Ajker Patrika

জাতিসংঘ–বিশ্ব খাদ্য সংস্থা থেকে রাশিয়ার বহিষ্কার চাইলেন জেলেনস্কি

জাতিসংঘ–বিশ্ব খাদ্য সংস্থা থেকে রাশিয়ার বহিষ্কার চাইলেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দুটি আন্তর্জাতিক সংস্থা থেকে রাশিয়ার বহিষ্কার চেয়েছেন। ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব তীব্র খাদ্য সংকটের মুখোমুখি দাঁড়িয়ে এবং এ জন্য রাশিয়াই দায়ী বলে জানিয়েছেন তিনি। স্থানীয় সময় বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিশ্ব তীব্র খাদ্য ঝুঁকির মধ্যে রয়েছে উল্লেখ করে জেলেনস্কি জাতিসংঘ ও বিশ্ব খাদ্য সংস্থা থেকে রাশিয়ার বহিষ্কার দাবি করেন। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো–অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের এক সম্মেলনে তিনি এই দাবি উত্থাপন করেন। তাঁর এই দাবি নানা কারণেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কেননা জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশই বিশ্ব খাদ্য সংস্থার সদস্য।

জেলেনস্কি বলেছেন, ‘জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা–এফএও এর সদস্য হিসেবে রাশিয়ার থেকে যাওয়ার কোনো যৌক্তিকতাই নেই। সেখানে রাশিয়া থেকে কি করবে—যেখানে রাশিয়া নিজেই সরাসরি প্রায় ৪০ কোটি মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে পরোক্ষভাবে আরও কয়েকশ কোটি মানুষকে।’ 

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে খাদ্য নিরাপত্তা তীব্র ঝুঁকির মুখে পড়তে পারে। এরই মধ্যে বিশ্বে ৪ কোটি ৭০ লাখ মানুষ এই পরিস্থিতিতে পড়েছে। এফএও এবং জাতিসংঘের হিসাব অনুসারে এ বছরের শেষ নাগাদ বিশ্বজুড়ে ৩২ কোটি ৩০ লাখ মানুষ তীব্র খাদ্য ঝুঁকির মুখে পড়বে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত