ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুটি আন্তর্জাতিক সংস্থা থেকে রাশিয়ার বহিষ্কার চেয়েছেন। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব তীব্র খাদ্য সংকটের মুখোমুখি দাঁড়িয়ে এবং এ জন্য রাশিয়াই দায়ী বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সময় বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিশ্ব তীব্র খাদ্য ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে জেলেনস্কি জাতিসংঘ ও বিশ্ব খাদ্য সংস্থা থেকে রাশিয়ার বহিষ্কার দাবি করেন। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো–অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের এক সম্মেলনে তিনি এই দাবি উত্থাপন করেন। তাঁর এই দাবি নানা কারণেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেননা জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশই বিশ্ব খাদ্য সংস্থার সদস্য।
জেলেনস্কি বলেছেন, ‘জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা–এফএও এর সদস্য হিসেবে রাশিয়ার থেকে যাওয়ার কোনো যৌক্তিকতাই নেই। সেখানে রাশিয়া থেকে কি করবে—যেখানে রাশিয়া নিজেই সরাসরি প্রায় ৪০ কোটি মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে পরোক্ষভাবে আরও কয়েকশ কোটি মানুষকে।’
ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য নিরাপত্তা তীব্র ঝুঁকির মুখে পড়তে পারে। এরই মধ্যে বিশ্বে ৪ কোটি ৭০ লাখ মানুষ এই পরিস্থিতিতে পড়েছে। এফএও এবং জাতিসংঘের হিসাব অনুসারে এ বছরের শেষ নাগাদ বিশ্বজুড়ে ৩২ কোটি ৩০ লাখ মানুষ তীব্র খাদ্য ঝুঁকির মুখে পড়বে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুটি আন্তর্জাতিক সংস্থা থেকে রাশিয়ার বহিষ্কার চেয়েছেন। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব তীব্র খাদ্য সংকটের মুখোমুখি দাঁড়িয়ে এবং এ জন্য রাশিয়াই দায়ী বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সময় বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিশ্ব তীব্র খাদ্য ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে জেলেনস্কি জাতিসংঘ ও বিশ্ব খাদ্য সংস্থা থেকে রাশিয়ার বহিষ্কার দাবি করেন। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো–অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের এক সম্মেলনে তিনি এই দাবি উত্থাপন করেন। তাঁর এই দাবি নানা কারণেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেননা জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশই বিশ্ব খাদ্য সংস্থার সদস্য।
জেলেনস্কি বলেছেন, ‘জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা–এফএও এর সদস্য হিসেবে রাশিয়ার থেকে যাওয়ার কোনো যৌক্তিকতাই নেই। সেখানে রাশিয়া থেকে কি করবে—যেখানে রাশিয়া নিজেই সরাসরি প্রায় ৪০ কোটি মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে পরোক্ষভাবে আরও কয়েকশ কোটি মানুষকে।’
ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য নিরাপত্তা তীব্র ঝুঁকির মুখে পড়তে পারে। এরই মধ্যে বিশ্বে ৪ কোটি ৭০ লাখ মানুষ এই পরিস্থিতিতে পড়েছে। এফএও এবং জাতিসংঘের হিসাব অনুসারে এ বছরের শেষ নাগাদ বিশ্বজুড়ে ৩২ কোটি ৩০ লাখ মানুষ তীব্র খাদ্য ঝুঁকির মুখে পড়বে।
প্রস্তাবনাটি ইরানের সংসদীয় কমিটিতে ইতিমধ্যে পাস হয়েছে। এর মাধ্যমে দেশটির জাতীয় মুদ্রা রিয়াল থেকে চারটি শূন্য বাদ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। দীর্ঘমেয়াদি মুদ্রাস্ফীতি মোকাবিলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
৮ ঘণ্টা আগেআফগানিস্তানের রাজধানী কাবুলের এক প্রান্তে অবস্থিত তালেবান অনুমোদিত নারীদের মাদ্রাসা নাজি-এ-বসরায় বসে কথা বলছিল মেয়েটি। মুখ ঢাকা, কণ্ঠ জড়ানো ভয় আর সংশয়ে। সহপাঠী আরেক মেয়ে তাকে নিচু স্বরে চুপ করায়। স্মরণ করিয়ে দেয়, তালেবান শাসনের সমালোচনা করা কতটা বিপজ্জনক!
৯ ঘণ্টা আগেআন্দিজ পর্বতের প্রায় ৩ হাজার মিটার উচ্চতায় বিস্তৃত ইকুয়েডরের মাকিজো দেল কাআস অঞ্চলটি একটি বিশেষ ধরনের পরিবেশ—যাকে বলা হয় প্যারামো। প্রাকৃতিক স্পঞ্জের মতো কাজ করে এই অঞ্চলটি। মেঘ থেকে টেনে আনে আর্দ্রতা, আর জল জোগায় ছয়টি বড় নদীকে।
১০ ঘণ্টা আগেট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে পোস্টে লিখেছেন, ‘ভারত শুধু রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেলই কিনছে না, তারা সেই তেলের বড় অংশ খোলাবাজারে বিক্রি করে বড় লাভ করছে। ইউক্রেনে রুশ যুদ্ধ যন্ত্রের কারণে কত মানুষ মারা যাচ্ছে, তা নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই।’
১১ ঘণ্টা আগে