গতকাল শুক্রবার মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আটক অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন ১৬৫ জ
৭ ঘণ্টা আগেনিউইয়র্ক শহরের ব্যস্ত রাস্তায় গত ক’দিন ধরে দেখা যাচ্ছে ব্যতিক্রমী এক দৃশ্য। ব্যস্ততম ম্যানহাটনের পথে পথে একটি বুনো টার্কি আপন মনে হাঁটছে, উড়ছে কিংবা ঘুরে বেড়াচ্ছে ছাদে ছাদে। এটি একটি নামও পেয়ে গেছে—অ্যাস্টোরিয়া। শহরের মানুষ অ্যাস্টোরিয়ার এমন সাহসিক অভিযানে এখন রীতিমতো অভিভূত।
৮ ঘণ্টা আগেপাকিস্তানের করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা করেছে উগ্র ইসলামপন্থীরা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শুক্রবার করাচির একটি মোবাইল মার্কেটের কাছে এ হামলার ঘটনা ঘটে। এর আগে উগ্রপন্থীরা এই সংখ্যালঘু সম্প্রদায়ের একটি উপাসনালয় ঘেরাও করে।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সিয়েরা নেভাদা পর্বতমালার নিচে পৃথিবীর ভূত্বক যে ধীরে ধীরে খসে পড়ছে বা খোসা ছাড়াচ্ছে, তার বিরল ও শক্তিশালী প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৪০ বছরের ভূমিকম্পের রেকর্ড ঘাঁটতে গিয়ে চাঞ্চল্যকর এই তথ্য সামনে আনেন ভূকম্পবিদ ডেবোরাহ কিলব।
৯ ঘণ্টা আগে